সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা শহরের উপকণ্ঠ রইচপুরে মমতাজ খাতুন নামের দুই মাস বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আজ সোমবার ভোররাতে নিহতের মা সুরাইয়া ইয়াসমিন মুক্তাকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার সুরাইয়া ইয়াসমিন রইচপুর গ্রামের মুজাফফর হোসেনের মেয়ে ও খুলনার গিলাতলা এলাকার মুছা শেখের স্ত্রী। তিনি বাবার বাড়িতেই এক ছেলে ও এক মেয়েকে নিয়ে থাকেন। শিশুর লাশ উদ্ধারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহিদুল ইসলাম।
রইচপুর গ্রামের বাসিন্দা জাকির হোসেন জানান, শিশু মমতাজ খাতুনকে গতকাল রোববার বিকেল থেকে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির একপর্যায়ে স্বজনেরা রাত ১১টার দিকে বাড়ির পুকুর থেকে তার লাশ উদ্ধার করে। এ সময় সুরাইয়া খাতুন মেয়ে মমতাজকে পানিতে ডুবিয়ে হত্যার কথা স্বীকার করেন।
জাকির হোসেন বলেন, ‘সুরাইয়াকে মাঝেমধ্যে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলতে দেখা যায়। এর আগে নিজের ছেলেকেও হত্যার চেষ্টা করেছিলেন তিনি।’
ওসি মোহিদুল ইসলাম বলেন, ‘নিজের মেয়েকে পানিতে ডুবিয়ে হত্যার অভিযোগে মানসিক ভারসাম্যহীন নারী সুরাইয়া খাতুনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় শিশুর বাবা মুছা শেখ সুরাইয়া খাতুনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
সাতক্ষীরা শহরের উপকণ্ঠ রইচপুরে মমতাজ খাতুন নামের দুই মাস বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আজ সোমবার ভোররাতে নিহতের মা সুরাইয়া ইয়াসমিন মুক্তাকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার সুরাইয়া ইয়াসমিন রইচপুর গ্রামের মুজাফফর হোসেনের মেয়ে ও খুলনার গিলাতলা এলাকার মুছা শেখের স্ত্রী। তিনি বাবার বাড়িতেই এক ছেলে ও এক মেয়েকে নিয়ে থাকেন। শিশুর লাশ উদ্ধারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহিদুল ইসলাম।
রইচপুর গ্রামের বাসিন্দা জাকির হোসেন জানান, শিশু মমতাজ খাতুনকে গতকাল রোববার বিকেল থেকে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির একপর্যায়ে স্বজনেরা রাত ১১টার দিকে বাড়ির পুকুর থেকে তার লাশ উদ্ধার করে। এ সময় সুরাইয়া খাতুন মেয়ে মমতাজকে পানিতে ডুবিয়ে হত্যার কথা স্বীকার করেন।
জাকির হোসেন বলেন, ‘সুরাইয়াকে মাঝেমধ্যে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলতে দেখা যায়। এর আগে নিজের ছেলেকেও হত্যার চেষ্টা করেছিলেন তিনি।’
ওসি মোহিদুল ইসলাম বলেন, ‘নিজের মেয়েকে পানিতে ডুবিয়ে হত্যার অভিযোগে মানসিক ভারসাম্যহীন নারী সুরাইয়া খাতুনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় শিশুর বাবা মুছা শেখ সুরাইয়া খাতুনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
নরসিংদীতে জুলাই গণ-অভ্যুত্থান উপলক্ষে বিএনপির সহযোগী সংগঠন কৃষক দলের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এরই পরিপ্রেক্ষিতে আবদুল কাদির মোল্লা সিটি কলেজের মাঠে বৃক্ষরোপণ করার সময় মানবিক বিভাগের কয়েকজন শিক্ষার্থী ‘জয় বাংলা’ স্লোগান দেয়। এ ঘটনায় উপস্থিত নেতা-কর্মী ও শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা তৈরি
২ মিনিট আগেমানব পাচার মামলায় সাত বিয়ে করা কুষ্টিয়ার সেই রবিজুল ইসলামকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার সকালে জেলার খোকসা উপজেলা থেকে তাঁকে গ্রেপ্তার করে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা–পুলিশ।
৭ মিনিট আগেদেশে প্রথমবারের মতো রাজধানীর আগারগাঁওয়ে আলোক শিক্ষালয়ে ‘বই পড়ি, স্বপ্ন আঁকি’ স্লোগানে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ বুক অলিম্পিয়াড। স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে মুক্ত আসরের উদ্যোগে অনুষ্ঠানটির আয়োজন করে বাংলাদেশ বুক অলিম্পিয়াড কমিটি। শিশু-কিশোরদের বই পড়ার অভ্যাস তৈরি করার জন্য এই অলিম্পিয়াড আয়
১০ মিনিট আগেখুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ‘১৯ ব্যাচের উদ্যোগে জুলাই মাসের গণ-অভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। শহীদ মুগ্ধ খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিত ডিসিপ্লিনের ‘১৯ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
১৭ মিনিট আগে