Ajker Patrika

সাবেক ছাত্রলীগ নেতা আবারও ইয়াবাসহ আটক

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
সাবেক ছাত্রলীগ নেতা আবারও ইয়াবাসহ আটক

বাগেরহাটের মোরেলগঞ্জে সাবেক ছাত্রলীগ নেতা আবারও ইয়াবাসহ আটক হয়েছেন। গতকাল শনিবার গভীর রাতে মোরেলগঞ্জ পৌরসভার ইব্রাহিম ফরাজির বাড়ি থেকে এক সহযোগীসহ তাঁকে আটক করা হয়।

এ সময় তাঁদের কাছ থেকে ১৪০টি ইয়াবা, ৭ হাজার ১৫০ টাকা এবং তিনটি মোবাইল ফোন জব্দ করেন পুলিশ সদস্যরা। আজ বোববার দুপুরে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এর আগে ২০১৮ সালে ২৪০টি ইয়াবাসহ র‍্যাবের হাতে গ্রেপ্তার হয়েছিলেন ইব্রাহিম ফরাজি। তখন তাঁকে মোরেলগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদকের পদ থেকে বহিষ্কার করা হয়। ২০২২ সালের ১৮ মে তাঁর বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে ১২ শ ইয়াবাসহ মহিমা আক্তার মৌ নামের এক নারীকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

ইব্রাহিম ফরাজী মোরেলগঞ্জ পৌরসভার আদর্শ পাড়া এলাকার বাসিন্দা। তিনি মোরেলগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। তাঁর সহযোগী শাওন চাপরাশি ভাইজোড়া এলাকার বাসিন্দা।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, ইব্রাহিম ও শাওন পেশাদার মাদক কারবারি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়েছে। মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত