Ajker Patrika

মনিরামপুরে মাটির স্তূপে মিলল বাক্সবন্দী গুলি ম্যাগাজিন 

আপডেট : ২৪ মার্চ ২০২৩, ১৭: ০৮
মনিরামপুরে মাটির স্তূপে মিলল বাক্সবন্দী গুলি ম্যাগাজিন 

যশোরের মনিরামপুরে কপোতাক্ষ নদের খুঁড়ে রাখা মাটির স্তূপে বাক্সবন্দী ২৬ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন পাওয়া গেছে। জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল পেয়ে গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার ঝাঁপা ক্যাম্পের পুলিশ মাহাতাবনগরের আব্দুল মোতালেবের বাড়ি থেকে এ গুলি ও ম্যাগাজিন উদ্ধার করে হেফাজতে নেয়।

এর আগে ওই দিন সন্ধ্যায় কপোতাক্ষ নদ খুঁড়ে স্তূপ করে রাখা মাটি সমান করতে গিয়ে হোসেন আলী নামে এক যুবক পরিত্যক্ত বাক্সটি খুঁজে পান।

তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমার বাড়ি সাতক্ষীরা জেলায়। মনিরামপুরের হরিহরনগর ইউনিয়নের মাহাতাবনগরের আব্দুল মোতালেবের ছেলে রবিউল ইসলাম আমার ভগ্নিপতি। আমি বোনের বাড়িতে বেড়াতে এসেছি। বাড়ির পেছন দিয়ে কপোতাক্ষ নদে সরকারিভাবে স্কেভেটর দিয়ে নদী খননের কাজ চলছে। বৃহস্পতিবার নদী খুঁড়ে মাটি বোনের ঘরের পেছনে ফেলেন স্কেভেটর চালক। সন্ধ্যায় সে মাটি কোদাল দিয়ে সমান করতে গিয়ে একটি টিনের বাক্স পাই। পানি দিয়ে বাক্স পরিষ্কার করতে গিয়ে ভেতরে গুলি দেখতে পেয়ে ৯৯৯ নম্বরে কল করি। পরে পুলিশ এসে ওগুলো যায়।’

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘উদ্ধার গুলি ও ম্যাগাজিন অনেক পুরোনো। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আমরা তদন্ত করে দেখছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত