মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
মাগুরার মহম্মদপুরে পরিবহনের সময় সড়কে মাটি ফেলে চলাচলের অনুপযোগী করার অভিযোগে চুন্নু বিশ্বাস নামের এক ইটভাটার মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাসুদেব কুমার মালো এই জরিমানা করেন।
চুন্নু বিশ্বাস মহম্মদপুরের নাহাটা ইউনিয়নের খলিশাখালী গ্রামের বাসিন্দা ও স্থানীয় ইটভাটা অটো ব্রিকসের মালিক। এই ইটভাটায় মাটি পরিবহনের জন্য তিনি নহাটা-খলিশাখালী সড়ক ব্যবহার করেন।
উপজেলা প্রশাসন ও স্থানীয় লোকজন জানান, চুন্নু বিশ্বাস অনেকদিন ধরে ইটভাটায় মাটি নেওয়ার কাজ করে আসছিলেন। এতে সড়কে চলাচলে সমস্যার কথা জানিয়ে এলাকার সচেতন লোকজন উপজেলা প্রশাসন ও বিভিন্ন দপ্তরে অভিযোগ দেন।
এদিকে গত বৃহস্পতিবার নহাটা এলাকায় বৃষ্টি হলে পরিবহনের সময় ট্রাক থেকে পড়া মাটিতে সড়ক পিচ্ছিল হয়ে যায়। এতে ছোটখাটো দুর্ঘটনা ঘটেছে। এরপর গতকাল শনিবার বিকেলে অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বলে জানায় উপজেলা প্রশাসন।
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাসুদেব কুমার মালো বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়ায় ইটভাটার মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়। পরে কাঁদা-মাটি দ্রুত অপসারণের মাধ্যমে সড়কটি চলাচলের উপযোগী করে তোলার জন্য নির্দেশনা দেওয়া হয়।’
মাগুরার মহম্মদপুরে পরিবহনের সময় সড়কে মাটি ফেলে চলাচলের অনুপযোগী করার অভিযোগে চুন্নু বিশ্বাস নামের এক ইটভাটার মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাসুদেব কুমার মালো এই জরিমানা করেন।
চুন্নু বিশ্বাস মহম্মদপুরের নাহাটা ইউনিয়নের খলিশাখালী গ্রামের বাসিন্দা ও স্থানীয় ইটভাটা অটো ব্রিকসের মালিক। এই ইটভাটায় মাটি পরিবহনের জন্য তিনি নহাটা-খলিশাখালী সড়ক ব্যবহার করেন।
উপজেলা প্রশাসন ও স্থানীয় লোকজন জানান, চুন্নু বিশ্বাস অনেকদিন ধরে ইটভাটায় মাটি নেওয়ার কাজ করে আসছিলেন। এতে সড়কে চলাচলে সমস্যার কথা জানিয়ে এলাকার সচেতন লোকজন উপজেলা প্রশাসন ও বিভিন্ন দপ্তরে অভিযোগ দেন।
এদিকে গত বৃহস্পতিবার নহাটা এলাকায় বৃষ্টি হলে পরিবহনের সময় ট্রাক থেকে পড়া মাটিতে সড়ক পিচ্ছিল হয়ে যায়। এতে ছোটখাটো দুর্ঘটনা ঘটেছে। এরপর গতকাল শনিবার বিকেলে অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বলে জানায় উপজেলা প্রশাসন।
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাসুদেব কুমার মালো বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়ায় ইটভাটার মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়। পরে কাঁদা-মাটি দ্রুত অপসারণের মাধ্যমে সড়কটি চলাচলের উপযোগী করে তোলার জন্য নির্দেশনা দেওয়া হয়।’
যুবককে বলতে শোনা যায়, ‘সোজা কথা, যারে ভালো লাগবে, তারে কোপামু। যারে যেখানে ভালো লাগবে, তারে সেখানে কোপামু।’ ওই যুবকের পরিচয় জানা গেছে। তাঁর নাম মিরাজ। তিনি ধামুরা ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক।
২০ মিনিট আগেইসলামী ব্যাংকের খুলনার ফুলতলা শাখার স্টোর রুমে গ্রাহকের চোখ ও মুখ বেঁধে হাতুড়ি দিয়ে পেটানো ও প্লায়ার্স দিয়ে নখ তোলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জেল্লাল হোসেন।
৩৯ মিনিট আগেসার বিক্রিতে অনিয়মের অভিযোগ তুলে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রাজশাহীর কাঁকনহাটের কৃষকেরা। তাঁদের অভিযোগ, এলাকার বিসিআইসির ডিলার সরকার নির্ধারিত দামে তাঁদের কাছে সার বিক্রি করেন না। বেশি টাকা দিলে সার দেন, তা না হলে ফিরিয়ে দেন। তিনি অন্য উপজেলায় বেশি দামে সার বেচে দেন।
৪৩ মিনিট আগেশারীরিক ও মানসিক নির্যাতনের প্রতিকার ও নিজের সুরক্ষা চেয়ে মা-বাবার বিরুদ্ধে মামলা করা সেই তরুণীর সঙ্গে তাঁর অভিভাবকদের আপস হয়েছে। আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে এ কথা জানান তরুণী মেহরীন আহমেদ। এ সময় তাঁর মা-বাবাও উপস্থিত ছিলেন।
১ ঘণ্টা আগে