কুষ্টিয়া প্রতিনিধি
প্রায় পাঁচ বছর আগে, ২০১৮ সালের আগস্টে নানাবাড়িতে যাওয়ার পথে হারিয়ে যায় রাকিব হোসেন। তখন তার বয়স মাত্র সাত বছর। এরপর রেলস্টেশন, বাসস্ট্যান্ড, ফুটপাত, হাটবাজার, পুলিশ স্টেশন, শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে প্রায় পাঁচ বছর কেটে যায় রাকিবের। অবশেষে ফেসবুকের কল্যাণে পরিবার ফিরে পেল রাকিব। কুষ্টিয়ার কুমারখালী থানা-পুলিশের সহযোগিতায় বাবা-মার কোলে ফিরে গেছে রাকিব।
শনাক্তকরণ ও যাচাই বাছাই শেষে রোববার (১১ জুন) দুপুরে বাবা-মায়ের কাছে রাকিবকে হস্তান্তর করে কুমারখালী থানা-পুলিশ। রাকিব ফরিদপুর জেলার সালথা থানার জগন্নাথদী গ্রামের কৃষক মো. মোস্তফা ফকিরের ছেলে। দীর্ঘ দিনপর হারানো সন্তানকে পেয়ে আবেগে কান্নায় ভেঙে পড়েন বাবা-মা এবং থানার নারী ও শিশু ডেক্সের এসআই সুরাইয়া বিলকিস।
পুলিশ জানায়, গত ৭ মে কুমারখালী রেলস্টেশন চত্বর থেকে রাকিবকে উদ্ধার করে পুলিশ। এরপর ফেসবুকে তার ছবিসহ একটি পোস্ট দেয়। কিন্তু কোনো সাড়া মেলেনি। এরপর ১১ মে সমাজসেবা কার্যালয়ের মাধ্যমের কুষ্টিয়া শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে তাকে পাঠানো হয়। রাকিব সেখান থেকে ৯ জুন পালিয়ে এলে নন্দনালপুর এলাকা থেকে স্থানীয়রা রাকিবকে থানায় দিয়ে যায়।
এরপর পরিবারের সন্ধান চেয়ে সমস্ত থানায় বার্তা পাঠায় কুমারখালী থানা–পুলিশ। পাশাপাশি ফেসবুকে রাকিবের ছবি দিয়ে একটি পোস্ট করা হয়। সেই পোস্ট দেখে রাকিবের স্বজনেরা তার বাবা-মাকে খবর দেন। রোববার দুপুরে তাঁরা থানায় আসেন।
রাকিবের মা মোছা. রহিমা বেগম বলেন, ২০১৮ সালে তাঁর ছেলে নানাবাড়ি যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে হারিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও ছেলেকে পাননি। পরে ভেবেছিলেন ছেলে আর বেঁচে নেই। ফেসবুকে ছেলের ছবি দেখে থানায় ছুটে আসেন।
রাকিব তিন ভাই-বোনের মধ্যে সবার বড়। পাঁচ বছর পরে ছেলেকে ফিরে পেয়ে পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন বাবা মোস্তফা ফকির।
থানার ওসি মোহসীন হোসাইন বলেন, ‘হারানোর প্রায় পাঁচ বছর পরে ফেসবুকের কল্যাণে শিশু রাকিবকে বাবা-মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়েছে।’
প্রায় পাঁচ বছর আগে, ২০১৮ সালের আগস্টে নানাবাড়িতে যাওয়ার পথে হারিয়ে যায় রাকিব হোসেন। তখন তার বয়স মাত্র সাত বছর। এরপর রেলস্টেশন, বাসস্ট্যান্ড, ফুটপাত, হাটবাজার, পুলিশ স্টেশন, শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে প্রায় পাঁচ বছর কেটে যায় রাকিবের। অবশেষে ফেসবুকের কল্যাণে পরিবার ফিরে পেল রাকিব। কুষ্টিয়ার কুমারখালী থানা-পুলিশের সহযোগিতায় বাবা-মার কোলে ফিরে গেছে রাকিব।
শনাক্তকরণ ও যাচাই বাছাই শেষে রোববার (১১ জুন) দুপুরে বাবা-মায়ের কাছে রাকিবকে হস্তান্তর করে কুমারখালী থানা-পুলিশ। রাকিব ফরিদপুর জেলার সালথা থানার জগন্নাথদী গ্রামের কৃষক মো. মোস্তফা ফকিরের ছেলে। দীর্ঘ দিনপর হারানো সন্তানকে পেয়ে আবেগে কান্নায় ভেঙে পড়েন বাবা-মা এবং থানার নারী ও শিশু ডেক্সের এসআই সুরাইয়া বিলকিস।
পুলিশ জানায়, গত ৭ মে কুমারখালী রেলস্টেশন চত্বর থেকে রাকিবকে উদ্ধার করে পুলিশ। এরপর ফেসবুকে তার ছবিসহ একটি পোস্ট দেয়। কিন্তু কোনো সাড়া মেলেনি। এরপর ১১ মে সমাজসেবা কার্যালয়ের মাধ্যমের কুষ্টিয়া শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে তাকে পাঠানো হয়। রাকিব সেখান থেকে ৯ জুন পালিয়ে এলে নন্দনালপুর এলাকা থেকে স্থানীয়রা রাকিবকে থানায় দিয়ে যায়।
এরপর পরিবারের সন্ধান চেয়ে সমস্ত থানায় বার্তা পাঠায় কুমারখালী থানা–পুলিশ। পাশাপাশি ফেসবুকে রাকিবের ছবি দিয়ে একটি পোস্ট করা হয়। সেই পোস্ট দেখে রাকিবের স্বজনেরা তার বাবা-মাকে খবর দেন। রোববার দুপুরে তাঁরা থানায় আসেন।
রাকিবের মা মোছা. রহিমা বেগম বলেন, ২০১৮ সালে তাঁর ছেলে নানাবাড়ি যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে হারিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও ছেলেকে পাননি। পরে ভেবেছিলেন ছেলে আর বেঁচে নেই। ফেসবুকে ছেলের ছবি দেখে থানায় ছুটে আসেন।
রাকিব তিন ভাই-বোনের মধ্যে সবার বড়। পাঁচ বছর পরে ছেলেকে ফিরে পেয়ে পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন বাবা মোস্তফা ফকির।
থানার ওসি মোহসীন হোসাইন বলেন, ‘হারানোর প্রায় পাঁচ বছর পরে ফেসবুকের কল্যাণে শিশু রাকিবকে বাবা-মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়েছে।’
বরিশালের হিজলায় প্রায় দেড় কোটি টাকার হাট-বাজার ইজারা কার্যক্রম প্রস্তুত করতে গিয়ে শিডিউল জমাই দিতে পারেনি ঠিকাদারেরা। স্থানীয় বিএনপির একটি পক্ষ উপজেলার ২০টি হাট-বাজারের শিডিউল প্রস্তুত প্রক্রিয়ায় নামে। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে প্রস্তুতি সম্পন্ন করতে পারেনি তারা।
২ ঘণ্টা আগেবিভাগীয় শহর রংপুরে গত দেড় দশকে মানুষের পাশাপাশি বেড়েছে যানবাহনের চাপ। কিন্তু ট্রাফিক ব্যবস্থার তেমন উন্নতি হয়নি। এতে তীব্র যানজটে দুর্ভোগে পড়তে হয় নগরবাসীকে। এ অবস্থা থেকে উত্তরণে তিন বছর আগে ৩৪ লাখ টাকা ব্যয়ে নগরীতে ডিজিটাল ট্রাফিক সিগন্যাল স্থাপন করা হলেও তা কাজে আসছে না।
৩ ঘণ্টা আগেএককালে ছিলেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহসভাপতি। বিএনপির সমর্থন নিয়ে হয়েছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানও। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ভিড়তে শুরু করেন শামীম ওসমানের সঙ্গে। ২০১৮ সালে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় তাঁকে দল থেকে বহিষ্কার করে বিএনপি।
৩ ঘণ্টা আগেবিশাল সমুদ্রসৈকত। তারই এক পাশের মাটি কেটে বানানো হচ্ছে বাড়ি। কেউ আবার বাড়ির আদলে পুকুর কেটে রেখেছে। অনেকে মাটি কেটে নিজেদের সীমানা তৈরি করেছে। গত ৫ আগস্ট রাজনীতির পটপরিবর্তনের পর পর্যটন সম্ভাবনাময় এলাকা নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপ সৈকতের চিত্র এটি। সেখানে চলছে সৈকতের জায়গা দখলের
৩ ঘণ্টা আগে