Ajker Patrika

বাগেরহাটে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০ 

বাগেরহাট প্রতিনিধি
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৩, ১২: ০৯
বাগেরহাটে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০ 

বাগেরহাটের শরণখোলায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ শুক্রবার বিকেলে উপজেলার তাফালবাড়ী বাজারে রায়েন্দা ও সাউথখালী ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে এই সংঘর্ষ হয়। ঘটনার পর থেকে বাজারের দোকানপাট বন্ধ রয়েছে। 

আহতরা হলেন—রায়েন্দা ইউনিয়নের ব্যবসায়ী ফেরদাউস জমাদ্দার, মাসুম মীর, সানাউল আলম সানা জমাদ্দার, সাউথখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হকের ভাতিজা মাসুম। বাকিদের নাম জানা যায়নি। আহতরা শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। 

এদিকে সংঘর্ষের খবর পেয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজমল হোসেন মুক্তা, সাধারণ সম্পাদক আছাদুজ্জামান মিলন, শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁরা দুই পক্ষের সঙ্গে আলোচনা করে বিরোধ সমাধানের চেষ্টা করছেন। 

নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক ব্যবসায়ী আজকের পত্রিকাকে বলেন, ‘সম্প্রতি সাউথখালী ইউনিয়নের বকুলতলা এলাকায় রায়েন্দা ইউনিয়নের হুমায়ুন আজাদ মিঠু নামে এক ব্যক্তি একটি স মিল স্থাপন করেন। এটি নিয়ে সাউথখালী এলাকার আল আমিন দফাদারের সঙ্গে দ্বন্দ্ব তৈরি হয় তাঁর। এই দ্বন্দ্বের জেরে আল আমিনের সঙ্গে হুমায়ুন আজাদের কথা-কাটাকাটির একপর্যায়ে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। পরে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’ 

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত