খুলনা প্রতিনিধি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষকদের লাঞ্ছনার ঘটনায় সাতটি অভিযোগে ৩৭ জন শিক্ষার্থীকে শোকজ করেছে কর্তৃপক্ষ। আজ সোমবার বিশ্ববিদ্যালয় প্রশাসন ওই শিক্ষার্থীদের কারণ দর্শানোর নোটিশ দেয়। কুয়েটের সিন্ডিকেট সভায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নোটিশে বলা হয়েছে, অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে শিক্ষকদের লাঞ্ছিত করাসহ মোট সাতটি অভিযোগ রয়েছে। এ বিষয়ে তাঁদের আগামী ১৫ মে বিকেল ৫টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. আব্দুল্লাহ ইলিয়াছ আক্তার বলেন, তদন্ত প্রতিবেদনের আলোকে নোটিশ দেওয়া হয়েছে। সময়মতো জবাব পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
অন্যদিকে একাডেমিক কার্যক্রম চালু হলেও ষষ্ঠ দিনেও ক্লাসে ফেরেননি শিক্ষকেরা। তাঁদের দাবি, শিক্ষকদের লাঞ্ছনায় জড়িত শিক্ষার্থীদের যথাযথ শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত তাঁরা ক্লাস ও পরীক্ষায় অংশ নেবেন না।
কুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. সাহিদুল ইসলাম বলেন, ‘আমাদের দাবি মানা হলে আমরা সাধারণ সভা করে পরবর্তী সিদ্ধান্ত নেব। দাবি পূরণ না হলে আগামী বৃহস্পতিবার থেকে প্রশাসনিক দায়িত্ব থেকেও বিরত থাকব।’
অভিযোগ অস্বীকার করে একাধিক শিক্ষার্থী বলেন, শোকজ হওয়া ৩৭ জনের বেশির ভাগই সাধারণ শিক্ষার্থী। তাঁরা কেবল উপাচার্য অপসারণের দাবিতে আন্দোলন করেছিলেন, শিক্ষক লাঞ্ছনায় জড়িত ছিলেন না।
১৮ ফেব্রুয়ারির ঘটনার পর থেকে বন্ধ রয়েছে ক্লাস-পরীক্ষা। সেশনজট বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন কুয়েটের ৭ হাজার ৫৬৫ শিক্ষার্থী।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষকদের লাঞ্ছনার ঘটনায় সাতটি অভিযোগে ৩৭ জন শিক্ষার্থীকে শোকজ করেছে কর্তৃপক্ষ। আজ সোমবার বিশ্ববিদ্যালয় প্রশাসন ওই শিক্ষার্থীদের কারণ দর্শানোর নোটিশ দেয়। কুয়েটের সিন্ডিকেট সভায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নোটিশে বলা হয়েছে, অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে শিক্ষকদের লাঞ্ছিত করাসহ মোট সাতটি অভিযোগ রয়েছে। এ বিষয়ে তাঁদের আগামী ১৫ মে বিকেল ৫টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. আব্দুল্লাহ ইলিয়াছ আক্তার বলেন, তদন্ত প্রতিবেদনের আলোকে নোটিশ দেওয়া হয়েছে। সময়মতো জবাব পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
অন্যদিকে একাডেমিক কার্যক্রম চালু হলেও ষষ্ঠ দিনেও ক্লাসে ফেরেননি শিক্ষকেরা। তাঁদের দাবি, শিক্ষকদের লাঞ্ছনায় জড়িত শিক্ষার্থীদের যথাযথ শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত তাঁরা ক্লাস ও পরীক্ষায় অংশ নেবেন না।
কুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. সাহিদুল ইসলাম বলেন, ‘আমাদের দাবি মানা হলে আমরা সাধারণ সভা করে পরবর্তী সিদ্ধান্ত নেব। দাবি পূরণ না হলে আগামী বৃহস্পতিবার থেকে প্রশাসনিক দায়িত্ব থেকেও বিরত থাকব।’
অভিযোগ অস্বীকার করে একাধিক শিক্ষার্থী বলেন, শোকজ হওয়া ৩৭ জনের বেশির ভাগই সাধারণ শিক্ষার্থী। তাঁরা কেবল উপাচার্য অপসারণের দাবিতে আন্দোলন করেছিলেন, শিক্ষক লাঞ্ছনায় জড়িত ছিলেন না।
১৮ ফেব্রুয়ারির ঘটনার পর থেকে বন্ধ রয়েছে ক্লাস-পরীক্ষা। সেশনজট বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন কুয়েটের ৭ হাজার ৫৬৫ শিক্ষার্থী।
বিস্ফোরক মামলায় ফরিদপুরে আওয়ামী লীগের ২১ জন নেতা–কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ সোমবার ফরিদপুর জেলা দায়রা ও জজ আদালতের বিচারক এই আদেশ দেন। এ সময় অসুস্থ বিবেচনায় একজনের জামিন মঞ্জুর করেন আদালত।
১৪ মিনিট আগেফেনীর ছাগলনাইয়া উপজেলায় পল্লী বিদ্যুৎ সমিতির ‘ভুতুড়ে বিল’ ও অন্যান্য অনিয়মের বিরুদ্ধে স্থানীয় পল্লী বিদ্যুৎ গ্রাহকেরা মানববন্ধন ও সমাবেশ করেছেন। সোমবার (১২ মে) বিকেলে ছাগলনাইয়া পৌর শহরের জিরো পয়েন্টে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়।
২২ মিনিট আগেময়মনসিংহে টনসিল অপারেশনে গিয়ে তাইয়্যিবা তাবাসসুম তন্দ্রা (১২) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। গত শনিবার রাতে ময়মনসিংহ শহরের চরপাড়া এলাকার একটি বেসরকারি হাসপাতালে এ ঘটনা ঘটে। চিকিৎসক টনসিল অপারেশন করতে গিয়ে তন্দ্রার শ্বাসনালি কেটে ফেলেছেন বলে অভিযোগ স্কুলছাত্রীর স্বজনদের।
২৭ মিনিট আগেরাজধানীর মতিঝিলে নটর ডেম কলেজের ভবন থেকে পড়ে ধ্রুবব্রত দাস (১৮) নামের এক শিক্ষার্থী মারা গেছেন। আজ সোমবার (১২ মে) বেলা সোয়া ৩টার দিকে নটর ডেম কলেজের ‘ফাদার টিম’ ভবন থেকে নিচে পড়ে যান ওই শিক্ষার্থী।
৩৩ মিনিট আগে