ষাঁড় গরুটির গায়ের রং কালচে-খয়েরি। তবে শরীরজুড়ে একটু লালচে ভাবও আছে। আদর করে নাম রাখা হয়েছে ‘বাহাদুর’। গরুটির বয়স এখন দুই বছর দুই মাস। কোরবানি উপলক্ষে বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে একে। ষাঁড়টিকে দেখতে উৎসুক জনতা ভিড় করছে ঝিকরগাছা উপজেলার নায়ড়া গ্রামের পূর্বপাড়ায় আমিনুর রহমানের বাড়িতে।
বাহাদুরের ওজন আনুমানিক ৮৮০ কেজি। এবারের কোরবানির ঈদে যশোরের ঝিকরগাছা অঞ্চলে আকার ও ওজনেই এটি সবচেয়ে বড় ষাঁড় বলে দাবি খামারির। সাড়ে পাঁচ ফুট উচ্চতার ষাঁড়টির দাম হাঁকা হয়েছে ১৪ লাখ টাকা।
নাদুসনুদুস ষাঁড়টি বুলগেরিয়ান জাতের। গতকাল রোববার পূর্বপাড়ায় আমিনুর রহমানের বাড়িতে গিয়ে দেখা গেল আশপাশের মানুষ আসছে বাহাদুরকে দেখার জন্য। এদেরই একজন ইসানূর রহমান। তিনি বলেন, ‘এত বড় গরু এলাকার কোনো খামারে এই প্রথম। এ কারণে ষাঁড়টি দেখতে এসেছি।’
এ সময় দেখা যায়, খামারির গোয়ালঘরে মোটা দড়িতে বেঁধে রাখা হয়েছে বাহাদুরকে। পাশেই বাঁধা এর মা গাভিটিসহ আরও ১১টি গরু। খামারি আমিনুর রহমান বলেন, ‘বেশি নাদুসনুদুস হওয়ার কারণে হাটে তোলা কষ্টসাধ্য হওয়ায় খামার থেকেই গরুটি বিক্রির চেষ্টা করছি। কৃষিকাজের পাশাপাশি বাড়িতে খামার করেছি। ১৫ বছর ধরে গরু পালন করি।’
খামারি আমিনুর আরও বলেন, ‘পরিবারের সন্তানের মতোই যত্নে পালন করি এদের। ষাঁড়টিকে দুই বছর ধরে নেপিয়ার ঘাস, খড়, ছোলা, ধানের কুঁড়া ও ভুসি খাওয়ায়ে প্রাকৃতিক উপায়ে বড় করেছি। কোনো রেডিফিট খাওয়াইনি। মোটাতাজাকরণের কৃত্রিম কোনো পদ্ধতি বা হরমোনাল ইনজেকশন প্রয়োগ করিনি। স্থানীয় ব্যাপারীরা ১০ লাখ টাকা দাম বলে গেছেন। আমি দাম চেয়েছি ১৪ লাখ টাকা।’
উপজেলার শংকরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু গোবিন্দ চ্যাটার্জি বলেন, ‘শুনেছি আমিনুরের গরুটি এই অঞ্চলের মধ্যে সবচেয়ে বড় গরু। আমিনুর একজন ভালো গরুর খামারি।’
ষাঁড় গরুটির গায়ের রং কালচে-খয়েরি। তবে শরীরজুড়ে একটু লালচে ভাবও আছে। আদর করে নাম রাখা হয়েছে ‘বাহাদুর’। গরুটির বয়স এখন দুই বছর দুই মাস। কোরবানি উপলক্ষে বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে একে। ষাঁড়টিকে দেখতে উৎসুক জনতা ভিড় করছে ঝিকরগাছা উপজেলার নায়ড়া গ্রামের পূর্বপাড়ায় আমিনুর রহমানের বাড়িতে।
বাহাদুরের ওজন আনুমানিক ৮৮০ কেজি। এবারের কোরবানির ঈদে যশোরের ঝিকরগাছা অঞ্চলে আকার ও ওজনেই এটি সবচেয়ে বড় ষাঁড় বলে দাবি খামারির। সাড়ে পাঁচ ফুট উচ্চতার ষাঁড়টির দাম হাঁকা হয়েছে ১৪ লাখ টাকা।
নাদুসনুদুস ষাঁড়টি বুলগেরিয়ান জাতের। গতকাল রোববার পূর্বপাড়ায় আমিনুর রহমানের বাড়িতে গিয়ে দেখা গেল আশপাশের মানুষ আসছে বাহাদুরকে দেখার জন্য। এদেরই একজন ইসানূর রহমান। তিনি বলেন, ‘এত বড় গরু এলাকার কোনো খামারে এই প্রথম। এ কারণে ষাঁড়টি দেখতে এসেছি।’
এ সময় দেখা যায়, খামারির গোয়ালঘরে মোটা দড়িতে বেঁধে রাখা হয়েছে বাহাদুরকে। পাশেই বাঁধা এর মা গাভিটিসহ আরও ১১টি গরু। খামারি আমিনুর রহমান বলেন, ‘বেশি নাদুসনুদুস হওয়ার কারণে হাটে তোলা কষ্টসাধ্য হওয়ায় খামার থেকেই গরুটি বিক্রির চেষ্টা করছি। কৃষিকাজের পাশাপাশি বাড়িতে খামার করেছি। ১৫ বছর ধরে গরু পালন করি।’
খামারি আমিনুর আরও বলেন, ‘পরিবারের সন্তানের মতোই যত্নে পালন করি এদের। ষাঁড়টিকে দুই বছর ধরে নেপিয়ার ঘাস, খড়, ছোলা, ধানের কুঁড়া ও ভুসি খাওয়ায়ে প্রাকৃতিক উপায়ে বড় করেছি। কোনো রেডিফিট খাওয়াইনি। মোটাতাজাকরণের কৃত্রিম কোনো পদ্ধতি বা হরমোনাল ইনজেকশন প্রয়োগ করিনি। স্থানীয় ব্যাপারীরা ১০ লাখ টাকা দাম বলে গেছেন। আমি দাম চেয়েছি ১৪ লাখ টাকা।’
উপজেলার শংকরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু গোবিন্দ চ্যাটার্জি বলেন, ‘শুনেছি আমিনুরের গরুটি এই অঞ্চলের মধ্যে সবচেয়ে বড় গরু। আমিনুর একজন ভালো গরুর খামারি।’
বরিশালে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে ছাত্রদলের নতুন কমিটি গঠনে কাউন্সিলের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য প্রায় ২ হাজার ৭০০ শিক্ষার্থীকে সদস্যপদ দিয়ে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শেষ পর্যায়ে।
৪ ঘণ্টা আগেসিরাজগঞ্জের সদর উপজেলার ছাতিয়ানতলীতে গড়ে উঠছে অন্যতম বৃহৎ বিসিক শিল্পপার্ক। উত্তরবঙ্গকে দেশের অন্যতম শিল্পাঞ্চলে রূপ দেওয়ার স্বপ্ন ছিল এ প্রকল্প ঘিরে। তবে ৭১৯ কোটি টাকার এ প্রকল্পের কাজ শেষ না করেই উদ্যোক্তাদের কাছে প্লট হস্তান্তর করায় ক্ষোভে ফুঁসছেন শিল্পোদ্যোক্তারা।
৪ ঘণ্টা আগেহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের কার্গো ভিলেজের আমদানি কার্গো (পণ্য) কমপ্লেক্সে বিভিন্ন আমদানি পণ্যের পাশাপাশি মেয়াদোত্তীর্ণ রাসায়নিক দ্রব্যও মজুত ছিল। স্তূপাকারে ছিল দীর্ঘ দিন ধরে বাজেয়াপ্ত পুরোনো ও নষ্ট মালামাল। ঢাকা কাস্টমস সূত্রে এসব তথ্য জানা গেছে।
৪ ঘণ্টা আগেরাজধানীর মিরপুরের শিয়ালবাড়ী এলাকায় একটি কারখানার ফটকে দায়িত্ব পালন করেন পঞ্চাশোর্ধ্ব ফোরকান মোল্লা। ছয় দিন আগে পাশের রাস্তায় রাসায়নিক গুদাম ও পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের পর তিনি অসুস্থ হয়ে পড়েন। ঘটনার পরদিন তাঁর চোখে জ্বালাপোড়া, শ্বাসকষ্ট ও বমিভাব দেখা দেয়। চিকিৎসার পর কিছুটা সুস্থ হয়েছেন।
৫ ঘণ্টা আগে