Ajker Patrika

খুলনায় মাদকাসক্ত ছেলের দায়ের কোপে আহত মা

খুলনা প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

লনায় মাদকাসক্ত ছেলের দায়ের কোপে এক নারী গুরুতর জখম হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার রাতে নগরীর মির্জাপুর সড়কের একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

আহত নারীর নাম মিনা বেগম (৫০)। তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। তাঁর অবস্থা খুবই সংকটাপন্ন। এ ঘটনায় অভিযুক্ত ছেলে আকবর সরকারকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হুসাইন মাসুম আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘রোববার রাতে মির্জাপুর রোড থেকে একজন খুলনা সদর থানায় ফোন করে ঘটনাটি আমাদের অবগত করলে সঙ্গে সঙ্গে সেখানে পুলিশ পাঠানো হয়। মারাত্মক জখম অবস্থায় মিনা বেগমকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।’

ওসি জানান, আকবর দা দিয়ে মিনাকে পরপর তিনটি কোপ দেয়। আকবর মাদকাসক্ত এবং মানসিকভাবে অসুস্থ। এ ঘটনার পর এলাকাবাসী আকবরকে ধরে মারধর করে। তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশিরভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত