Ajker Patrika

দর্শনা সীমান্ত দিয়ে আরও ৮১ জনের দেশে প্রবেশ

প্রতিনিধি
দর্শনা সীমান্ত দিয়ে আরও ৮১ জনের দেশে প্রবেশ

চুয়াডাঙ্গা সদর (চুয়াডাঙ্গা): চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে নতুন আরও ৮১ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। প্রবেশ করা ৮১ বাংলাদেশির কারও শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়নি। গতকাল শুক্রবার সকাল থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত দর্শনা চেকপোস্ট দিয়ে প্রবেশ করেন তাঁরা।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসন কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল সকাল থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত দর্শনা চেকপোস্ট দিয়ে দেশে প্রবেশ করেছেন ৮১ জন। তাদের সবাইকে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। দেশে আসা নতুন এই ৮১ জনের মধ্যে কারও দেহে করোনা শনাক্ত হয়নি। পুলিশি পাহারায় গতকালই তাঁদের অ্যাম্বুলেন্সে করে সদর হাসপাতালে ও মাইক্রোযোগে টিটিসিসহ বিভিন্ন হোটেলে ১৪ দিনের কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. ফাতেহ্ আকরাম বলেন, গতকাল ভারতফেরত আরও দুজনকে শারীরিক অসুস্থতার জন্য সদর হাসপাতালের কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে। কোয়ারেন্টিনে থাকা আগের চারজনসহ মোট ছয়জনকে সদর হাসপাতালে রাখা হয়েছে। এ ছাড়া ভারতফেরত করোনা শনাক্ত সাতজন হাসপাতালের আইসোলেশনে আছেন। করোনা শনাক্ত সাতজনেরই শারীরিক অবস্থা ভালো আছে।

উল্লেখ্য, ভারত থেকে দর্শনা চেকপোস্ট দিয়ে গত পাঁচ দিনে বাংলাদেশে প্রবেশকারী ৪১৫ জনের মধ্যে মোট সাতজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত সাতজনই সদর হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে এনসিপির শীর্ষ ৫ নেতা হঠাৎ কক্সবাজারে কেন

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন চাননি সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদ

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে চূড়ান্ত বৈঠক করল শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি

ছাত্র-জনতার মিছিলের মুখে পড়েন এক মন্ত্রী

কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের খবর, ‘গুজব’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত