Ajker Patrika

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে দালালসহ ১৫ জন আটক

ঝিনাইদহ প্রতিনিধি
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ১৫: ৪৬
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে দালালসহ ১৫ জন আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে দালালসহ ১৫ জন নারী–পুরুষ ও শিশুকে আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন ৫৮ বিজিবি। সোমবার দিবাগত রাতে সীমান্তের যাদবপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কানাইডাংগা গ্রামের পাকা রাস্তার ব্রিজের ওপর থেকে তাঁদের আটক করা হয়। 

আটককৃতদের মধ্যে ১২ জন পুরুষ, একজন নারী ও দুই শিশু রয়েছে। তাঁদের অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার চেষ্টা করার অপরাধে আটক করা হয়। আটককৃতদের বাড়ি নড়াইল, ফেনি, খুলনা, কুষ্টিয়া ও গোপালগঞ্জ জেলার বিভিন্ন এলাকায়। 

এ ছাড়াও অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তাকারী দালাল বাংলাদেশী নাগরিক মো. আসাদুল ইসলাম নামে একজনকে আটক করা হয়। আসাদুল ইসলাম ঝিনাইদহের মহেশপুর উপজেলার পাতিবিলা গ্রামের আব্দুল করিমের ছেলে। 

 ৫৮ বিজিবি এর সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে নিশ্চিত করা হয়। নজরুল ইসলাম বলেন, আটককৃতদের বিরুদ্ধে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার চেষ্টা করা এবং সহায়তা করার অপরাধে পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১ (১) (গ) ধারায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের ও সোপর্দ করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত