Ajker Patrika

মনিরামপুরে ৫০টি মোটরসাইকেল থানায় দিয়েছে পুলিশ

প্রতিনিধি
মনিরামপুরে ৫০টি মোটরসাইকেল থানায় দিয়েছে পুলিশ

মনিরামপুর (যশোর): মনিরামপুরে লকডাউন কার্যকর করতে কঠোর অবস্থানে পুলিশ। পথচারীদের চলাচল নিয়ন্ত্রণ করতে চালানো হচ্ছে অভিযান। মঙ্গলবার (২৯ জুন) দিনভর মনিরামপুর বাজারের রাজগঞ্জ মোড়ে অভিযান চালিয়ে ৫০টি মোটরসাইকেল আটক করা হয়েছে। 

এই সময় প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় আটক মোটরসাইকেলগুলোর বিরুদ্ধে মামলা দেন যশোর জেলা ট্রাফিক পুলিশের সার্জেন্ট কবির হোসেন। পরে সন্ধ্যায় মোটরসাইকেলগুলো থানায় নিয়ে যাওয়া হয়। 

মনিরামপুর থানার ডিউটি অফিসার এএসআই মিরা খাতুন বলেন, মামলা দিয়ে ৫০টি মোটরসাইকেল থানায় দিয়েছেন সার্জেন্ট কবির হোসেন। আদালতের অনুমতি পেলে মোটরসাইকেলগুলো হস্তান্তর করা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত