ইবি প্রতিনিধি
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের বিরুদ্ধে নিয়োগ-বাণিজ্যসহ নানা দুর্নীতির তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। আজ সোমবার ইউজিসির তদন্ত কমিটি সদস্যরা বিশ্ববিদ্যালয় থেকে তথ্য সংগ্রহ করেছেন।
তদন্ত কমিটির সদস্যরা উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, সহ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, বিভিন্ন অনুষদের ডিন, দপ্তরপ্রধান ও রেজিস্ট্রারের সঙ্গে কথা বলেন।
এ ছাড়া প্রকল্প পরিচালক, অর্থ পরিচালক, প্রধান প্রকৌশলী (বর্তমান ও সাবেক), শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং দুদক কুষ্টিয়া কার্যালয়ের কর্মকর্তা সাইদুর রহমানের সঙ্গে আলাদা আলাদা কথা বলেন। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের থেকে বিভিন্ন প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করে তদন্ত কমিটি।
এর আগে গত বছরের ১৬ ফেব্রুয়ারি থেকে ১৩ জুন পর্যন্ত নিয়োগ-সংক্রান্ত উপাচার্যের অন্তত ডজনখানেকেরও বেশি অডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এতে চাকরির পরীক্ষার আগে প্রশ্নফাঁস এবং শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর নিয়োগ-বাণিজ্যসহ বিভিন্ন বিষয়ে কথা বলতে শোনা যায়। এ পরিপ্রেক্ষিতে গত ১ নভেম্বর তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে ইউজিসি।
এ বিষয়ে জানতে চাইলে কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আবু তাহের আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের টিম প্রয়োজন সাপেক্ষে বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করেছি। আরও কিছু কাগজপত্র চাওয়া হয়েছে। তদন্ত শেষ হলেই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।’
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের বিরুদ্ধে নিয়োগ-বাণিজ্যসহ নানা দুর্নীতির তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। আজ সোমবার ইউজিসির তদন্ত কমিটি সদস্যরা বিশ্ববিদ্যালয় থেকে তথ্য সংগ্রহ করেছেন।
তদন্ত কমিটির সদস্যরা উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, সহ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, বিভিন্ন অনুষদের ডিন, দপ্তরপ্রধান ও রেজিস্ট্রারের সঙ্গে কথা বলেন।
এ ছাড়া প্রকল্প পরিচালক, অর্থ পরিচালক, প্রধান প্রকৌশলী (বর্তমান ও সাবেক), শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং দুদক কুষ্টিয়া কার্যালয়ের কর্মকর্তা সাইদুর রহমানের সঙ্গে আলাদা আলাদা কথা বলেন। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের থেকে বিভিন্ন প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করে তদন্ত কমিটি।
এর আগে গত বছরের ১৬ ফেব্রুয়ারি থেকে ১৩ জুন পর্যন্ত নিয়োগ-সংক্রান্ত উপাচার্যের অন্তত ডজনখানেকেরও বেশি অডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এতে চাকরির পরীক্ষার আগে প্রশ্নফাঁস এবং শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর নিয়োগ-বাণিজ্যসহ বিভিন্ন বিষয়ে কথা বলতে শোনা যায়। এ পরিপ্রেক্ষিতে গত ১ নভেম্বর তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে ইউজিসি।
এ বিষয়ে জানতে চাইলে কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আবু তাহের আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের টিম প্রয়োজন সাপেক্ষে বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করেছি। আরও কিছু কাগজপত্র চাওয়া হয়েছে। তদন্ত শেষ হলেই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।’
সাভারের আশুলিয়ায় নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত থেকে নিখোঁজ ছিল শিশু দুটি। আজ বুধবার সকাল ৯টার দিকে মরদেহ দুটি উদ্ধার করে আশুলিয়া থানা-পুলিশ।
১১ মিনিট আগেসকালের আলো ফোটার আগেই ভোলার নবীপুর এলাকায় একটি টিনের ছাউনির নিচে, রাস্তার ধারে নিজের ছোট্ট জগৎ সাজিয়ে বসেন রমেশ চন্দ্র দাস। কাঠের এক চৌকি, পাশে রাখা নেহাই, পুরোনো রংয়ের বোতল আর চামড়া কাটার যন্ত্র—এই নিয়েই তার কারখানা। কিন্তু পা-জোড়া কিংবা হাত-জোড়া নয়, রমেশের পুরো জীবনেরই যেন প্রতীক হয়ে দাঁড়িয়েছে
১৬ মিনিট আগেপ্রধান উপদেষ্টার নির্দেশনার আলোকে পুলিশি সেবা সহজীকরণের অংশ হিসেবে থানায় না এসে ঘরে বসেই সব ধরনের জিডি অনলাইনে করার সুবিধা চালু করেছে বাংলাদেশ পুলিশ। প্রাথমিক পর্যায়ে গত ১৫ এপ্রিল সিলেট মেট্রোপলিটন পুলিশের সব থানা এবং চাঁদপুর জেলা পুলিশের সব থানায় অনলাইন জিডি সেবা চালু হয়।
১ ঘণ্টা আগেপ্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছিলেন, প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পঞ্চম সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে যোগদান দেবেন। পাশাপাশি তাঁর পৈতৃক বাড়ি হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের বাথুয়া গ্রামও পরিদর্শন করবেন।
১ ঘণ্টা আগে