Ajker Patrika

ভিসির দুর্নীতি: ইবিতে ইউজিসির তদন্ত কমিটি

ইবি প্রতিনিধি
আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ২০: ৫৩
ভিসির দুর্নীতি: ইবিতে ইউজিসির তদন্ত কমিটি

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের বিরুদ্ধে নিয়োগ-বাণিজ্যসহ নানা দুর্নীতির তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। আজ সোমবার ইউজিসির তদন্ত কমিটি সদস্যরা বিশ্ববিদ্যালয় থেকে তথ্য সংগ্রহ করেছেন।

তদন্ত কমিটির সদস্যরা উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, সহ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, বিভিন্ন অনুষদের ডিন, দপ্তরপ্রধান ও রেজিস্ট্রারের সঙ্গে কথা বলেন। 

এ ছাড়া প্রকল্প পরিচালক, অর্থ পরিচালক, প্রধান প্রকৌশলী (বর্তমান ও সাবেক), শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং দুদক কুষ্টিয়া কার্যালয়ের কর্মকর্তা সাইদুর রহমানের সঙ্গে আলাদা আলাদা কথা বলেন। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের থেকে বিভিন্ন প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করে তদন্ত কমিটি। 

এর আগে গত বছরের ১৬ ফেব্রুয়ারি থেকে ১৩ জুন পর্যন্ত নিয়োগ-সংক্রান্ত উপাচার্যের অন্তত ডজনখানেকেরও বেশি অডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এতে চাকরির পরীক্ষার আগে প্রশ্নফাঁস এবং শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর নিয়োগ-বাণিজ্যসহ বিভিন্ন বিষয়ে কথা বলতে শোনা যায়। এ পরিপ্রেক্ষিতে গত ১ নভেম্বর তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে ইউজিসি। 

এ বিষয়ে জানতে চাইলে কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আবু তাহের আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের টিম প্রয়োজন সাপেক্ষে বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করেছি। আরও কিছু কাগজপত্র চাওয়া হয়েছে। তদন্ত শেষ হলেই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

পুলিশ হত্যাকারী ফোর্স হতে পারে না: আইজিপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত