Ajker Patrika

কুমারখালীতে মাদ্রাসায় যাওয়ার পথে শিক্ষার্থী নিখোঁজ

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
কুমারখালীতে মাদ্রাসায় যাওয়ার পথে শিক্ষার্থী নিখোঁজ

কুষ্টিয়ার কুমারখালীতে সাতদিন ধরে আল আমিন (১৫) নামের এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ রয়েছে। গত ৩১ জানুয়ারি সোমবার দুপুরে মাদ্রাসায় যাওয়ার পথে সে নিখোঁজ হয়। 

নিখোঁজ আল আমিন উপজেলার শিলাইদহ ইউনিয়নের কল্যাণপুর গ্রামের মো. ইমান শেখের পুত্র ও কুষ্টিয়া হাজী শরিয়তুল্লাহ ইয়াতিমখানার সপ্তম শ্রেণির ছাত্র ছিলেন। এ ঘটনায় গত শনিবার  কুমারখালী থানায় একটি জিডি করেন ছাত্রের বাবা। জিডি নম্বর ২২৫। 

থানায় করা জিডি সূত্রে জানা গেছে, আল আমিন কুষ্টিয়া হাজী শরিয়তুল্লাহ ইয়াতিমখানার হেফজ শাখার সপ্তম শ্রেণির ছাত্র। গত ২৮ জানুয়ারি সে বাড়িতে আসে। এরপর গত ৩১ জানুয়ারি দুপুরে কল্যাণপুর এলাকা থেকে শ্যালো ইঞ্জিন চালিত গাড়িতে করে মাদ্রাসার উদ্দেশ্যে বের হয়। কিন্তু সেদিন সে মাদ্রাসায় ফিরে না গেলে মাদ্রাসা প্রধান জাহাঙ্গীর আলম তাঁর বাবাকে ফোনে বিষয়টি জানায়। পরে তাঁর বাবা ও স্বজনরা সম্ভাব্য স্থানে খোঁজাখুজি করে কোথাও না পেয়ে থানায় জিডি করে। 

আরো জানা গেছে, নিখোঁজের দিন ছাত্রের গাঁয়ে খয়েরী রঙের জুব্বা, মাথায় সাদা টুপি এবং সাদা পাইজামা পড়া ছিল। তাঁর গায়ের রং শ্যামলা, উচ্চতা ৫ ফিট ৩ ইঞ্চি। 

এ বিষয়ে নিখোঁজ ছাত্রের বাবা ইমান শেখ বলেন, হঠাৎ বাড়িতে এসেছিল। আমি সেদিন দুপুরে শ্যালো ইঞ্জিন চালিত গাড়িতে তুলে দিই। পরে মাদ্রাসার হুজুরের মাধ্যমে জানলাম সে ফেরেনি। পরে সকলস্থানে খুঁজাখুঁজি করেও না পেয়ে থানায় জিডি করেছি। সাতদিন হয়ে গেল এখন পাওয়া যায়নি। 

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, মাদ্রাসা ছাত্র নিখোঁজের ঘটনায় থানায় জিডি হয়েছে। পুলিশী কার্যক্রম অব্যাহত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত