কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে সাতদিন ধরে আল আমিন (১৫) নামের এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ রয়েছে। গত ৩১ জানুয়ারি সোমবার দুপুরে মাদ্রাসায় যাওয়ার পথে সে নিখোঁজ হয়।
নিখোঁজ আল আমিন উপজেলার শিলাইদহ ইউনিয়নের কল্যাণপুর গ্রামের মো. ইমান শেখের পুত্র ও কুষ্টিয়া হাজী শরিয়তুল্লাহ ইয়াতিমখানার সপ্তম শ্রেণির ছাত্র ছিলেন। এ ঘটনায় গত শনিবার কুমারখালী থানায় একটি জিডি করেন ছাত্রের বাবা। জিডি নম্বর ২২৫।
থানায় করা জিডি সূত্রে জানা গেছে, আল আমিন কুষ্টিয়া হাজী শরিয়তুল্লাহ ইয়াতিমখানার হেফজ শাখার সপ্তম শ্রেণির ছাত্র। গত ২৮ জানুয়ারি সে বাড়িতে আসে। এরপর গত ৩১ জানুয়ারি দুপুরে কল্যাণপুর এলাকা থেকে শ্যালো ইঞ্জিন চালিত গাড়িতে করে মাদ্রাসার উদ্দেশ্যে বের হয়। কিন্তু সেদিন সে মাদ্রাসায় ফিরে না গেলে মাদ্রাসা প্রধান জাহাঙ্গীর আলম তাঁর বাবাকে ফোনে বিষয়টি জানায়। পরে তাঁর বাবা ও স্বজনরা সম্ভাব্য স্থানে খোঁজাখুজি করে কোথাও না পেয়ে থানায় জিডি করে।
আরো জানা গেছে, নিখোঁজের দিন ছাত্রের গাঁয়ে খয়েরী রঙের জুব্বা, মাথায় সাদা টুপি এবং সাদা পাইজামা পড়া ছিল। তাঁর গায়ের রং শ্যামলা, উচ্চতা ৫ ফিট ৩ ইঞ্চি।
এ বিষয়ে নিখোঁজ ছাত্রের বাবা ইমান শেখ বলেন, হঠাৎ বাড়িতে এসেছিল। আমি সেদিন দুপুরে শ্যালো ইঞ্জিন চালিত গাড়িতে তুলে দিই। পরে মাদ্রাসার হুজুরের মাধ্যমে জানলাম সে ফেরেনি। পরে সকলস্থানে খুঁজাখুঁজি করেও না পেয়ে থানায় জিডি করেছি। সাতদিন হয়ে গেল এখন পাওয়া যায়নি।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, মাদ্রাসা ছাত্র নিখোঁজের ঘটনায় থানায় জিডি হয়েছে। পুলিশী কার্যক্রম অব্যাহত রয়েছে।
কুষ্টিয়ার কুমারখালীতে সাতদিন ধরে আল আমিন (১৫) নামের এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ রয়েছে। গত ৩১ জানুয়ারি সোমবার দুপুরে মাদ্রাসায় যাওয়ার পথে সে নিখোঁজ হয়।
নিখোঁজ আল আমিন উপজেলার শিলাইদহ ইউনিয়নের কল্যাণপুর গ্রামের মো. ইমান শেখের পুত্র ও কুষ্টিয়া হাজী শরিয়তুল্লাহ ইয়াতিমখানার সপ্তম শ্রেণির ছাত্র ছিলেন। এ ঘটনায় গত শনিবার কুমারখালী থানায় একটি জিডি করেন ছাত্রের বাবা। জিডি নম্বর ২২৫।
থানায় করা জিডি সূত্রে জানা গেছে, আল আমিন কুষ্টিয়া হাজী শরিয়তুল্লাহ ইয়াতিমখানার হেফজ শাখার সপ্তম শ্রেণির ছাত্র। গত ২৮ জানুয়ারি সে বাড়িতে আসে। এরপর গত ৩১ জানুয়ারি দুপুরে কল্যাণপুর এলাকা থেকে শ্যালো ইঞ্জিন চালিত গাড়িতে করে মাদ্রাসার উদ্দেশ্যে বের হয়। কিন্তু সেদিন সে মাদ্রাসায় ফিরে না গেলে মাদ্রাসা প্রধান জাহাঙ্গীর আলম তাঁর বাবাকে ফোনে বিষয়টি জানায়। পরে তাঁর বাবা ও স্বজনরা সম্ভাব্য স্থানে খোঁজাখুজি করে কোথাও না পেয়ে থানায় জিডি করে।
আরো জানা গেছে, নিখোঁজের দিন ছাত্রের গাঁয়ে খয়েরী রঙের জুব্বা, মাথায় সাদা টুপি এবং সাদা পাইজামা পড়া ছিল। তাঁর গায়ের রং শ্যামলা, উচ্চতা ৫ ফিট ৩ ইঞ্চি।
এ বিষয়ে নিখোঁজ ছাত্রের বাবা ইমান শেখ বলেন, হঠাৎ বাড়িতে এসেছিল। আমি সেদিন দুপুরে শ্যালো ইঞ্জিন চালিত গাড়িতে তুলে দিই। পরে মাদ্রাসার হুজুরের মাধ্যমে জানলাম সে ফেরেনি। পরে সকলস্থানে খুঁজাখুঁজি করেও না পেয়ে থানায় জিডি করেছি। সাতদিন হয়ে গেল এখন পাওয়া যায়নি।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, মাদ্রাসা ছাত্র নিখোঁজের ঘটনায় থানায় জিডি হয়েছে। পুলিশী কার্যক্রম অব্যাহত রয়েছে।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ এবং উপ-উপাচার্যকে অব্যাহতি দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের টানা ৫৭ ঘণ্টার অনশনের পর এই ঘোষণা দেওয়া হয়। ঘোষণায় অনশন ভেঙে আনন্দ মিছিল করেন শিক্ষার্থীরা। গতকাল বুধবার দিবাগত রাত রাত ১টার (বৃহস্পতিবার) পর তারা অনশন ভাঙেন।
১ ঘণ্টা আগেঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ফুঁপিয়ে কেঁদেছেন ব্যারিস্টার তুরিন আফরোজ। ক্ষোভ ঝেড়েছেন সাবেক নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান। আশার কথা শুনিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত। পালিয়ে থাকার তথ্য দিলেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক...
৫ ঘণ্টা আগেবাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) প্রথমবারের মতো শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘রিনিউয়েবল এনার্জি ফেস্ট ২০২৫ ’। পাশাপাশি ইয়ুথ হাবে তরুণদের অংশগ্রহণে বিভিন্ন কর্মশালা, আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নেটওয়ার্কিং সেশন চলছে।
৬ ঘণ্টা আগেপেশাদার মোটরযান চালকদের নতুন ড্রাইভিং লাইসেন্স তৈরিতে ও নবায়ন করাতে মেডিকেল সার্টিফিকেট (চিকিৎসা সনদ) বাধ্যতামূলক। কিন্তু অনেকে ভুয়া মেডিকেল সার্টিফিকেট তৈরি করে পেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁরা লাইসেন্সও পেয়ে যাচ্ছেন সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ সড়ক পরিবহন..
৬ ঘণ্টা আগে