Ajker Patrika

শ্যামনগরে পানিতে ডুবে স্কুলশিক্ষকের মৃত্যু

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ২১ জুন ২০২৪, ১৫: ৩২
শ্যামনগরে পানিতে ডুবে স্কুলশিক্ষকের মৃত্যু

সাতক্ষীরার শ্যামনগরে পানিতে ডুবে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। 

এর আগে গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার মুন্সিগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে। মৃত যুবকের নাম মো. ফারুক হোসেন (৩৩)। তিনি ওই গ্রামের মৃত শুঁকচান মোল্যার ছেলে। ফারুক এক বছর আগে কচুয়ার একটি বালিকা বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। 

ফারুকের বন্ধু সাইফুল ইসলাম বলেন, ফারুক আগে থেকে মৃগীরোগে আক্রান্ত ছিলেন। ঈদের ছুটিকে তিনি বাড়িতে আসেন। গতকাল দুপুরের দিকে তাঁরা বন্ধুরা ফুটবল খেলেন। একপর্যায়ে জোহরের নামাজ আদায়ের জন্য পাশের পুকুরে অজু করতে যান ফারুক। তবে দীর্ঘক্ষণ ধরে তাঁর খোঁজ না মেলায় পরে পুকুরে ভাসমান অবস্থায় পানি থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়। 

বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাজি নজরুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এর আগেও তিনি কয়েক বার মৃগীরোগে আক্রান্ত হয়েছিলেন। গতকাল মৃত্যু হলে আজ তাঁর দাফন সম্পন্ন হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত