বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে রাস্তায় যাত্রীবাহী বাস উল্টে এক পুলিশ সদস্যসহ ২০ জন আহত হয়েছেন। আজ শনিবার বিকেলে খুলনা-বাগেরহাট মহাসড়কের জৌখালী ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কাটাখালি হাইওয়ে থানার সার্জেন্ট মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা শরণখোলাগামী ইভান নামক যাত্রীবাহী বাসটি রাস্তায় উল্টে যায়। আহতদের মধ্যে মোটরসাইকেল আরোহী পুলিশ কনস্টেবল মো. মুস্তাকিমকে গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল হাসপাতালে নেওয়া হয়েছে।
অন্যরা বাগেরহাট জেলা হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
এদিকে বাসটি সড়কের ওপর উল্টে যাওয়ায় প্রায় দুই ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ থাকে। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে কাটাখালি হাইওয়ে থানা পুলিশ রেকার দিয়ে বাসটিকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
বেপরোয়া গতির বাসটি একটি মোটরসাইকেল, ভ্যান ও ট্রলিকে ধাক্কা দিয়ে নিজেই উল্টে যায়। চালকের সহকারী বাসটিকে চালাচ্ছিল বলে জানিয়েছেন বাসের যাত্রীরা।
বাসে থাকা যাত্রী মো. সুমন বলেন, ‘চট্টগ্রাম থেকে খুব ভালোভাবে বাসটি চালিয়ে আসছিল। কিন্তু জৌখালী পৌঁছানোর কিছুক্ষণ আগে বাস চালক নেমে তার সহকারীর কাছে গাড়ি দিয়ে যায়। সে উঠেই বেপরোয়া গতিতে গাড়ি চালানো শুরু করে। যাত্রীরা নিষেধ করার পরেও গাড়ির গতি কমাননি। এতে গাড়িটি উল্টে গিয়ে অনেকে আহত হয়েছেন। আমার স্ত্রী ও বাচ্চা আহত হয়েছে। আল্লাহ এবারের মত বাচাইছে।’
কাটাখালি হাইওয়ে থানার সার্জেন্ট মো. কামরুজ্জামান বলেন, ‘গাড়িটির চালক ও হেলপার কাউকেই পাওয়া যায়নি। রেকার দিয়ে গাড়িটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক কর হয়েছে। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তবে এ ঘটনায় কেউ মারা যাননি।’
বাগেরহাটে রাস্তায় যাত্রীবাহী বাস উল্টে এক পুলিশ সদস্যসহ ২০ জন আহত হয়েছেন। আজ শনিবার বিকেলে খুলনা-বাগেরহাট মহাসড়কের জৌখালী ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কাটাখালি হাইওয়ে থানার সার্জেন্ট মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা শরণখোলাগামী ইভান নামক যাত্রীবাহী বাসটি রাস্তায় উল্টে যায়। আহতদের মধ্যে মোটরসাইকেল আরোহী পুলিশ কনস্টেবল মো. মুস্তাকিমকে গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল হাসপাতালে নেওয়া হয়েছে।
অন্যরা বাগেরহাট জেলা হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
এদিকে বাসটি সড়কের ওপর উল্টে যাওয়ায় প্রায় দুই ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ থাকে। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে কাটাখালি হাইওয়ে থানা পুলিশ রেকার দিয়ে বাসটিকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
বেপরোয়া গতির বাসটি একটি মোটরসাইকেল, ভ্যান ও ট্রলিকে ধাক্কা দিয়ে নিজেই উল্টে যায়। চালকের সহকারী বাসটিকে চালাচ্ছিল বলে জানিয়েছেন বাসের যাত্রীরা।
বাসে থাকা যাত্রী মো. সুমন বলেন, ‘চট্টগ্রাম থেকে খুব ভালোভাবে বাসটি চালিয়ে আসছিল। কিন্তু জৌখালী পৌঁছানোর কিছুক্ষণ আগে বাস চালক নেমে তার সহকারীর কাছে গাড়ি দিয়ে যায়। সে উঠেই বেপরোয়া গতিতে গাড়ি চালানো শুরু করে। যাত্রীরা নিষেধ করার পরেও গাড়ির গতি কমাননি। এতে গাড়িটি উল্টে গিয়ে অনেকে আহত হয়েছেন। আমার স্ত্রী ও বাচ্চা আহত হয়েছে। আল্লাহ এবারের মত বাচাইছে।’
কাটাখালি হাইওয়ে থানার সার্জেন্ট মো. কামরুজ্জামান বলেন, ‘গাড়িটির চালক ও হেলপার কাউকেই পাওয়া যায়নি। রেকার দিয়ে গাড়িটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক কর হয়েছে। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তবে এ ঘটনায় কেউ মারা যাননি।’
সামাজিক যোগাযোগ মাধ্যমে লাভজনক বিনিয়োগের প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে দুই নাইজেরিয়ানসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব। তারা হলেন, ফ্র্যাঙ্ক কোকো (৩৬), ইমানুয়েল (৩৬) এবং বাংলাদেশি নারী মোসা. সুইটি আক্তার (২৭)।
৮ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে কর্মস্থলে যাওয়ার পথে বেপরোয়া গতির পিক-আপ ভ্যানের ধাক্কায় শিল্পী আক্তার নামে এক গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে উপজেলার এমসি বাজার এলাকার সুফিয়া স্পিনিং মিলস্ এর সামনে এ ঘটনা ঘটে।
১৪ মিনিট আগেলক্ষ্মীপুরে গত ২৪ ঘণ্টায় ১৬১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। যা এই মৌসুমে সর্বোচ্চ পরিমাণ বৃষ্টির রেকর্ড। বিষয়টি জানিয়েছেন রামগতি আবহাওয়া সতর্কীকরণ অফিসের কর্মকর্তা মো. সৌরভ হোসেন।
৩৩ মিনিট আগেভোলায় মো. মতলব ফরাজী (৬০) নামের এক অটোরিকশাচালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার (৭ জুলাই) রাতে সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চর কুমারিয়া এলাকার সড়কে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে