ইবি প্রতিনিধি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ৩৭ জন শিক্ষার্থীর সাময়িক বহিষ্কারের তীব্র নিন্দা ও দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সংসদ। একই সঙ্গে ক্যাম্পাসকে সশস্ত্র আক্রমণের হাত থেকে রক্ষা করতে ব্যর্থ উপাচার্যের অপসারণেরও দাবি জানিয়েছে সংগঠনটি।
আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) সংগঠনটির দপ্তর সম্পাদক মনির হোসেন স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ দাবি জানায় ইবি ছাত্র ইউনিয়ন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ‘গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে সংঘর্ষের ঘটনায় প্রকৃত হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন উল্টো হামলার শিকার ভুক্তভোগী ২২ শিক্ষার্থীর নাম উল্লেখসহ আরও ১৫-২০ জন অজ্ঞাতনামা শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে। ছাত্র ইউনিয়নের নেতৃবৃন্দ এ ঘটনাকে প্রাতিষ্ঠানিক ও রাজনৈতিক নিপীড়নের জঘন্য উদাহরণ হিসেবে আখ্যায়িত করছে।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘কুয়েটের ৩৭ জন শিক্ষার্থীকে সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে সাময়িক বহিষ্কার করা হয়েছে, আমরা অনতিবিলম্বে তাঁদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানাচ্ছি। একই সঙ্গে উক্ত ঘটনায় দায়ের করা মিথ্যা মামলাও অবিলম্বে প্রত্যাহার করে ক্যাম্পাসের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে হবে।’
ছাত্র ইউনিয়ন নেতৃবৃন্দ স্পষ্টভাবে বলেন, ‘শিক্ষার্থীদের ওপর বর্বরোচিত আক্রমণ, সহিংসতা, সাময়িক বহিষ্কার এবং মিথ্যা মামলা মূলত তাঁদের মত প্রকাশের অধিকার রোধ করার অপচেষ্টা। তাঁরা এ ঘটনার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে বহিষ্কারাদেশ ও মিথ্যা মামলা প্রত্যাহার করে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।’
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ৩৭ জন শিক্ষার্থীর সাময়িক বহিষ্কারের তীব্র নিন্দা ও দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সংসদ। একই সঙ্গে ক্যাম্পাসকে সশস্ত্র আক্রমণের হাত থেকে রক্ষা করতে ব্যর্থ উপাচার্যের অপসারণেরও দাবি জানিয়েছে সংগঠনটি।
আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) সংগঠনটির দপ্তর সম্পাদক মনির হোসেন স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ দাবি জানায় ইবি ছাত্র ইউনিয়ন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ‘গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে সংঘর্ষের ঘটনায় প্রকৃত হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন উল্টো হামলার শিকার ভুক্তভোগী ২২ শিক্ষার্থীর নাম উল্লেখসহ আরও ১৫-২০ জন অজ্ঞাতনামা শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে। ছাত্র ইউনিয়নের নেতৃবৃন্দ এ ঘটনাকে প্রাতিষ্ঠানিক ও রাজনৈতিক নিপীড়নের জঘন্য উদাহরণ হিসেবে আখ্যায়িত করছে।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘কুয়েটের ৩৭ জন শিক্ষার্থীকে সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে সাময়িক বহিষ্কার করা হয়েছে, আমরা অনতিবিলম্বে তাঁদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানাচ্ছি। একই সঙ্গে উক্ত ঘটনায় দায়ের করা মিথ্যা মামলাও অবিলম্বে প্রত্যাহার করে ক্যাম্পাসের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে হবে।’
ছাত্র ইউনিয়ন নেতৃবৃন্দ স্পষ্টভাবে বলেন, ‘শিক্ষার্থীদের ওপর বর্বরোচিত আক্রমণ, সহিংসতা, সাময়িক বহিষ্কার এবং মিথ্যা মামলা মূলত তাঁদের মত প্রকাশের অধিকার রোধ করার অপচেষ্টা। তাঁরা এ ঘটনার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে বহিষ্কারাদেশ ও মিথ্যা মামলা প্রত্যাহার করে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।’
থেমে নেই হাতি-মানুষের দ্বন্দ্ব। ৭ বছর ধরে চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার দেয়াঙ পাহাড়ে অবস্থান নিচ্ছিল একদল হাতি। দিনে বা রাতে পাহাড় থেকে নেমে আসা হাতির পালের তাণ্ডবে অতিষ্ঠ দুই উপজেলার বাসিন্দারা।
১৮ মিনিট আগেচিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া ঘুমের ওষুধ বিক্রি না করায় রাজধানীর চকবাজারে এক ফার্মেসি মালিককে ছুরিকাঘাত করেছে এক তরুণ। এতে গুরুতর আহত হন ব্যবসায়ী মো. নাহিদুল ইসলাম (৩৭)। ঘটনার তিন দিন পর হামলাকারী ওই তরুণকে গ্রেপ্তার করেছে চকবাজার থানা-পুলিশ। গ্রেপ্তার তরুণের নাম সাদ্দাতুল ইসলাম আপন ভূঞা (২১)।
২৫ মিনিট আগেনরসিংদীতে জুলাই গণ-অভ্যুত্থান উপলক্ষে বিএনপির সহযোগী সংগঠন কৃষক দলের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এরই পরিপ্রেক্ষিতে আবদুল কাদির মোল্লা সিটি কলেজের মাঠে বৃক্ষরোপণ করার সময় মানবিক বিভাগের কয়েকজন শিক্ষার্থী ‘জয় বাংলা’ স্লোগান দেয়। এ ঘটনায় উপস্থিত নেতা-কর্মী ও শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা তৈরি
৩১ মিনিট আগেমানব পাচার মামলায় সাত বিয়ে করা কুষ্টিয়ার সেই রবিজুল ইসলামকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার সকালে জেলার খোকসা উপজেলা থেকে তাঁকে গ্রেপ্তার করে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা–পুলিশ।
৩৭ মিনিট আগে