কেশবপুর (যশোর) প্রতিনিধি
মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০০তম জন্মবার্ষিকীতে এবার ‘মহাকবি মধুসূদন পদক’ পেলেন কবি সুহিতা সুলতানা। ‘শ্রেষ্ঠ কবিতা’ গ্রন্থের জন্য সৃজনশীল সাহিত্য (কবিতা) ক্যাটাগরিতে তাঁকে এই পদক দেওয়া হয়।
গতকাল বৃহস্পতিবার রাতে যশোরের কেশবপুরে অনুষ্ঠিত মধুমেলার সপ্তম দিনে মধুমঞ্চে খুলনা বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ সুহিতা সুলতানার হাতে পদক, সনদপত্র ও এক লাখ টাকার চেক তুলে দেন। বাংলা সাহিত্যে অবদানের জন্য এ বছর তাঁকে এই পদক দেওয়া হয়েছে।
কবি সুহিতা সুলতানার প্রকাশিত কাব্যগ্রন্থগুলো হলো, দাঁড়াও পথিকবর (যৌথ), দুঃসহ শুদ্ধতা, অবিরাম শোকার্ত স্বপ্নেরা, অসংখ্য অভিশাপ নিদ্রার ভেতরে, হাওয়ায় হাওয়ায় ওড়ে বিষঘুম, শূন্যতার এক আশ্চর্য মহিমা, নির্বাচিত কবিতা, ভাসে বহুবিধ খেলা, কবিতা সমগ্র-১, প্রেম ও বিরহের কবিতা, ঘাস হয়ে জেগে থাকে প্রাণভূমি, স্বপ্ন বৃত্তান্ত, কোনো এক হেমন্তের দিনে, হে জলের অবগুণ্ঠন, নৈঃশব্দ্যের এক মধ্যদুপুর, মার্বেল ঘুড়ি, জলকপাট, অনন্ত স্বপ্নের ভেতরে, হারিকেনজাল, হাঁসকল, জলে ভরা মেঘের দিকে, অগ্নিমোম, কোয়ারেন্টাইন ও অনিদ্রার খসড়া।
সুহিতা সুলতানার সমৃদ্ধ সাহিত্যকর্মের মধ্যে রয়েছে চারটি উপন্যাস—মুখোশের আড়ালে নরনারীগণ, মানবাঙ্ক, মুক্তিযুদ্ধ ও একা একজীবন এবং ধ্বংস বীজ। তাঁর প্রবন্ধগ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য হলো—সুহিতা সুলতানার গদ্য সংগ্রহ (প্রথম), গ্রন্থ প্রকৃতি বিজ্ঞান ও মন এবং গদ্য ও অন্যান্য প্রসঙ্গ। এ ছাড়া তিনি ১৯৪৫—১৯৯৫ ষাটজন কবির কাব্য চিন্তন নামে একটি গ্রন্থ সম্পাদনা করেছেন।
বিশিষ্ট কবি সুহিতা সুলতানা ১৯৬৫ সালের ১৯ সেপ্টেম্বর যশোর সদর উপজেলার শংকরপুরে জন্ম গ্রহণ করেন। বর্তমান যশোর উপশহরের স্থায়ী বাসিন্দা শেখ বোরহান উদ্দিন আহমেদ ও সৈয়দা রেবেকা সুলতানা দম্পতির দ্বিতীয় সন্তান তিনি।
রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে বিএ (অনার্স), এমএ ডিগ্রি নেন সুহিতা সুলতানা। পেশাগত জীবনে তিনি জাতীয় গ্রন্থকেন্দ্র, ঢাকার উপপরিচালক হিসেবে গ্রন্থের উন্নয়ন-সম্পর্কিত গবেষণাধর্মী বিভিন্ন উল্লেখযোগ্য কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আছেন। বাংলা ভাষার পাশাপাশি নরওয়েজীয়, রুশ ও হিন্দি ভাষায় চর্চা করেন তিনি।
যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারের সভাপতিত্বে পদক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর জেলার সিভিল সার্জন বিপ্লব কান্তি বিশ্বাস, যশোরের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির, কেশবপুর পৌর মেয়র রফিকুল ইসলাম মোড়ল, যশোরের রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী জ্ঞানপ্রকাশানন্দ এবং সরকারি মাইকেল মধুসূদন কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে আলোচনা করেন সাগরদাঁড়ির মধুসূদন একাডেমির পরিচালক খন্দকার খসরু পারভেজ, যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ লিটু ও যশোর জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি দীপংকর দাস রতন। অনুভূতি প্রকাশ করেন ২০২৪ সালে ‘শ্রেষ্ঠ কবিতা’ গ্রন্থের জন্য সৃজনশীল সাহিত্য (কবিতা) ক্যাটাগরিতে মহাকবি মধুসূদন পদক প্রাপ্ত কবি সুহিতা সুলতানা।
যশোর জেলা প্রশাসনের আয়োজনে আগামীকাল পর্যন্ত কেশবপুরের সাগরদাঁড়িতে ৯ দিনব্যাপী এই মধুমেলা চলবে।
১৮২৪ সালের ২৫ জানুয়ারি যশোরের কেশবপুর উপজেলার কপোতাক্ষ নদের তীরে সাগরদাঁড়ি গ্রামের বিখ্যাত দত্ত পরিবারে জন্ম নেন মহাকবি মাইকেল মধুসূদন দত্ত।
মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০০তম জন্মবার্ষিকীতে এবার ‘মহাকবি মধুসূদন পদক’ পেলেন কবি সুহিতা সুলতানা। ‘শ্রেষ্ঠ কবিতা’ গ্রন্থের জন্য সৃজনশীল সাহিত্য (কবিতা) ক্যাটাগরিতে তাঁকে এই পদক দেওয়া হয়।
গতকাল বৃহস্পতিবার রাতে যশোরের কেশবপুরে অনুষ্ঠিত মধুমেলার সপ্তম দিনে মধুমঞ্চে খুলনা বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ সুহিতা সুলতানার হাতে পদক, সনদপত্র ও এক লাখ টাকার চেক তুলে দেন। বাংলা সাহিত্যে অবদানের জন্য এ বছর তাঁকে এই পদক দেওয়া হয়েছে।
কবি সুহিতা সুলতানার প্রকাশিত কাব্যগ্রন্থগুলো হলো, দাঁড়াও পথিকবর (যৌথ), দুঃসহ শুদ্ধতা, অবিরাম শোকার্ত স্বপ্নেরা, অসংখ্য অভিশাপ নিদ্রার ভেতরে, হাওয়ায় হাওয়ায় ওড়ে বিষঘুম, শূন্যতার এক আশ্চর্য মহিমা, নির্বাচিত কবিতা, ভাসে বহুবিধ খেলা, কবিতা সমগ্র-১, প্রেম ও বিরহের কবিতা, ঘাস হয়ে জেগে থাকে প্রাণভূমি, স্বপ্ন বৃত্তান্ত, কোনো এক হেমন্তের দিনে, হে জলের অবগুণ্ঠন, নৈঃশব্দ্যের এক মধ্যদুপুর, মার্বেল ঘুড়ি, জলকপাট, অনন্ত স্বপ্নের ভেতরে, হারিকেনজাল, হাঁসকল, জলে ভরা মেঘের দিকে, অগ্নিমোম, কোয়ারেন্টাইন ও অনিদ্রার খসড়া।
সুহিতা সুলতানার সমৃদ্ধ সাহিত্যকর্মের মধ্যে রয়েছে চারটি উপন্যাস—মুখোশের আড়ালে নরনারীগণ, মানবাঙ্ক, মুক্তিযুদ্ধ ও একা একজীবন এবং ধ্বংস বীজ। তাঁর প্রবন্ধগ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য হলো—সুহিতা সুলতানার গদ্য সংগ্রহ (প্রথম), গ্রন্থ প্রকৃতি বিজ্ঞান ও মন এবং গদ্য ও অন্যান্য প্রসঙ্গ। এ ছাড়া তিনি ১৯৪৫—১৯৯৫ ষাটজন কবির কাব্য চিন্তন নামে একটি গ্রন্থ সম্পাদনা করেছেন।
বিশিষ্ট কবি সুহিতা সুলতানা ১৯৬৫ সালের ১৯ সেপ্টেম্বর যশোর সদর উপজেলার শংকরপুরে জন্ম গ্রহণ করেন। বর্তমান যশোর উপশহরের স্থায়ী বাসিন্দা শেখ বোরহান উদ্দিন আহমেদ ও সৈয়দা রেবেকা সুলতানা দম্পতির দ্বিতীয় সন্তান তিনি।
রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে বিএ (অনার্স), এমএ ডিগ্রি নেন সুহিতা সুলতানা। পেশাগত জীবনে তিনি জাতীয় গ্রন্থকেন্দ্র, ঢাকার উপপরিচালক হিসেবে গ্রন্থের উন্নয়ন-সম্পর্কিত গবেষণাধর্মী বিভিন্ন উল্লেখযোগ্য কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আছেন। বাংলা ভাষার পাশাপাশি নরওয়েজীয়, রুশ ও হিন্দি ভাষায় চর্চা করেন তিনি।
যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারের সভাপতিত্বে পদক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর জেলার সিভিল সার্জন বিপ্লব কান্তি বিশ্বাস, যশোরের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির, কেশবপুর পৌর মেয়র রফিকুল ইসলাম মোড়ল, যশোরের রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী জ্ঞানপ্রকাশানন্দ এবং সরকারি মাইকেল মধুসূদন কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে আলোচনা করেন সাগরদাঁড়ির মধুসূদন একাডেমির পরিচালক খন্দকার খসরু পারভেজ, যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ লিটু ও যশোর জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি দীপংকর দাস রতন। অনুভূতি প্রকাশ করেন ২০২৪ সালে ‘শ্রেষ্ঠ কবিতা’ গ্রন্থের জন্য সৃজনশীল সাহিত্য (কবিতা) ক্যাটাগরিতে মহাকবি মধুসূদন পদক প্রাপ্ত কবি সুহিতা সুলতানা।
যশোর জেলা প্রশাসনের আয়োজনে আগামীকাল পর্যন্ত কেশবপুরের সাগরদাঁড়িতে ৯ দিনব্যাপী এই মধুমেলা চলবে।
১৮২৪ সালের ২৫ জানুয়ারি যশোরের কেশবপুর উপজেলার কপোতাক্ষ নদের তীরে সাগরদাঁড়ি গ্রামের বিখ্যাত দত্ত পরিবারে জন্ম নেন মহাকবি মাইকেল মধুসূদন দত্ত।
ভোলায় ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবিতে রোববার (২০ এপ্রিল) সমাবেশ করবেন জেলার সাধারণ মানুষ। সকাল ১০টায় ভোল সদরের বাংলা স্কুল মাঠে হবে এই সমাবেশ। ‘আগামীর ভোলা’ নামে একটি সামাজিক সংগঠনের ব্যানারে এ সমাবেশের আয়োজন করা হয়।
২২ মিনিট আগেবেতন-ভাতাবঞ্চিত কর্মকর্তা-কর্মচারীদের বিষয়ে গঠিত তদন্ত কমিটির সুপারিশসহ প্রতিবেদন বাস্তবায়নে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া ও উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (এসএমইউ) উপাচার্যকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। আজ শনিবার দুপুর পৌনে ১২টায় নগরের চৌহাট্টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্য
২৮ মিনিট আগেগাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক থেকে চুরি হওয়া তিনটি বিপন্ন রিংটেইল লেমুরের মধ্যে একটি লেমুর উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় মো. দেলোয়ার হোসেন তওসীফ (২২) নামের এক যুবককে জামালপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে।
৩০ মিনিট আগেচট্টগ্রামে চকবাজারে ফুফুর বাড়ি বেড়াতে গিয়ে রিকশাসহ নালায় পড়ে নিখোঁজ হওয়া ৬ মাস বয়সী শিশু সেহেরিশের মরদেহ ১৪ ঘণ্টা পর দুর্ঘটনাস্থলের প্রায় ৫ কিলোমিটার দূরে নিজ বাসার পাশে একটি খাল থেকে উদ্ধার হয়েছে। আজ শনিবার সকাল সোয়া ১০টার দিকে নগরীর চামড়ার গুদাম এলাকার চাক্তাই খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।
৩০ মিনিট আগে