Ajker Patrika

সাতক্ষীরায় শিক্ষা প্রতিষ্ঠানের সীমানায় তামাকজাত দ্রব্য নিষিদ্ধ

প্রতিনিধি
সাতক্ষীরায় শিক্ষা প্রতিষ্ঠানের সীমানায় তামাকজাত দ্রব্য নিষিদ্ধ

সাতক্ষীরা: সাতক্ষীরার পৌর এলাকায় দুটি শিক্ষা প্রতিষ্ঠানকে শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা করা হয়েছে। সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার এসএম আব্দুল্লাহ আল মামুন আজ বৃহস্পতিবার দুপুরে টেকনিক্যাল স্কুলের সামনে এ উদ্যোগের উদ্বোধন করেন।

শিক্ষা প্রতিষ্ঠান দুটি হলো- সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসা ও সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। এইড ফাউন্ডেশন ও বাংলাদেশ তামাক বিরোধী জোটভুক্ত সংগঠন মৌমাছির যৌথ উদ্যোগে এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী মশিউর রহমান বলেন, আমাদের প্রতিষ্ঠানের ১১০ মিটারের মধ্যে কোনো তামাকজাত দ্রব্যের দোকান থাকবে না। এ নির্দেশ অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ মনিরুজ্জামান বলেন, শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে রাস্তায় পেইন্টিং ও নো-স্মোকিং বোর্ড স্থাপন করা হয়েছে। মাদ্রাসার ১০০ মিটারের মধ্যে তামাকজাত দ্রব্যের দোকান থাকবে না।

এই কর্মসূচির উদ্বোধনে বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী মশিউর রহমান, সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ মনিরুজ্জামান, ইনস্ট্রাক্টর আবুল কালাম আজাদ, রঞ্জন কুমার সরকার, সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার প্রধান মুফতি মুহাম্মদ আসাদুজ্জামান, প্রধান মুহতামিম মুহাম্মদ সিরাজুল ইসলাম ও মুহাম্মদ ইকবাল হোসেন, বাংলাদেশ তামাক বিরোধী জোটের স্থানীয় সংগঠন ‘মৌমাছি’র নির্বাহী পরিচালক সুশান্ত মল্লিক, এইড ফাউন্ডেশনের প্রকল্প কর্মকর্তা কাজী মোহাম্মদ হাসিবুল হক প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত