Ajker Patrika

ভারতে প্রতিযোগিতায় গেলেন বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের খেলোয়াড়রা

বেনাপোল (যশোর) প্রতিনিধি
ভারতে প্রতিযোগিতায় গেলেন বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের খেলোয়াড়রা

বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের ১৭ সদস্যের খেলোয়াড়ের একটি প্রতিনিধি দল প্রতিযোগিতায় অংশ নিতে ভারতে গেছেন। আজ মঙ্গলবার সকালে বেনাপোল চেকপোস্ট দিয়ে এসব খেলোয়াড়েরা ভারত যায়। 

ইন্ডিয়ান অ্যাথলেটিকস ফেডারেশনের আয়োজনে ২৬ মার্চ ভারতের কোহিমা, নাগাল্যান্ড শহরে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। খেলোয়াড় ও টিমের কর্মকর্তাদের প্রত্যাশা তারা দেশের জন্য সুনাম নিয়ে আসবেন। 

বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের টিম ম্যানেজার আব্দুল মান্নান মানিক জানান, প্রতিযোগিতায় চারটি ক্যাটাগরিতে বাংলাদেশ অ্যাথলেটিকস দলের খেলোয়াড়গণ অংশগ্রহণ করবেন। এগুলো হচ্ছে, পুরুষদের ১০ কিলোমিটার, মহিলাদের ১০ কিলোমিটার, ০৮ কিলোমিটার (অনূর্ধ্ব-২০ পুরুষ) ও ০৮ কিলোমিটার (অনূর্ধ্ব-২০ মহিলা)। 

বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুল রকিব মন্টু জানান, ১৭ সদস্যের প্রতিনিধি দলে একজন টিম ম্যানেজার, দুজন কোচ, দুই অফিশিয়াল এবং ১২ জন খেলোয়াড় রয়েছেন। প্রতিযোগিতা শেষে আগামী ২৯ মার্চ দেশে ফিরবেন দলটি। বিজয়ের মাসে তারা দেশের হয়ে ভারতের মাটিতে খেলবেন। খেলোয়াড়দের সব ধরনের প্রস্তুতি রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত