শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের জ্ঞানপাড়া এলাকায় চোরা শিকারিদের ট্রলার ও হরিণ শিকারের বিপুল ফাঁদ জব্দ করেছে বন বিভাগ। গতকাল শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে এসব ফাঁদ জব্দ করা হয়।
অভিযানের প্রধান পূর্ব বন বিভাগের জ্ঞানপাড়া টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা আছাদুজ্জামান (ফরেস্টার) তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
জানা যায়, সুন্দরবনে হরিণ শিকারের ঘটনা এখন নিয়মিত চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বন বিভাগের জন্য। শিকারিরা বিভিন্নভাবে ফাঁদ পেতে হরিণ শিকার করেন এবং মাংস পাচার করে থাকেন।
পূর্ব সুন্দরবন বিভাগের বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী দায়িত্ব নেওয়ার পর থেকে চোরা শিকারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন। তিনি ঘোষণা করেন, পূর্ব সুন্দরবনে হরিণ ধরার এক কেজি নাইলনের জালের বিনিময়ে মিলবে ২ হাজার টাকা। হরিণ শিকার প্রতিরোধে সুন্দরবন বিভাগ এমন ঘোষণার এক দিন পরেই গতকাল জ্ঞানপাড়া মাঝেরচরের পশ্চিমপাড় এলাকায় এই অভিযান চালানো হয়।
অভিযানের সময় বন বিভাগের উপস্থিতি টের পেয়ে চোরা শিকারিরা একটি ইঞ্জিনচালিত ট্রলার, হরিণ ধরার ফাঁদ ও বরফ ফেলে বনের গহিনে পালিয়ে যান। পরে তল্লাশি চালিয়ে ট্রলার থেকে ৬ বস্তা হরিণ ধরার ফাঁদ, ১০ মণ বরফ ও ট্রলারটি জব্দ করা হয়।
এ বিষয়ে শরণখোলা রেঞ্জ কর্মকর্তা রানা দেব আজকের পত্রিকাকে বলেন, দুষ্কৃতকারীদের শনাক্ত ও আটক করতে অভিযান অব্যাহত রয়েছে। জব্দ করা ফাঁদ ও ট্রলারের বিরুদ্ধে বন আইনে মামলার প্রস্তুতি চলছে। তিনি বলেন, ‘বন, বনজ সম্পদ ও বন্য প্রাণী রক্ষায় আমরা সর্বদা সজাগ। চোরা শিকারিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের জ্ঞানপাড়া এলাকায় চোরা শিকারিদের ট্রলার ও হরিণ শিকারের বিপুল ফাঁদ জব্দ করেছে বন বিভাগ। গতকাল শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে এসব ফাঁদ জব্দ করা হয়।
অভিযানের প্রধান পূর্ব বন বিভাগের জ্ঞানপাড়া টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা আছাদুজ্জামান (ফরেস্টার) তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
জানা যায়, সুন্দরবনে হরিণ শিকারের ঘটনা এখন নিয়মিত চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বন বিভাগের জন্য। শিকারিরা বিভিন্নভাবে ফাঁদ পেতে হরিণ শিকার করেন এবং মাংস পাচার করে থাকেন।
পূর্ব সুন্দরবন বিভাগের বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী দায়িত্ব নেওয়ার পর থেকে চোরা শিকারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন। তিনি ঘোষণা করেন, পূর্ব সুন্দরবনে হরিণ ধরার এক কেজি নাইলনের জালের বিনিময়ে মিলবে ২ হাজার টাকা। হরিণ শিকার প্রতিরোধে সুন্দরবন বিভাগ এমন ঘোষণার এক দিন পরেই গতকাল জ্ঞানপাড়া মাঝেরচরের পশ্চিমপাড় এলাকায় এই অভিযান চালানো হয়।
অভিযানের সময় বন বিভাগের উপস্থিতি টের পেয়ে চোরা শিকারিরা একটি ইঞ্জিনচালিত ট্রলার, হরিণ ধরার ফাঁদ ও বরফ ফেলে বনের গহিনে পালিয়ে যান। পরে তল্লাশি চালিয়ে ট্রলার থেকে ৬ বস্তা হরিণ ধরার ফাঁদ, ১০ মণ বরফ ও ট্রলারটি জব্দ করা হয়।
এ বিষয়ে শরণখোলা রেঞ্জ কর্মকর্তা রানা দেব আজকের পত্রিকাকে বলেন, দুষ্কৃতকারীদের শনাক্ত ও আটক করতে অভিযান অব্যাহত রয়েছে। জব্দ করা ফাঁদ ও ট্রলারের বিরুদ্ধে বন আইনে মামলার প্রস্তুতি চলছে। তিনি বলেন, ‘বন, বনজ সম্পদ ও বন্য প্রাণী রক্ষায় আমরা সর্বদা সজাগ। চোরা শিকারিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
গত ৮ জুলাই দুপুরে ওই শিশুটি বাড়ির পাশে বসে খেলা করছিল। এ সময় ওই কিশোর অটোভ্যানে চড়িয়ে বেড়ানোর লোভ দেখিয়ে তাকে নিয়ে যায়। পরে তাকে পাশের কুমারখালী গ্রামের একটি বাঁশঝাড়ে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এরপর তাকে বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখিয়ে বিষয়টি কাউকে জানাতে নিষেধ করে পুনরায় তার খেলার স্থানে রেখে যায়।
৪৩ মিনিট আগে২০১৮ সালের এপ্রিল মাসে ৯৯ মিটার দীর্ঘ সেতুটির নির্মাণকাজ শুরু করে। ২০২১ সালের জুনে প্রকল্পের মেয়াদ শেষ হয়। সেতুটির দক্ষিণ পাশে সংযোগ সড়ক থাকলেও উত্তর পাশে এখনো পাকা রাস্তা নির্মাণ হয়নি। বরং উত্তর পাশের সংযোগ সড়কের বালু সরে গিয়ে সেখানে বড় গর্তের সৃষ্টি হয়েছে, যা দিয়ে যানবাহন তো দূরের কথা, ঠিকভাবে...
১ ঘণ্টা আগেপেট্রোল পাম্প, দুর্গাবাড়ী ও পঞ্চসার এলাকায় দীর্ঘদিন ধরে জমে থাকা পানিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। আর মানিকপুর ১০ তলা ভবন এলাকা থেকে সুপার মার্কেট পর্যন্ত রাস্তার পিচ উঠে গিয়ে তৈরি হয়েছে বড় বড় গর্ত। এতে গর্তে পানি জমে গিয়ে চলাচল হয়ে পড়েছে দুঃসাধ্য। সবচেয়ে নাজুক পরিস্থিতি দেখা গেছে মুন্সিগঞ্জ জেনারেল...
২ ঘণ্টা আগেবাঁশের তৈরি কাঁচা বেড়ার গায়ে দুই হাত রেখে দাঁড়িয়ে আছেন মকবুল হোসেন। দৃষ্টি ছেলে আবু সাঈদের সমাধিস্থলের দিকে। আবু সাঈদের মা মনোয়ারা বেগম সমাধিস্থলের অদূরেই পুরোনো মাটির ঘরে বসে আছেন। হাতে সাঈদের পরনের শেষ কালো টি-শার্ট। কথা বলার জন্য এগিয়ে যেতেই কেঁদে উঠলেন মনোয়ারা বেগম।
৬ ঘণ্টা আগে