Ajker Patrika

আদালতের রায়ের পরও ইবিতে শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগ 

ইবি প্রতিনিধি
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ২২: ১৬
আদালতের রায়ের পরও ইবিতে শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগ 

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগে রেজিস্ট্রার বরাবর মেইল করেছেন এক ভুক্তভোগীর বাবা। আজ মঙ্গলবার মেইলটি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস থেকে প্রক্টর অফিসে জমা দেওয়া হয়েছে। ভুক্তভোগীর নাম গোপন রাখা হলেও তিনি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী বলে জানা গেছে। 

পাঠানো মেইলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে ভুক্তভোগীর বাবা শওকত হোসেন বলেন, ‘মাননীয় হাইকোর্ট ঘোষণা করেছে যে, ইসলামী বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং আইনত নিষিদ্ধ এবং কেউ এটি করলে শাস্তি পাবে, একই সঙ্গে তার ছাত্রত্ব বাতিল হবে। অথচ আমার ছেলে গত সপ্তাহে র‍্যাগিংয়ের শিকার হয়েছে এবং তার সঙ্গে থাকা ৭-৮ জনও র‍্যাগিংয়ের শিকার হয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘আমার সন্তানকে শৃঙ্খলা শেখানোর জন্য বিভিন্নভাবে নির্যাতন করা হয়। এর ফলে আমার ছেলে ভয় পায় এবং রাতে ঘুমায় না। আমি রেজিস্ট্রারের কাছে সাহায্য চাই এবং বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করার অনুরোধ জানাই।’ 

ভুক্তভোগীর বাবা শওকত হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমার সন্তানের সঙ্গে যেটি ঘটেছে, তা একজন পিতা হিসেবে আমি হতবাক হয়েছি। আমার পরিবারের ঘুম হারাম হয়ে গেছে। এই মুহূর্তে আমার সন্তানের নাম আমি বলতে চাচ্ছি না। কারণ আমি চাই না, আমার সন্তান কোনো বিপদে পড়ুক।’ 

এ বিষয়ে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি শিমুল রায় আজকের পত্রিকাকে বলেন, ‘আমার বিভাগের শিক্ষার্থীদের কাছ থেকে এ ধরনের কোনো অভিযোগ আমি পাইনি। তা ছাড়া কেউ আমাকে এমন কিছু বলেনি।’ 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ আজকের পত্রিকাকে বলেন, ‘রেজিস্ট্রার অফিস থেকে মেইলের কপিটি পেয়েই বিভিন্নভাবে তথ্য সংগ্রহের চেষ্টা করছি। শিক্ষার্থীর বাবা আমাদের এখনো বিস্তারিত তথ্য দেননি। তারপরও আমরা চেষ্টা করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে এনসিপির শীর্ষ ৫ নেতা হঠাৎ কক্সবাজারে কেন

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন চাননি সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদ

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে চূড়ান্ত বৈঠক করল শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি

ছাত্র-জনতার মিছিলের মুখে পড়েন এক মন্ত্রী

কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের খবর, ‘গুজব’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত