Ajker Patrika

খুলনা সিটি নির্বাচনে মেয়র প্রার্থী আউয়ালকে বিজয়ী ঘোষণার দাবিতে মামলা

খুলনা প্রতিনিধি
আপডেট : ১৮ মে ২০২৫, ২১: ৩০
খুলনা সিটি নির্বাচনে মেয়র প্রার্থী আউয়ালকে বিজয়ী ঘোষণার দাবিতে মামলা

খুলনা সিটি নির্বাচনের ঘোষিত ফলাফল বাতিল করে হাতপাখার প্রার্থীকে বিজয়ী ঘোষণার দাবিতে মামলা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী। আজ রোববার খুলনার নির্বাচনী ট্রাইব্যুনালে মামলাটি করা হয়।

২০২৩ সালের ১২ জুন অনুষ্ঠিত খুলনা সিটি করপোরেশন নির্বাচনের ঘোষিত ফলাফল বাতিল করে হাতপাখার প্রার্থী হাফেজ মাওলানা অধ্যক্ষ আব্দুল আউয়ালকে বিজয়ী দেখানোর আরজি জানিয়ে আজ দুপুর সাড়ে ১২টার দিকে খুলনার যুগ্ম জেলা জজ প্রথম আদালত ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো. খোরশেদ আলমের আদালতে এই মামলা করা হয়েছে।

খুলনা সিটি নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাফেজ মাওলানা অধ্যক্ষ আব্দুল আউয়াল বাদী হয়ে করা মামলার আরজিতে বলা হয়, ২০২৩ সালের ১২ জুন হামলা-মামলার মধ্য দিয়ে নির্বাচন বানচালের চেষ্টা করা হয়।

এ ছাড়া বুথ থেকে হাতপাখার এজেন্টদের মারধর করে বের করে দেওয়া হয়। সারা দিন আতঙ্ক সৃষ্টি করে জালিয়াতির মাধ্যমে আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আবদুল খালেককে ১ লাখ ৫৪ হাজার ৮২৫ ভোট দেখিয়ে বিজয়ী ঘোষণা করা হয়। আর ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীকে ৬০ হাজার ৬৪ ভোট দেখিয়ে দ্বিতীয় দেখানো হয়। প্রকৃতপক্ষে শান্তিপূর্ণভাবে জনতা ভোট দিতে পারলে হাতপাখার প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হতো।

জানতে চাইলে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কবিরুল ইসলাম বলেন, দাখিল করা আরজিটি ট্রাইব্যুনাল গ্রহণ করেছেন। ২৮ মে শুনানির দিন ধার্য করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত