তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
ফাগুনের ঝরা পাতার সঙ্গে বইয়ের পাতার যেন এক অন্যরকম সম্পর্ক। এই মেলার সঙ্গে মিশে আছে বাঙালির একুশের চেতনা। তাই ধীরে ধীরে ঐতিহ্যের ডানা বেয়ে বইমেলা আমাদের জাতীয় অনুষ্ঠানে রূপ নিয়েছে। সারা দেশে বইমেলা অতটা জনপ্রিয় হয়ে না উঠলেও সাতক্ষীরার তালা উপজেলা প্রশাসনের উদ্যোগে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী একুশে বইমেলা। এরই মধ্যে বইমেলার স্টল সাজানো ও নিরাপত্তার সার্বিক ব্যবস্থা গ্রহণ করেছে উপজেলা প্রশাসন।
স্বাস্থ্যবিধি মেনে ১৯ ফেব্রুয়ারি শনিবার থেকে শুরু হয়ে মেলাটি আগামী ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিন বিকেল পর্যন্ত চলবে বলে উপজেলা প্রশাসন থেকে নিশ্চিত করা হয়েছে।
তালা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বইমেলা হবে। প্রতিদিন দুপুর ২টা থেকে মেলা দর্শনার্থী, পাঠক ও জনসাধারণের জন্য উন্মুক্ত করে হবে এবং সন্ধ্যা ৭টা পর্যন্ত মেলায় বই কেনাকাটাসহ ঘোরাঘুরি করতে পারবে।
তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু বলেন, ‘বাংলা ভাষার মর্যাদা ও ভাষাপ্রীতি সম্বন্ধে আমাদের আন্তরিকতা বাড়ানোর জন্য বইমেলার বিকল্প নেই। আমাদের পরবর্তী প্রজন্মকে বইয়ের সঙ্গে সম্পৃক্ত রাখতে বইমেলার প্রয়োজনীয়তা অনস্বীকার্য।’ এমন আয়োজন করার জন্য তিনি উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস বলেন, ‘বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে শিক্ষার্থীদের গবেষণা ও চর্চার বিষয় মাথায় রেখে আমরা স্বাস্থ্যবিধি মেনে বইমেলার আয়োজন করতে চলেছি। ইতিমধ্যে সব প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি। তিন দিনব্যাপী বইমেলায় ২০টি স্টলসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে লাইব্রেরিগুলো অংশ নেবে। এ সময় তিনি সব পাঠক, প্রকাশনী ও দর্শনার্থীদের স্বাস্থ্যবিধি মেনে বইমেলায় আসার জন্য আহ্বান জানান।
ফাগুনের ঝরা পাতার সঙ্গে বইয়ের পাতার যেন এক অন্যরকম সম্পর্ক। এই মেলার সঙ্গে মিশে আছে বাঙালির একুশের চেতনা। তাই ধীরে ধীরে ঐতিহ্যের ডানা বেয়ে বইমেলা আমাদের জাতীয় অনুষ্ঠানে রূপ নিয়েছে। সারা দেশে বইমেলা অতটা জনপ্রিয় হয়ে না উঠলেও সাতক্ষীরার তালা উপজেলা প্রশাসনের উদ্যোগে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী একুশে বইমেলা। এরই মধ্যে বইমেলার স্টল সাজানো ও নিরাপত্তার সার্বিক ব্যবস্থা গ্রহণ করেছে উপজেলা প্রশাসন।
স্বাস্থ্যবিধি মেনে ১৯ ফেব্রুয়ারি শনিবার থেকে শুরু হয়ে মেলাটি আগামী ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিন বিকেল পর্যন্ত চলবে বলে উপজেলা প্রশাসন থেকে নিশ্চিত করা হয়েছে।
তালা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বইমেলা হবে। প্রতিদিন দুপুর ২টা থেকে মেলা দর্শনার্থী, পাঠক ও জনসাধারণের জন্য উন্মুক্ত করে হবে এবং সন্ধ্যা ৭টা পর্যন্ত মেলায় বই কেনাকাটাসহ ঘোরাঘুরি করতে পারবে।
তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু বলেন, ‘বাংলা ভাষার মর্যাদা ও ভাষাপ্রীতি সম্বন্ধে আমাদের আন্তরিকতা বাড়ানোর জন্য বইমেলার বিকল্প নেই। আমাদের পরবর্তী প্রজন্মকে বইয়ের সঙ্গে সম্পৃক্ত রাখতে বইমেলার প্রয়োজনীয়তা অনস্বীকার্য।’ এমন আয়োজন করার জন্য তিনি উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস বলেন, ‘বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে শিক্ষার্থীদের গবেষণা ও চর্চার বিষয় মাথায় রেখে আমরা স্বাস্থ্যবিধি মেনে বইমেলার আয়োজন করতে চলেছি। ইতিমধ্যে সব প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি। তিন দিনব্যাপী বইমেলায় ২০টি স্টলসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে লাইব্রেরিগুলো অংশ নেবে। এ সময় তিনি সব পাঠক, প্রকাশনী ও দর্শনার্থীদের স্বাস্থ্যবিধি মেনে বইমেলায় আসার জন্য আহ্বান জানান।
ট্টগ্রামের সাতকানিয়ায় গণপিটুনিতে জামায়াতের দুই কর্মী নিহতের পর ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া পিস্তলটি কোতোয়ালি থানার লুট হওয়া অস্ত্র বলে জানিয়েছে জেলা পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম। আজ বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
২ মিনিট আগেপিরোজপুরের নেছারাবাদে কাওসার হোসেন নামের এক ব্যক্তির বিরুদ্ধে সরকারি লোহার সেতুর মালামাল নিয়ে নিজ বাড়ির সামনে ব্যক্তিগত সেতু নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলার সমেদয়কাঠি ইউনিয়নের শেহাংগল গ্রামে এই সেতু নির্মাণের কাজ চলছে। সমেদয়কাঠি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হুমাউন কবির বলছেন, আমি তাঁদের নিষেধ কর
১৯ মিনিট আগেবাগেরহাটের রামপালে বিএনপির ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৭ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে ঝনঝনিয়া চেয়ারম্যান মোড় এলাকায় এই ঘটনা ঘটে। জানা গেছে, উপজেলা বিএনপির আহ্বায়ক হাফিজুর রহমান তুহিন ও সদস্যসচিব কাজী জাহিদুল ইসলামের অনুসারীদের মধ্যে এই সংঘর্ষ বাধে।
২২ মিনিট আগেবরিশালের হিজলা উপজেলায় অবৈধ চিমনির ইটভাটায় উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার বড়জালিয়া ইউনিয়নের দুর্গাপুর নদীর পাড়ের ইটভাটায় অভিযান শুরু করে বেলা ১টার দিকে শেষ করে।
৩৭ মিনিট আগে