Ajker Patrika

নানা অভিযোগে ইবি শিক্ষকের অপসারণ দাবি, তদন্তে কমিটি 

ইবি প্রতিনিধি
নানা অভিযোগে ইবি শিক্ষকের অপসারণ দাবি, তদন্তে কমিটি 

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক হাফিজুল ইসলামের বিরুদ্ধে নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন। কমিটিকে আগামী ১০ কর্ম দিবসের মধ্যে প্রতিবেদনে জমা দিতে বলা হয়েছে।

আজ মঙ্গলবার ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

অভিযোগের তদন্তে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. কাজী মোস্তফা আরীফকে আহ্বায়ক ও সহকারী প্রক্টর ড. মোহা. খাইরুল ইসলামকে সদস্যসচিব করে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন।

কমিটির অন্য সদস্যরা হলেন—ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম, সাদ্দাম হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদ ও আল-ফিকহ্ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের শিক্ষক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম ওহাব।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৭ অক্টোবর ডেভেলপমেন্ট বিভাগের সংঘটিত শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে লিখিত ও মৌখিক অভিযোগের যথাযথ তদন্ত ও প্রয়োজনীয় সুপারিশ প্রদানের লক্ষে প্রক্টরিয়াল বডি ও ছাত্র উপদেষ্টার সমন্বয়ে অনুষ্ঠিত সভার সুপারিশের আলোকে উপাচার্য উক্ত কমিটি গঠন করেছেন।

শিক্ষার্থীদের অভিযোগ, সহকারী অধ্যাপক হাফিজুল ইসলাম নারী শিক্ষার্থীদের পোশাক, পরিবার ও চেহারা নিয়ে প্রতিনিয়ত বাজে মন্তব্য করেন। এ ঘটনার প্রতিবাদে গতকাল সোমবার ক্লাস-পরীক্ষা বর্জন করে শিক্ষকের অপসারণ দাবিতে বিভাগের সামনে আন্দোলন করেন শিক্ষার্থীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত