Ajker Patrika

যশোরে দুবৃর্ত্তদের ছুরিকাঘাতে যুবক খুন

যশোর প্রতিনিধি
যশোরে দুবৃর্ত্তদের ছুরিকাঘাতে যুবক খুন

যশোরে প্রকাশ্যে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে শহরের কারবালা ধোপাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। 

নিহত এরফান ফরাজী ওই এলাকার রফিকুল ইসলাম ফরাজীর ছেলে। তিনি বাবার মুদিদোকানে সহকারী পরিচালক হিসেবে কাজ করতেন। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বিকেলে এরফান কারবালা কবরস্থানের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় তিনজন দুর্বৃত্তরা এসে এরফানের বুকে ছুরি মেরে তাৎক্ষণিক করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। 

হাসপাতালের জরুরি বিভাগের কর্মরত ডাক্তার বিচিত্র মল্লিক বলেন, হাসপাতালে নেওয়ার আগেই তাঁর মৃত্যু হয়েছে। মূলত বুকে ছুরিকাঘাতে প্রচুর রক্তক্ষরণের কারণে তাঁর মৃত্যু হয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, কি কারণে কারা তাকে হত্যা করেছে এই মুহূর্ত বলা যাচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে নারী ঘটিত কোনো কারণ থাকতে পারে। এ ঘটনায় পুলিশের একাধিক দল অভিযানে আছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে—অডিও ফাঁস

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে চূড়ান্ত বৈঠক করল শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন চাননি সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদ

ছাত্র-জনতার মিছিলের মুখে পড়েন এক মন্ত্রী

কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের খবর, ‘গুজব’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত