Ajker Patrika

সাতক্ষীরায় ৮টি সোনার বারসহ যুবক আটক

সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় ৮টি সোনার বারসহ যুবক আটক

ভারতে পাচারের সময় আটটি সোনার বারসহ মো. আমির হোসেন (৪৫) নামের এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাকডাঙা সীমান্ত থেকে তাঁকে আটক করা হয়।

এ ছাড়া আজ সকালে কলারোয়া উপজেলার বৈকারী সীমান্তে ১ দশমিক ৯ কেজি রুপার গয়না উদ্ধার করা হয়েছে। তবে কোনো চোরাচালানিকে আটক করা সম্ভব হয়নি। 

আটক আমির হোসেনের বাড়ি কলারোয়া উপজেলার ভাদিয়ালী গ্রামে।

সাতক্ষীরাস্থ বিজিবি-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ বেলা সাড়ে ১১টার দিকে কাকডাঙা সীমান্তে অভিযান চালানো হয়। এ সময় আমিরের শরীর তল্লাশি করে তাঁর পরনের লুঙ্গির ভেতর আটটি সোনার বার পাওয়া গেছে। 

এদিকে আজ বেলা ১২টার দিকে বৈকারী সীমান্তের সীমানা পিলার ৭ / ৪০-এস থেকে ১৫০ গজ বাংলাদেশের ভেতর থেকে ১ দশমিক ৯ কেজি রুপার গয়না জব্দ করেছেন বিজিবি সদস্যরা। তবে এ সময় তাঁরা কাউকে আটক করতে পারেননি বলে জানান লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত