কুষ্টিয়া প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় দেশরত্ন শেখ হাসিনা হল প্রশাসনের গঠিত তদন্ত কমিটি তাদের তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। এ নিয়ে তিনটি তদন্ত কমিটির প্রতিবেদনই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা পড়ল।
গতকাল রোববার রাত ৯টার দিকে ওই তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক আহসানুল হক তাঁর তদন্ত প্রতিবেদন দেশরত্ন শেখ হাসিনা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক শামসুল আলমের কাছে হস্তান্তর করেন। এ সময় তদন্ত কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে ওই দিনই তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের গঠিত তদন্ত কমিটি। তারা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কার্যালয়ে প্রতিবেদন জমা দেয়। এর আগে শনিবার হাইকোর্টের নির্দেশ অনুযায়ী গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিটি জেলা প্রশাসকের কাছে তাদের প্রতিবেদন জমা দেয়।
এ বিষয়ে কুষ্টিয়ায় দেশরত্ন শেখ হাসিনা হল কর্তৃপক্ষের গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক আহসানুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছি। তদন্তকালীন এ সম্পর্কিত সব বিষয়ে নজর রেখেই তদন্ত কার্যক্রম শেষ করা হয়েছে। আমাদের কাজ ছিল একটি নিরপেক্ষ তদন্ত করা, সেটি আমরা করেছি। পরে কর্তৃপক্ষ এ বিষয়ে ব্যবস্থা নেবে।’
এর আগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের জমা দেওয়া প্রতিবেদনের বিষয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘রোববার সকালে বিশ্ববিদ্যালয় তদন্ত কমিটি তথ্য-উপাত্ত পর্যালোচনা করে একটি সিলগালা খামে তদন্ত কমিটির সদস্যসচিব আলীবদ্দীন খান এই প্রতিবেদন জমা দেন। এখানে ভুক্তভোগী, অভিযুক্ত, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি, শেখ হাসিনা হলের কর্মকর্তা-কর্মচারীদের সাক্ষাৎকার ও তথ্য-উপাত্ত রয়েছে।’
ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরও বলেন, ‘প্রতিবেদনের ভিত্তিতে মহামান্য হাইকোর্ট যে নির্দেশনা দেবেন, সেই নির্দেশনা বাস্তবায়ন করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের ব্যক্তিগত সহকারী মিল্টন সিলগালা কপি সঙ্গে নিয়ে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে জমা দেবেন।’
উল্লেখ্য, গত ১১ ও ১২ ফেব্রুয়ারি ইবির দেশরত্ন শেখ হাসিনা হলে দুই দফায় ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের এক ছাত্রীকে রাতভর নির্যাতনের অভিযোগ ওঠে। এ ঘটনায় শাখা ছাত্রলীগের সহসভাপতি সানজিদা চৌধুরী অন্তরা ও ফিন্যান্স বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের তাবাসসুমসহ আরও সাত-আটজন জড়িত বলে অভিযোগ করেন ভুক্তভোগী। বিষয়টি নিয়ে হল প্রশাসন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও উচ্চ আদালতের নির্দেশে জেলা প্রশাসনের গঠন করা মোট তিনটি কমিটি তদন্তের কাজ করছে।
আরও পড়ুন:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় দেশরত্ন শেখ হাসিনা হল প্রশাসনের গঠিত তদন্ত কমিটি তাদের তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। এ নিয়ে তিনটি তদন্ত কমিটির প্রতিবেদনই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা পড়ল।
গতকাল রোববার রাত ৯টার দিকে ওই তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক আহসানুল হক তাঁর তদন্ত প্রতিবেদন দেশরত্ন শেখ হাসিনা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক শামসুল আলমের কাছে হস্তান্তর করেন। এ সময় তদন্ত কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে ওই দিনই তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের গঠিত তদন্ত কমিটি। তারা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কার্যালয়ে প্রতিবেদন জমা দেয়। এর আগে শনিবার হাইকোর্টের নির্দেশ অনুযায়ী গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিটি জেলা প্রশাসকের কাছে তাদের প্রতিবেদন জমা দেয়।
এ বিষয়ে কুষ্টিয়ায় দেশরত্ন শেখ হাসিনা হল কর্তৃপক্ষের গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক আহসানুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছি। তদন্তকালীন এ সম্পর্কিত সব বিষয়ে নজর রেখেই তদন্ত কার্যক্রম শেষ করা হয়েছে। আমাদের কাজ ছিল একটি নিরপেক্ষ তদন্ত করা, সেটি আমরা করেছি। পরে কর্তৃপক্ষ এ বিষয়ে ব্যবস্থা নেবে।’
এর আগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের জমা দেওয়া প্রতিবেদনের বিষয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘রোববার সকালে বিশ্ববিদ্যালয় তদন্ত কমিটি তথ্য-উপাত্ত পর্যালোচনা করে একটি সিলগালা খামে তদন্ত কমিটির সদস্যসচিব আলীবদ্দীন খান এই প্রতিবেদন জমা দেন। এখানে ভুক্তভোগী, অভিযুক্ত, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি, শেখ হাসিনা হলের কর্মকর্তা-কর্মচারীদের সাক্ষাৎকার ও তথ্য-উপাত্ত রয়েছে।’
ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরও বলেন, ‘প্রতিবেদনের ভিত্তিতে মহামান্য হাইকোর্ট যে নির্দেশনা দেবেন, সেই নির্দেশনা বাস্তবায়ন করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের ব্যক্তিগত সহকারী মিল্টন সিলগালা কপি সঙ্গে নিয়ে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে জমা দেবেন।’
উল্লেখ্য, গত ১১ ও ১২ ফেব্রুয়ারি ইবির দেশরত্ন শেখ হাসিনা হলে দুই দফায় ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের এক ছাত্রীকে রাতভর নির্যাতনের অভিযোগ ওঠে। এ ঘটনায় শাখা ছাত্রলীগের সহসভাপতি সানজিদা চৌধুরী অন্তরা ও ফিন্যান্স বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের তাবাসসুমসহ আরও সাত-আটজন জড়িত বলে অভিযোগ করেন ভুক্তভোগী। বিষয়টি নিয়ে হল প্রশাসন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও উচ্চ আদালতের নির্দেশে জেলা প্রশাসনের গঠন করা মোট তিনটি কমিটি তদন্তের কাজ করছে।
আরও পড়ুন:
রংপুর বিভাগের আট জেলার ২ কোটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি হাসপাতাল রয়েছে ৬৫টি। এসব হাসপাতালে চিকিৎসকের মোট পদ ১ হাজার ২১৪টি। কিন্তু বর্তমানে কর্মরত ৫৩১ জন, পদ শূন্য ৬৮৩টি। চাহিদার অর্ধেকেরও কম জনবল থাকায় হাসপাতালগুলোয় চিকিৎসা কার্যক্রম চরমভাবে বিঘ্নিত হচ্ছে। সেবাপ্রার্থীদের বাধ্য...
৩ ঘণ্টা আগেঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে জলাতঙ্ক প্রতিরোধী টিকার সংকট দেখা দিয়েছে। এতে চরম বিপাকে পড়েছেন রোগীরা। নিরুপায় হয়ে কেউ কেউ চড়া দামে বাইরে থেকে কিনছেন, কেউ আবার টিকা না পাওয়ার ভুগছেন দুশ্চিন্তায়।
৩ ঘণ্টা আগেঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস আজ শুক্রবার। পদ্মার উজানে ভারতের ফারাক্কা ব্যারাজ তৈরি করে পানি প্রত্যাহারের প্রতিবাদে ১৯৭৬ সালের এই দিনে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে বাংলাদেশের লক্ষাধিক মানুষ রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে জমায়েত হয়েছিলেন। এখান থেকেই সেদিন মরণ বাঁধ ফারাক্কা অভিমুখে...
৩ ঘণ্টা আগে