Ajker Patrika

যুবলীগ নেতাকে ‘জুলাই যোদ্ধার’ অনুদান: ৭ সদস্যের তদন্ত কমিটি

খুলনা প্রতিনিধি
আপডেট : ১৮ মে ২০২৫, ২২: ৪৭
১৪ মে খুলনার অতিরিক্ত জেলা প্রশাসকের হাত থেকে চেক গ্রহণ করেন মিনারুল ইসলাম। ছবি: সংগৃহীত
১৪ মে খুলনার অতিরিক্ত জেলা প্রশাসকের হাত থেকে চেক গ্রহণ করেন মিনারুল ইসলাম। ছবি: সংগৃহীত

খুলনার তেরখাদায় মিনারুল ইসলাম নামের এক যুবলীগ নেতাকে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে অনুদান দেওয়ার অভিযোগ উঠেছে। ১৪ মে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে সি ক্যাটাগরিতে তাঁকে এক লাখ টাকার চেক দেওয়া হয়। তিনি উপজেলার মধুপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক।

এদিকে মিনারুলের চেক প্রাপ্তির ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ছড়িয়ে পড়লে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। তবে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মণ্ডল জানান, উপজেলা পর্যায়ে আবেদন করলে পুলিশ, জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া ছাত্র প্রতিনিধি, হাসপাতালসহ বিভিন্নভাবে যাচাই-বাছাই করা হয়।

পরে জেলা কমিটির সভায় আরেক দফা যাচাই-বাছাই করে মন্ত্রণালয়ে পাঠানো হয়। মিনারুল নামের ব্যক্তি সরাসরি স্বাস্থ্য মন্ত্রণালয়ে আবেদন করেন। মন্ত্রণালয় থেকে তাঁর আবেদন যাচাই-বাছাই করে গেজেট প্রকাশ করে চেক খুলনায় পাঠিয়েছে। এ জন্য তাঁর আবেদনের বিষয়ে খুলনায় কোনো তথ্য নেই।

এদিকে ঘটনাটি জানাজানির পর আজ রোববার রাতে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক হয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার।

বিষয়টি নিশ্চিত করে খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘শিগগিরই অনুদান ফেরত নেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারজিসের পোস্টে কমেন্ট করে বরখাস্ত মৎস্য মন্ত্রণালয়ের কর্মচারী

‘৩ শর্তে’ সশস্ত্র বাহিনীর চাকরিচ্যুতদের বিক্ষোভ স্থগিত

আলটিমেটাম শেষ হওয়ার আগেই আসতে পারে অন্তর্বর্তী প্রশাসনের ঘোষণা

ভারতের সঙ্গে টক্কর দিলে বাঁচতে পারবে না বাংলাদেশ: বিজেপি নেতা

চিরকুটে শিক্ষাব্যবস্থাকে দায়ী করে ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থীর ‘আত্মহত্যা’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত