Ajker Patrika

এক সপ্তাহ নিখোঁজ তৃতীয় লিঙ্গের রেশমার লাশ উদ্ধার

বেনাপোল (যশোর) প্রতিনিধি
আপডেট : ১১ মার্চ ২০২৪, ২১: ২৪
এক সপ্তাহ নিখোঁজ তৃতীয় লিঙ্গের রেশমার লাশ উদ্ধার

যশোরের বেনাপোলে এক সপ্তাহ ধরে নিখোঁজ তৃতীয় লিঙ্গের রেশমার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বেনাপোল পৌরসভার কাগজপুকুর কবরস্থান থেকে লাশটি উদ্ধার করা হয়। এ সময় পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত ও গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

এ ঘটনায় ফারুক হোসেন নামে একজনকে আটক করা হয়েছে। তবে আরও পাঁচ-ছয়জন এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে জানা গেছে। 

নিহত রেশমা বেনাপোল পৌরসভার কাগজপুকুর গ্রামের জাকির হোসেনের মেয়ে, তাঁর স্বামীর নাম জাফর। আটক ফারুক একই গ্রামের নূর ইসলামের ছেলে। 

এর আগে গত মাসে নিহত রেশমা হত্যাচেষ্টা ও তাঁর সম্পদ দখলের অভিযোগ এনে স্বামী জাফর, তাঁর বন্ধু ওলিয়ার, টিটু ও সাইফুল্লার বিরুদ্ধে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে বিচার দাবি করেন। 

এদিকে এ হত্যাকাণ্ড নিয়ে গণমাধ্যমকর্মীদের কাছে কোনো মন্তব্য করতে রাজি হয়নি পুলিশ। 

বেনাপোল পৌরসভার কাউন্সিলর শাহিন আহম্মেদ আজকের পত্রিকাকে বলেন, ‘রেশমার স্বামীর সঙ্গে সম্পর্কের অবনতির পর সে একা কাগজপুকুর গ্রামে বসবাস করত। কদিন ধরে তার নিখোঁজের গুঞ্জন ওঠে। সোমবার কাগজপুকুর কবরস্থান থেকে দুর্গন্ধ ছড়ায়। এ সময় গ্রামবাসী পুলিশকে খবর দিলে পুলিশ গর্ত খুঁড়ে দেখতে পায় মরদেহটি রেশমার। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত