কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে ধর্ম নিয়ে কটূক্তি করার অভিযোগে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার ভোরে উপজেলার কয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গতকাল রাতে থানায় অভিযুক্ত শিক্ষককে বিরুদ্ধে দণ্ডবিধি ২৯৫ ক ও ৫০৫ ক ধারায় মামলা দায়ের করেন স্থানীয় এক ব্যক্তি।
গ্রেপ্তার আবু সালেহ (৫০) কুমারখালী উপজেলার কয়া চাইল্ড হিভেন গার্লস স্কুলের প্রধান শিক্ষক এবং কয়া মালিথাপাড়া গ্রামের মৃত আ. জব্বারের ছেলে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহসীন হোসাইন আজকের পত্রিকাকে বলেন, ‘ধর্ম নিয়ে কটূক্তির ঘটনায় রাতে থানায় মামলা করা হয়েছে। সেই মামলায় আজ ভোরে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।’ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।
এলাকাবাসী সূত্রে জানা যায়, অভিযুক্ত প্রধান শিক্ষক আবু সালেহ দীর্ঘদিন ধরে নারী শিক্ষার্থীদের বোরকা ও হিজাব পরে আসতে নিষেধ করেন। এমন খবর পেয়ে গত সোমবার একজন নারী অভিভাবক প্রধান শিক্ষকের কাছে বিষয়টি জানতে যান। সে সময় ওই অভিভাবকের কাছে প্রধান শিক্ষক ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করেন।
বিষয়টি জানাজানি হলে গতকাল সকাল থেকে বিভিন্ন এলাকার মানুষ কয়া বাইতুল মামুন জামে মসজিদে একত্রিত হন। সেখানে তারা প্রধান শিক্ষকের বিচারের দাবিতে বিক্ষোভ করেন। পরে বেলা ১টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের শান্ত করেন। এরপর ওই দিন রাতে এনামুল হক নামে এক ব্যক্তি বাদী হয়ে কুমারখালী থানায় একটি মামলা দায়ের করেন। আজ ভোরে ওই প্রধান শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার বাদী মো. এনামুল হক আজকের পত্রিকা বলেন, ‘প্রধান শিক্ষক বিদ্যালয়ের সমাবেশে শিক্ষার্থীদের বোরকা পরতে নিষেধ করায় একজন অভিভাবক কারণ জানতে গিয়েছিল। সেসময় প্রধান শিক্ষক ধর্ম নিয়ে কটূক্তি ও বিতর্কিত মন্তব্য করেছেন। তাঁর শাস্তির দাবিতে থানায় মামলা করেছি।’
অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবি করে কয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলী হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক ধর্ম বিরোধী বিভিন্ন মন্তব্য করে আসছিলেন। যা খুবই অন্যায়।’
কুষ্টিয়ার কুমারখালীতে ধর্ম নিয়ে কটূক্তি করার অভিযোগে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার ভোরে উপজেলার কয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গতকাল রাতে থানায় অভিযুক্ত শিক্ষককে বিরুদ্ধে দণ্ডবিধি ২৯৫ ক ও ৫০৫ ক ধারায় মামলা দায়ের করেন স্থানীয় এক ব্যক্তি।
গ্রেপ্তার আবু সালেহ (৫০) কুমারখালী উপজেলার কয়া চাইল্ড হিভেন গার্লস স্কুলের প্রধান শিক্ষক এবং কয়া মালিথাপাড়া গ্রামের মৃত আ. জব্বারের ছেলে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহসীন হোসাইন আজকের পত্রিকাকে বলেন, ‘ধর্ম নিয়ে কটূক্তির ঘটনায় রাতে থানায় মামলা করা হয়েছে। সেই মামলায় আজ ভোরে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।’ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।
এলাকাবাসী সূত্রে জানা যায়, অভিযুক্ত প্রধান শিক্ষক আবু সালেহ দীর্ঘদিন ধরে নারী শিক্ষার্থীদের বোরকা ও হিজাব পরে আসতে নিষেধ করেন। এমন খবর পেয়ে গত সোমবার একজন নারী অভিভাবক প্রধান শিক্ষকের কাছে বিষয়টি জানতে যান। সে সময় ওই অভিভাবকের কাছে প্রধান শিক্ষক ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করেন।
বিষয়টি জানাজানি হলে গতকাল সকাল থেকে বিভিন্ন এলাকার মানুষ কয়া বাইতুল মামুন জামে মসজিদে একত্রিত হন। সেখানে তারা প্রধান শিক্ষকের বিচারের দাবিতে বিক্ষোভ করেন। পরে বেলা ১টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের শান্ত করেন। এরপর ওই দিন রাতে এনামুল হক নামে এক ব্যক্তি বাদী হয়ে কুমারখালী থানায় একটি মামলা দায়ের করেন। আজ ভোরে ওই প্রধান শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার বাদী মো. এনামুল হক আজকের পত্রিকা বলেন, ‘প্রধান শিক্ষক বিদ্যালয়ের সমাবেশে শিক্ষার্থীদের বোরকা পরতে নিষেধ করায় একজন অভিভাবক কারণ জানতে গিয়েছিল। সেসময় প্রধান শিক্ষক ধর্ম নিয়ে কটূক্তি ও বিতর্কিত মন্তব্য করেছেন। তাঁর শাস্তির দাবিতে থানায় মামলা করেছি।’
অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবি করে কয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলী হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক ধর্ম বিরোধী বিভিন্ন মন্তব্য করে আসছিলেন। যা খুবই অন্যায়।’
চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় একের পর এক খুনের ঘটনা ঘটছে। গত আট মাসে গুলি করে পাঁচজনকে হত্যার ঘটনা ঘটেছে। হত্যার এসব ঘটনায় পর্যালোচনা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, এসব হত্যাকাণ্ডে একই গ্যাং জড়িত।
২ ঘণ্টা আগেমেয়াদ শেষের প্রায় দুই বছর হয়ে গেলেও কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর তিলাই ইউনিয়নের দক্ষিণ ছাট গোপালপুরে দুধকুমার নদের তীর রক্ষা বাঁধ নির্মাণকাজ শেষ হয়নি। এতে দুধকুমারের তীরবর্তী অঞ্চলে ভাঙন-আতঙ্ক দেখা দিয়েছে। এদিকে প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠানের অস্থায়ী ম্যানেজারের বিরুদ্ধে স্থানীয়দের টাকা নিয়ে...
২ ঘণ্টা আগেলালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে বসানো হয়েছে হাট-বাজার। এতে বিঘ্নিত হচ্ছে প্রতিষ্ঠানটির শিক্ষার পরিবেশ। খেলাধুলার চর্চা থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। প্রতিষ্ঠানটিতে যাওয়া-আসা করতেও ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের।
২ ঘণ্টা আগেবালুমহাল হিসেবে ইজারা নেওয়া হয়নি; তবে দিব্যি নদীতীরের মাটি কেটে বিক্রি করা হচ্ছে। রোজ শতাধিক ট্রাক মাটি উঠছে পাড় থেকে। রাজশাহীর চারঘাট উপজেলায় ঘটছে এমন ঘটনা। বিএনপি ও ছাত্রদলের নেতারা এই ব্যবসার সঙ্গে জড়িত। এই মাটি ও বালু উত্তোলনে বাধা দেওয়ায় ইউএনওর বাসায় ককটেল ফোটানো হয়েছে।
২ ঘণ্টা আগে