Ajker Patrika

বাগানে ব্যবসায়ীর লাশ, পাশে পড়ে ছিল জুতা-পোশাক

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
বাগানে ব্যবসায়ীর লাশ, পাশে পড়ে ছিল জুতা-পোশাক

যশোরের ঝিকরগাছার চাঁদপুর গ্রামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে ওই গ্রামের মাঠপাড়ার একটি মেহেগনী বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। 

নিহত মিন্টু হোসেন (৪২) ওই গ্রামের আব্দুর রবের ছেলে। তিনি পেশায় কাঁচামাল ব্যবসায়ী। 

স্থানীয় হাফিজুর রহমান জানান, বৃহস্পতিবার সকালে হাঁটতে গিয়ে এক নারী লাশ দেখতে পেয়ে তাঁর স্বামীকে বলেন। পরে এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে দেখেন মিন্টুর লাশ উলঙ্গ অবস্থায় পড়ে আছে। আশপাশে ছড়িয়ে ছিটিয়ে ছিল জুতা, জামাকাপড়, মোবাইল ফোন ও টাকা। এ সময় লাশের আশপাশের বাগান ভাঙাচোরা ছিল। 

তিনি আরও বলেন, মিন্টু কাঁচামালের ব্যবসা করতেন। গতকাল বুধবার বিকেল বাড়ি থেকে বের হন তিনি। রাত ৮টার দিকেও আশিংড়ী বাজারে তাঁকে ঘোরাঘুরি করতে দেখা গেছে। 

নিহত মিন্টুর ছোট ভাই আশরাফুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে আমরা কিছু জানি না। কীভাবে মারা গেল তাও বুঝতে পারছি না। তিনি অসুস্থও ছিলেন না। মৃত্যুর বিষয়টি রহস্যজনক।’ 

ঝিকরগাছা থানার পরিদর্শক (তদন্ত) ইব্রাহিম আলী বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্তের প্রতিবেদনে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত