ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারায় গত প্রায় এক সপ্তাহ ধরে থানায় নেই ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), পরিদর্শক (তদন্ত) ও ভেড়ামারা-দৌলতপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার। এই তিনটি পদ শূন্য থাকায় ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। আইনশৃঙ্খলা রক্ষায় দেখা দিয়েছে স্থবিরতা। চুরি-অপরাধ বেড়ে যাচ্ছে। সেবা নিতে আসা সাধারণ মানুষ হয়রানি ও বিপাকে পড়ছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২২ সেপ্টেম্বর মিরপুর থানার ওসি গোলাম মোস্তফা ভেড়ামারা থানায় যোগদান করেন। দেড় মাসের মাথায় গত ৫ নভেম্বর তিনি ডিএমপিতে বদলি হয়ে চলে যান। একই তারিখে পরিদর্শক (তদন্ত) নান্নু খান বগুড়ায় বদলি হয়ে চলে যান। এদিকে এর আগে ভেড়ামারা-দৌলতপুর সার্কেলর অতিরিক্ত পুলিশ সুপার ইয়াছির আরাফাত বদলিজনিত কারণে ১ অক্টোবর ঢাকা দুদকে বদলি হয়ে বিদায় নেন। এই পদে এখন অতিরিক্ত দায়িত্ব পালন করছেন মিরপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আজমল হোসেন।
এই তিন কর্মকর্তার বিদায়ের পর কেউই এখন পর্যন্ত এসব পদে যোগদান করেননি। বর্তমানে থানার উপপরিদর্শক (এসআই) প্রতাপ কুমার অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। তিনিও দুই মাস আগে এ থানায় যোগদান করেছেন।
ভেড়ামারা ডাকবাংলো সুপার মার্কেটের সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম মিলন বলেন, ‘গত প্রায় এক সপ্তাহ থেকে থানার গুরুত্বপূর্ণ তিন কর্মকর্তা নেই। সম্প্রতি সময়ে একটি হত্যাকাণ্ডসহ আরও দুটি হত্যাকাণ্ড সংঘটিত হয়। সেই সব এলাকায় এখনো উত্তেজনা রয়েছে। এমন পরিস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে দ্রুত গুরুত্বপূর্ণ শূন্য পদে যোগদান জরুরি।’
তিনি আরও বলেন, ‘অনেকে অভিযোগ করছেন ওসি না থাকায় দায়িত্ব পালনকারী কর্মকর্তা সাধারণ মানুষের ফোন রিসিভ করছেন না। শুধুমাত্র গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ছাড়া। সেবা প্রাপ্তিতে ভোগান্তি বাড়ছে ভুক্তভোগীর।’
এ বিষয়ে থানায় দায়িত্ব পালনকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) প্রতাপ কুমারকে একাধিক বার মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।
জেলা পরিষদের সদস্য ও পৌর আওয়ামী লীগের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল মুকুল বলেন, ‘ভেড়ামারা থানার পুলিশ প্রশাসনের গুরুত্বপূর্ণ তিনটি পদে এখন কেউ নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতি যে স্বাভাবিক রয়েছে, তা বজায় রাখতে দ্রুত এসব পদে যোগদান জরুরি।’
এ বিষয়ে ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন মিরপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আজমল হোসেন। তিনি বলেন, ‘ভেড়ামারা থানা গুরুত্বপূর্ণ জায়গা। আশা করি এসব শূন্য পদের কর্মকর্তারা কয়েক দিনের মধ্যে চলে আসবেন।’
কুষ্টিয়ার ভেড়ামারায় গত প্রায় এক সপ্তাহ ধরে থানায় নেই ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), পরিদর্শক (তদন্ত) ও ভেড়ামারা-দৌলতপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার। এই তিনটি পদ শূন্য থাকায় ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। আইনশৃঙ্খলা রক্ষায় দেখা দিয়েছে স্থবিরতা। চুরি-অপরাধ বেড়ে যাচ্ছে। সেবা নিতে আসা সাধারণ মানুষ হয়রানি ও বিপাকে পড়ছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২২ সেপ্টেম্বর মিরপুর থানার ওসি গোলাম মোস্তফা ভেড়ামারা থানায় যোগদান করেন। দেড় মাসের মাথায় গত ৫ নভেম্বর তিনি ডিএমপিতে বদলি হয়ে চলে যান। একই তারিখে পরিদর্শক (তদন্ত) নান্নু খান বগুড়ায় বদলি হয়ে চলে যান। এদিকে এর আগে ভেড়ামারা-দৌলতপুর সার্কেলর অতিরিক্ত পুলিশ সুপার ইয়াছির আরাফাত বদলিজনিত কারণে ১ অক্টোবর ঢাকা দুদকে বদলি হয়ে বিদায় নেন। এই পদে এখন অতিরিক্ত দায়িত্ব পালন করছেন মিরপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আজমল হোসেন।
এই তিন কর্মকর্তার বিদায়ের পর কেউই এখন পর্যন্ত এসব পদে যোগদান করেননি। বর্তমানে থানার উপপরিদর্শক (এসআই) প্রতাপ কুমার অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। তিনিও দুই মাস আগে এ থানায় যোগদান করেছেন।
ভেড়ামারা ডাকবাংলো সুপার মার্কেটের সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম মিলন বলেন, ‘গত প্রায় এক সপ্তাহ থেকে থানার গুরুত্বপূর্ণ তিন কর্মকর্তা নেই। সম্প্রতি সময়ে একটি হত্যাকাণ্ডসহ আরও দুটি হত্যাকাণ্ড সংঘটিত হয়। সেই সব এলাকায় এখনো উত্তেজনা রয়েছে। এমন পরিস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে দ্রুত গুরুত্বপূর্ণ শূন্য পদে যোগদান জরুরি।’
তিনি আরও বলেন, ‘অনেকে অভিযোগ করছেন ওসি না থাকায় দায়িত্ব পালনকারী কর্মকর্তা সাধারণ মানুষের ফোন রিসিভ করছেন না। শুধুমাত্র গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ছাড়া। সেবা প্রাপ্তিতে ভোগান্তি বাড়ছে ভুক্তভোগীর।’
এ বিষয়ে থানায় দায়িত্ব পালনকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) প্রতাপ কুমারকে একাধিক বার মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।
জেলা পরিষদের সদস্য ও পৌর আওয়ামী লীগের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল মুকুল বলেন, ‘ভেড়ামারা থানার পুলিশ প্রশাসনের গুরুত্বপূর্ণ তিনটি পদে এখন কেউ নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতি যে স্বাভাবিক রয়েছে, তা বজায় রাখতে দ্রুত এসব পদে যোগদান জরুরি।’
এ বিষয়ে ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন মিরপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আজমল হোসেন। তিনি বলেন, ‘ভেড়ামারা থানা গুরুত্বপূর্ণ জায়গা। আশা করি এসব শূন্য পদের কর্মকর্তারা কয়েক দিনের মধ্যে চলে আসবেন।’
রাজধানীর উত্তরায় ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ পাঠ করা হয়েছে। এ সময় নয় দফা দাবি প্রস্তাবনা করা হয়েছে। উত্তরার মুগ্ধ মঞ্চে আজ মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যায় এ ঘোষণা পত্র পাঠ করেন জুলাই বিপ্লবে গুলিতে আহত তরুণ রাইসুল ইসলাম রাতুল। অনুষ্ঠানটির আয়োজন করে উত্তরার সাধারণ ছাত্র জনতার ব্যানারে।
১ ঘণ্টা আগেবিদেশে পাঠানোর নামে প্রতারণা করে কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগে একটি কথিত ট্রাভেল এজেন্সির মূল হোতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন, উত্তরা ইন্টারন্যাশনাল ক্যারিয়ার কাউন্সিলের মালিক আতিকুল হক ওরফে আতিফ (৪৫) ও লাকী আক্তার (৪০) এবং তাদের সহযোগী নাছির সিকদার (২১)।
১ ঘণ্টা আগেপটুয়াখালীর বাউফলে পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ফাহিম বয়াতি (১৮) নামের এক তরুণকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার (১ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার নওমালা ইউনিয়নের ভাংরা গ্রামে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেভোলার তজুমদ্দিন উপজেলায় চাঁদার দাবিতে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দিনকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। আজ মঙ্গলবার (১ জুলাই) তজুমদ্দিন উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. ইকবাল হোসেন লিটন ও সাধারণ সম্পাদক মো. সেলিম স্বাক্ষরিত...
২ ঘণ্টা আগে