Ajker Patrika

হবিগঞ্জে গ্রাম্য সালিসে নারীকে বেত্রাঘাত: জড়িতদের শাস্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন 

সাতক্ষীরা প্রতিনিধি
আপডেট : ১১ এপ্রিল ২০২৩, ১৬: ৫৭
হবিগঞ্জে গ্রাম্য সালিসে নারীকে বেত্রাঘাত: জড়িতদের শাস্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন 

হবিগঞ্জের চুনারুঘাটে নারীকে বেআইনি সালিসে বেত্রাঘাত ও পাথর নিক্ষেপের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১০টায় সাতক্ষীরা শহিদ আবদুর রাজ্জাক পার্কে আয়োজিত এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে মানবাধিকার সংস্থা স্বদেশ সাতক্ষীরা জেলা শাখা।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার বড় ঝুম গ্রামে বেআইনি সালিসে নারীকে বেত্রাঘাত ও পাথর নিক্ষেপের ঘটনায় জড়িতদের অতি দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন জেলা নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আজাদ হোসেন বেলাল, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও নাগরিক নেতা আবুল কালাম আজাদ, অধিকারকর্মী আশেক-ই-এলাহী, জেলা জাসদের সভাপতি শেখ ওবায়াদেস সুলতান বাবলু প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত