Ajker Patrika

ফেসবুকে পরিচয়, চুয়াডাঙ্গার মেয়েকে বিয়ে করলেন চীনা যুবক

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
আপডেট : ১৩ জুলাই ২০২৩, ২২: ০৮
Thumbnail image

ফেসবুকে পরিচয়। সেই সুবাদে বাংলাদেশে এসে চুয়াডাঙ্গার তরুণীকে বিয়ে করলেন চীনা নাগরিক। ফারিয়া সুলতানা (২৫) নামে ওই তরুণীর বাড়ি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গয়েশপুর গ্রামে। চীনা যুবক সাউই চুই (২৮) বিয়ের আগে ইসলাম ধর্ম গ্রহণ করে আবদুল্লাহ নাম গ্রহণ করেছেন। গত ৩০ জুন তাঁদের বিয়ে হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফারিয়া ঢাকায় ফুপুর বাড়িতে প্রায়ই যাতায়াত করে। গত সোমবার চীনা নাগরিক সাউই চুইকে নিয়ে গ্রামের বাড়ি আসেন তিনি। এরপর গ্রামের লোকজন তাঁদের সম্পর্ক জানতে পারেন। ঈদুল আজহার পরের দিন তাঁদের বিয়ে হয়। আজ বৃহস্পতিবার ভোরে সাউই চুই ফারিয়াকে নিয়ে ঢাকায় রওনা দেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য সাইফুল ইসলাম পাকু বলেন, ‘ফারিয়ার এর আগে চারবার বিয়ে হয়েছে। ফলে এটি তাঁর পঞ্চম বিয়ে। তাঁর মা আঞ্জুরা বর্তমানে তৃতীয় স্বামীর সংসার করছেন। ফারিয়া আঞ্জুরার প্রথম স্বামীর সন্তান।’ 

আঞ্জুরা বলেন, ‘মোবাইল ফোনের মাধ্যমে আমার মেয়ের সঙ্গে চীনা নাগরিক আবদুল্লাহর পরিচয় হয়েছিল। ঈদের পরের দিন ঢাকায় তাদের বিয়ে দিয়েছি। বিয়েতে জামাই নগদ তিন লাখ টাকা কাবিন আমার মেয়ের ব্যাংক অ্যাকাউন্টে দিয়েছে। আমার জামাই অনেক ভালো ও শান্ত স্বভাবের। আমাদের বাড়িতে এসে তিন দিন ছিল। আমার রান্না করা খাবার খেয়েছে। বলেছে, খাবার খুবই সুস্বাদু হয়েছে। জামাই আমার মেয়েকে চীনে নিয়ে যাওয়ার কথা বলছে। আমার মেয়েকে নিয়ে জামাই ঢাকায় চলে গেছে।’ 

ফারিয়া বলেন, ‘আবদুল্লাহর সঙ্গে ফেসবুকে পরিচয় হয়েছিল। প্রায় আট মাস আমরা উইচ্যাটের মাধ্যমে কথা বলেছি। এর মধ্যে আমরা বিয়েতে রাজি হই। বিষয়টি দুই পরিবারকে জানানো হয়। তাঁরাও সম্মতি দেন। ঈদুল আজহার পরের দিন আমাদের বিয়ে হয়। আমাকে বিয়ের আগে উনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ওনার নাম এখন আবদুল্লাহ। তিনি সবকিছু মানিয়ে নিতে চেষ্টা করছেন। তিনি অনেক ভালো মনের মানুষ।’

নববধূ আরও বলেন, ‘আবদুল্লাহ কিছুদিনের মধ্যে আমাকে চীনে নিয়ে যাবেন। আমার এক ননদ ঢাকায় গার্মেন্টসের ব্যবসা করেন। তিনি ঢাকাতেই থাকেন। আমার স্বামীরও বাংলাদেশে ব্যবসা করার ইচ্ছা আছে। আমরা চীন থেকে ঘুরে আবার বাংলাদেশে আসব।’ 

সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইশাবুল ইসলাম মিল্টন বলেন, ‘ফারিয়ার পরিবার খুবই গরিব। চীনা এক যুবক তাকে বিয়ে করেছে বলে শুনেছি। ছেলেটাকে দেখতে প্রতিদিন বাড়িতে মানুষ ভিড় করছে।’

পুলিশ সূত্রে জানা গেছে, পাঁচ লাখ টাকা কাবিনে ফারিয়ার সঙ্গে বিয়ে হয় ওই চীনা নাগরিকের। তিনি নগদ দুই লাখ টাকা দিয়েছেন। চুয়াডাঙ্গার দর্শনায় তাঁদের বিয়ে হয়েছে। আজ ভোরে তাঁরা গ্রাম থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত