মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
ফ্যাক্টরির ওয়াশ রুমে সিগারেট খাওয়ায় তিন শ্রমিককে নির্যাতন ও ইলেকট্রিক শক দেওয়া হয়। পাশাপাশি মুচলেকা নিয়ে চাকরিচ্যুত করা হয়। বাগেরহাটের মোংলা ইপিজেডের জীম লাইট গার্মেন্টস ফ্যাক্টরির অ্যাডমিন স্টেশন অফিসার হৃদয় মাহমুদের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।
চাকরিচ্যুতদের অভিযোগ ফ্যাক্টরির ওয়াশ রুমে সিগারেট খাওয়ায় তাঁদেরকে নির্যাতন করে বেতন না দিয়েই চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁরা বলেন, তাঁদেরকে ইলেকট্রিক শকসহ নির্যাতন করে রোদে দাঁড় করিয়ে রাখেন হৃদয় মাহমুদ।
নির্যাতনের শিকার এবং চাকরিচ্যুত ওই শ্রমিকেরা হলেন, প্রতিষ্ঠানটির মেশিন/সেলাই অপারেটর ইব্রাহিম জোমাদ্দার, নয়ন হাওলাদার ও সহকারী পলক। ভুক্তভোগী এই তিন শ্রমিক জানান, গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ফ্যাক্টরিতে কাজের ফাঁকে তারা ওয়াশ রুমে গিয়ে ধূমপান করেন। ধূমপানের অভিযোগে ফ্যাক্টরির সুপারভাইজার মো. মেহেদী ও লাইনম্যান মো. লিটন তাঁদের সেখান থেকে ধরে অ্যাডমিন অফিসার হৃদয় মাহমুদের কাছে নিয়ে যান। এরপর অ্যাডমিন অফিসার হৃদয় তাঁদের গালাগালির পাশাপাশি শারীরিকভাবে নির্যাতন ও ইলেকট্রিক শক দিয়ে রোদে দাঁড় করিয়ে রাখেন। পরে তাঁদের কাছ থেকে চাকরি থেকে অব্যাহতির মুচলেকা রেখে ফ্যাক্টরি থেকে বের করে দেন।
ভুক্তভোগী শ্রমিকেরা জানান, দেড় মাস হলো এ প্রতিষ্ঠানের কাজে যোগদান করেন তাঁরা। এর আগে এক মাসের বেতন তারা পেয়েছেন। কিন্তু চাকরিচ্যুতি করলেও তাঁদের বাকি ১৫ দিনের বেতন দেননি অ্যাডমিন অফিসার হৃদয়।
তাঁরা আরও জানান, হৃদয় তাঁদেরকে ফ্যাক্টরি থেকে বের করে দিয়ে শাসিয়ে বলেছেন, ‘কোনো কিছুই দেওয়া হবে না, যেখানে যাবি যা, যা খুশি তাই কর গিয়ে, তাতে কোনো লাভ হবে না। কারণ আমি যুবলীগ নেতা।’
এ ঘটনার বিষয়ে অভিযুক্ত হৃদয় মাহমুদ বলেন, সিগারেট খাওয়ার কারণেই তাঁদেরকে চাকরিচ্যুতি করা হয়েছে। এখানে বেপজার কিছু নিয়ম রয়েছে, নিয়ম ভঙ্গের কারণেই এটা করা হয়েছে।
হৃদয় আরও বলেন, ‘তাঁদেরকে কোনো ধরনের টর্চার কিংবা ইলেকট্রিক শক দেওয়া হয়নি। এটা তারা বানিয়ে মিথ্যা বলছে।’
এ বিষয়ে মোংলা ইপিজেডের নির্বাহী পরিচালক মাহবুব আহমেদ সিদ্দিক বলেন, ‘বিষয়টি আমিও শুনেছি। হৃদয় যদি এমন করে থাকে অবশ্যই তাঁকে সতর্ক ও তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর যাদের চাকরিচ্যুতি করা হয়েছে তাঁরা তাঁদের বেতনও অবশ্যই পাবেন। সেই ব্যবস্থাও আমি করছি।’
ফ্যাক্টরির ওয়াশ রুমে সিগারেট খাওয়ায় তিন শ্রমিককে নির্যাতন ও ইলেকট্রিক শক দেওয়া হয়। পাশাপাশি মুচলেকা নিয়ে চাকরিচ্যুত করা হয়। বাগেরহাটের মোংলা ইপিজেডের জীম লাইট গার্মেন্টস ফ্যাক্টরির অ্যাডমিন স্টেশন অফিসার হৃদয় মাহমুদের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।
চাকরিচ্যুতদের অভিযোগ ফ্যাক্টরির ওয়াশ রুমে সিগারেট খাওয়ায় তাঁদেরকে নির্যাতন করে বেতন না দিয়েই চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁরা বলেন, তাঁদেরকে ইলেকট্রিক শকসহ নির্যাতন করে রোদে দাঁড় করিয়ে রাখেন হৃদয় মাহমুদ।
নির্যাতনের শিকার এবং চাকরিচ্যুত ওই শ্রমিকেরা হলেন, প্রতিষ্ঠানটির মেশিন/সেলাই অপারেটর ইব্রাহিম জোমাদ্দার, নয়ন হাওলাদার ও সহকারী পলক। ভুক্তভোগী এই তিন শ্রমিক জানান, গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ফ্যাক্টরিতে কাজের ফাঁকে তারা ওয়াশ রুমে গিয়ে ধূমপান করেন। ধূমপানের অভিযোগে ফ্যাক্টরির সুপারভাইজার মো. মেহেদী ও লাইনম্যান মো. লিটন তাঁদের সেখান থেকে ধরে অ্যাডমিন অফিসার হৃদয় মাহমুদের কাছে নিয়ে যান। এরপর অ্যাডমিন অফিসার হৃদয় তাঁদের গালাগালির পাশাপাশি শারীরিকভাবে নির্যাতন ও ইলেকট্রিক শক দিয়ে রোদে দাঁড় করিয়ে রাখেন। পরে তাঁদের কাছ থেকে চাকরি থেকে অব্যাহতির মুচলেকা রেখে ফ্যাক্টরি থেকে বের করে দেন।
ভুক্তভোগী শ্রমিকেরা জানান, দেড় মাস হলো এ প্রতিষ্ঠানের কাজে যোগদান করেন তাঁরা। এর আগে এক মাসের বেতন তারা পেয়েছেন। কিন্তু চাকরিচ্যুতি করলেও তাঁদের বাকি ১৫ দিনের বেতন দেননি অ্যাডমিন অফিসার হৃদয়।
তাঁরা আরও জানান, হৃদয় তাঁদেরকে ফ্যাক্টরি থেকে বের করে দিয়ে শাসিয়ে বলেছেন, ‘কোনো কিছুই দেওয়া হবে না, যেখানে যাবি যা, যা খুশি তাই কর গিয়ে, তাতে কোনো লাভ হবে না। কারণ আমি যুবলীগ নেতা।’
এ ঘটনার বিষয়ে অভিযুক্ত হৃদয় মাহমুদ বলেন, সিগারেট খাওয়ার কারণেই তাঁদেরকে চাকরিচ্যুতি করা হয়েছে। এখানে বেপজার কিছু নিয়ম রয়েছে, নিয়ম ভঙ্গের কারণেই এটা করা হয়েছে।
হৃদয় আরও বলেন, ‘তাঁদেরকে কোনো ধরনের টর্চার কিংবা ইলেকট্রিক শক দেওয়া হয়নি। এটা তারা বানিয়ে মিথ্যা বলছে।’
এ বিষয়ে মোংলা ইপিজেডের নির্বাহী পরিচালক মাহবুব আহমেদ সিদ্দিক বলেন, ‘বিষয়টি আমিও শুনেছি। হৃদয় যদি এমন করে থাকে অবশ্যই তাঁকে সতর্ক ও তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর যাদের চাকরিচ্যুতি করা হয়েছে তাঁরা তাঁদের বেতনও অবশ্যই পাবেন। সেই ব্যবস্থাও আমি করছি।’
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় র্যাবের অভিযানে ৮৪ কেজি গাঁজা ও ২১ হাজার পিস আতশবাজিসহ মো. হৃদয় হাসান (২৪) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২১ জুলাই) সকালে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১১, সিপিসি-২-এর কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম।
২৩ মিনিট আগেএই রাস্তাটা একসময় আমাদের চলাচলের অন্যতম প্রধান মাধ্যম ছিল। কিন্তু মাহিন্দ্রা গাড়িগুলো চলাচল শুরুর পর থেকেই রাস্তাটির বেহাল দশা শুরু হয়। ভারী এসব যানবাহনের চাপে রাস্তার বিভিন্ন জায়গায় গভীর গর্ত সৃষ্টি হয়েছে। প্রতিদিন এই রাস্তা দিয়ে হাঁটাচলার সময় একধরনের আতঙ্ক কাজ করে, কখন কোথায় পা পিছলে পড়ে যাব, তার
২৮ মিনিট আগেউজান থেকে নেমে আসা ঢলে হুহু করে বাড়ছে তিস্তা নদীর পানি। সোমবার সকাল ৬টায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ ডালিয়া পয়েন্টে পানি রেকর্ড করা হয় ৫২ দশমিক শূন্য ৭ মিটার, যা বিপৎসীমার ৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।
৪৩ মিনিট আগেস্থানীয় বিএনপি নেতা ফরিদ খাঁ বলেন, ‘৫ আগস্ট ৩টার দিকে আনন্দ মিছিল থেকে ফেরার সময় ওয়াজেদ ও তার লোকজন আমাদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। এখন তারাই “জুলাই যোদ্ধা” হয়ে গেছে।’
১ ঘণ্টা আগে