দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
ইউক্রেনের অলিভিয়া বন্দরে অবস্থানরত বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ এমভি ‘বাংলার সমৃদ্ধি’তে রকেট হামলার ঘটনায় আটকে পড়া জীবিত ২৮ জনের মধ্যে একজন ফয়সাল আহমেদ সেতু। তাঁর বর্তমান অবস্থান নিয়ে দুশ্চিন্তায় আছে পরিবারের সদস্যরা।
সেতুর বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নে। তিনি ইউনিয়নটির সাবেক চেয়ারম্যান ফারুক বিশ্বাসের ছোট ছেলে।
সেতুর মা টলি খাতুন আজকের পত্রিকাকে বলেন, ‘জানি না সেখানকার অবস্থা কেমন। সেতু যখন যোগাযোগ করছে, তখনই অল্প কয়েক মিনিট কথা হয়েছে ফেসবুক মেসেঞ্জারে। আমরা খুব ভয়ে আছি আমাদের ছেলের নিরাপত্তা নিয়ে। আল্লাহ যেন আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দেয়।’
জাহাজ এমভি ‘বাংলার সমৃদ্ধি’তে হামলার ঘটনায় আটকে পড়া ২৯ সদস্যের মধ্যে গোলাবারুদের আঘাতে মৃত্যু হয়েছে একজনের। গতকাল বুধবার বাংলাদেশ সময় রাত ৯টার দিকে জাহাজটিতে হামলা হয়। এতে নিহত হন ওই জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান।
ফয়সাল আহমেদ সেতুর সঙ্গে আজ বৃহস্পতিবার দুপুরে ফেসবুক মেসেঞ্জারে কথা বলার সুযোগ হয় এই প্রতিনিধির। তিনি বলেন, ‘এখনো পর্যন্ত বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে তাদের কোনো নির্দেশনা দেওয়া হয়নি। এদিকে জাহাজটিতে যে পরিমাণ খাবার মজুত আছে, তা অল্প কয়েক দিনে শেষ হয়ে যাবে।’
এদিকে সেতুর মা টলি খাতুনের একমাত্র চাওয়া, ‘যত দ্রুত সম্ভব আমার ছেলেসহ সবাইকে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হোক।’
ইউক্রেনের অলিভিয়া বন্দরে অবস্থানরত বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ এমভি ‘বাংলার সমৃদ্ধি’তে রকেট হামলার ঘটনায় আটকে পড়া জীবিত ২৮ জনের মধ্যে একজন ফয়সাল আহমেদ সেতু। তাঁর বর্তমান অবস্থান নিয়ে দুশ্চিন্তায় আছে পরিবারের সদস্যরা।
সেতুর বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নে। তিনি ইউনিয়নটির সাবেক চেয়ারম্যান ফারুক বিশ্বাসের ছোট ছেলে।
সেতুর মা টলি খাতুন আজকের পত্রিকাকে বলেন, ‘জানি না সেখানকার অবস্থা কেমন। সেতু যখন যোগাযোগ করছে, তখনই অল্প কয়েক মিনিট কথা হয়েছে ফেসবুক মেসেঞ্জারে। আমরা খুব ভয়ে আছি আমাদের ছেলের নিরাপত্তা নিয়ে। আল্লাহ যেন আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দেয়।’
জাহাজ এমভি ‘বাংলার সমৃদ্ধি’তে হামলার ঘটনায় আটকে পড়া ২৯ সদস্যের মধ্যে গোলাবারুদের আঘাতে মৃত্যু হয়েছে একজনের। গতকাল বুধবার বাংলাদেশ সময় রাত ৯টার দিকে জাহাজটিতে হামলা হয়। এতে নিহত হন ওই জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান।
ফয়সাল আহমেদ সেতুর সঙ্গে আজ বৃহস্পতিবার দুপুরে ফেসবুক মেসেঞ্জারে কথা বলার সুযোগ হয় এই প্রতিনিধির। তিনি বলেন, ‘এখনো পর্যন্ত বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে তাদের কোনো নির্দেশনা দেওয়া হয়নি। এদিকে জাহাজটিতে যে পরিমাণ খাবার মজুত আছে, তা অল্প কয়েক দিনে শেষ হয়ে যাবে।’
এদিকে সেতুর মা টলি খাতুনের একমাত্র চাওয়া, ‘যত দ্রুত সম্ভব আমার ছেলেসহ সবাইকে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হোক।’
চাঁদপুর শহরের ৫ নম্বর রেলওয়ে ঘাট এলাকায় জায়েদা বেগম (৪৫) নামের এক নারীকে ইট ও দা দিয়ে আঘাত করে হত্যার দায়ে তাঁর ছেলে শরীফ বেপারিকে (৩২) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে চাঁদপুরের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শামছুন্নাহার মামলার এই রায় ঘোষণা করেন।
৫ মিনিট আগেআজ বুধবার বিকেল ৫টা ৫২ মিনিটে সিলেটের প্রথম হজ ফ্লাইট মদিনার উদ্দেশে বিমানবন্দর ত্যাগ করে। এবার সিলেট থেকে মোট পাঁচটি সরাসরি ফ্লাইট পরিচালিত হবে। প্রথম ফ্লাইট ছাড়া বাকি চারটি ফ্লাইট সরাসরি জেদ্দায় যাবে। এসব ফ্লাইটে মোট ২ হাজার ৯০ হজযাত্রী সৌদি আরবে যাবেন। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক...
২৬ মিনিট আগেলালমনিরহাটে স্নাতকোত্তরের ব্যবহারিক পরীক্ষা দিতে এসে সন্তান জন্ম দিয়েছেন হাজেরা খাতুন নামের এক পরীক্ষার্থী। আজ বুধবার দুপুরে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁর ছেলেসন্তান হয়। এর আগে তিনি হাতীবান্ধা সরকারি আলীমুদ্দিন কলেজে পরীক্ষা দিতে এসেছিলেন।
২৯ মিনিট আগেসাবেক মন্ত্রী ও ঢাকা-১৩ আসনের সাবেক সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানক, তাঁর স্ত্রী সৈয়দা আরজুমান বানু ও তাঁদের মেয়ে এস আমরীন রাখির দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বুধবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নিষেধাজ্ঞা জারি করেন।
৩২ মিনিট আগে