Ajker Patrika

সুন্দরবন থেকে অপহরণ হওয়া ১১ জেলে উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি
আপডেট : ২১ ডিসেম্বর ২০২২, ১৫: ২৭
সুন্দরবন থেকে অপহরণ হওয়া ১১ জেলে উদ্ধার

সুন্দরবনে মাছ ধরার সময় অপহরণ হওয়া ১১ জেলেকে উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার ভোরে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা ও চাঁদপাই রেঞ্জ এলাকা থেকে তাঁদের উদ্ধার করা হয়। 

জেলেদের মধ্যে শরণখোলা থানার পুলিশ তিনজনকে এবং মোংলা থানার পুলিশ আটজনকে উদ্ধার করেছে। তাঁরা হলেন হানিফ হাওলাদার (৪৮), সোহেল মল্লিক (২৮), আসাদুল শেখ (৩২), মো. আকরাম হোসেন (৪২), আনিচ শেখ (২২), মো. মিলন শেখ (২৩), মো. রফিকুল ইসলাম খান (৩৫), শুকুর আলী বেপারি (৩০), মো. মনির বেপারী (৩৬), মো. অলি শিকদার (৪৮) ও মো. বকতিয়ার বেপারী (৩৫)। তাঁরা বাগেরহাট সদর, রামপাল, মোংলা, মোরেলগঞ্জ ও খুলনার বটিয়াঘাটা উপজেলার বাসিন্দা। 

বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হক বলেন, জেলেদের অপহরণের খবর পেয়ে পুলিশ সুন্দরবনে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চালিয়ে মোংলা ও শরণখোলা এলাকা থেকে ১১ জেলেকে উদ্ধার করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যাওয়ার কারণে কাউকে আটক করা সম্ভব হয়নি। তাদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। 

জানা গেছে, গত ১৫ ডিসেম্বর বিকেলে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের বেড়ির ও হরমল খালে মাছ ধরতে যাওয়া জেলেবহর থেকে ১১ জনকে অপহরণ করে দস্যুরা। পরে জনপ্রতি ১০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

মানবিক করিডর না ভূ-রাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত