Ajker Patrika

আচরণবিধি ভঙ্গ: নড়াইল-১ আসনের নৌকা ও লাঙ্গলের প্রতিনিধিকে জরিমানা

নড়াইল প্রতিনিধি
আচরণবিধি ভঙ্গ: নড়াইল-১ আসনের নৌকা ও লাঙ্গলের প্রতিনিধিকে জরিমানা

নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে নড়াইল-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বি এম কবিরুল হক মুক্তি (নৌকা) ও জাতীয় পার্টির মিল্টন মোল্লাকে (লাঙ্গল) ১০ হাজার টাকা করে জরিমানা করেছে। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন। 

কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাচনী আচরণবিধি প্রতিপালনের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ্ত রায় দীপন এ জরিমানা আদায় করেন। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণ বিধিমালা অনুযায়ী কোনো প্রার্থীর এক ইউনিয়নে একটার বেশি নির্বাচনী ক্যাম্প থাকতে পারবে না। কিন্তু কালিয়া উপজেলার খাশিয়াল ইউনিয়নে নৌকা ও লাঙ্গল প্রতীকের প্রার্থীদের একাধিক নির্বাচনী ক্যাম্প (অফিস) থাকায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তাঁদের প্রত্যেককে ১০ হাজার করে জরিমানা করা হয়। 

জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি প্রার্থীদের আচরণবিধি পর্যবেক্ষণে নিয়মিত কাজ করছে রিটার্নিং অফিস। নিয়মিত পর্যবেক্ষণে আচরণবিধি লঙ্ঘন ধরা পড়ায় নড়াইল-১ আসনের দুই প্রার্থীর পক্ষে তাঁদের প্রতিনিধিকে জরিমানা করা হয়েছে। এ ধরনের পর্যবেক্ষণ নির্বাচনের আগ পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত