Ajker Patrika

ইবিতে ‘সায়েন্স অলিম্পিয়াড’ ১২ মার্চ

ইবি প্রতিনিধি
আপডেট : ০৬ মার্চ ২০২৩, ১১: ৩৫
ইবিতে ‘সায়েন্স অলিম্পিয়াড’ ১২ মার্চ

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিজ্ঞান চর্চা ও গবেষণাভিত্তিক সংগঠন ইবি সায়েন্স ক্লাবের উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সায়েন্স অলিম্পিয়াড ও ট্রেজার হান্ট’। আগামী ১২ মার্চ বিশ্ববিদ্যালয়ের ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ ভবনের সেমিনার রুমে অলিম্পিয়াডটি হবে। সকাল নয়টায় শুরু হবে এটি। 

অলিম্পিয়াডে অংশ নেওয়ার জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করা যাবে ১১ মার্চ পর্যন্ত। অলিম্পিয়াডে মিডিয়া পার্টনার দৈনিক আজকের পত্রিকা। 

সায়েন্স ক্লাব সূত্রে জানা যায়, অলিম্পিয়াডে বিশ্ববিদ্যালয়ের ৩৬টি বিভাগসহ কুষ্টিয়া ও ঝিনাইদহের ২০টিরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেবেন। প্রোগ্রাম দুটি পর্বে ভাগ করা হয়েছে। প্রথম পর্বে ‘সায়েন্স অলিম্পিয়াড’ ও দ্বিতীয় পর্বে ট্রেজার হান্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। 

এ বিষয়ে সায়েন্স ক্লাবের সভাপতি শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘সায়েন্স ক্লাব থেকে প্রথমবারের মতো সায়েন্স অলিম্পিয়াড আয়োজনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করেছি। আশা করি এ আয়োজনে সাড়া পাব। সামনেও আমাদের এ রকম আয়োজন থাকবে।’ 

উল্লেখ্য, বিজ্ঞানমনস্ক জাতি গঠনে ও প্রযুক্তিগত জ্ঞান প্রসার ঘটানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছে ইবি সায়েন্স ক্লাব। বিজ্ঞানভিত্তিক ম্যাগাজিন, সভা, সেমিনার ছাড়াও সামাজিক সমস্যা চিহ্নিত করে বিজ্ঞানভিত্তিক ব্যাখ্যা, বিজ্ঞান চর্চার যথাযথ সুবিধা ও ক্ষেত্র তৈরি এর অন্যতম উদ্দেশ্য। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তামিম কি তাহলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হবেন

রাজনৈতিক দলের কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ, হেফাজতে সেনা কর্মকর্তা

পিআর পদ্ধতিতেই হবে ১০০ আসনের উচ্চকক্ষ, ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত

নারীর ‘বগলের গন্ধ’ পুরুষের মানসিক চাপ কমায়, তবে কি মানুষেরও আছে ফেরোমোন!

বাংলাদেশি পণ্যে ভারতের চেয়ে কম শুল্কের ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত