Ajker Patrika

বেনাপোলে আগুনে পুড়ল ব্লিচিং পাউডারভর্তি ভারতীয় ৫ ট্রাক

বেনাপোল প্রতিনিধি
আপডেট : ১৫ এপ্রিল ২০২২, ১২: ৩০
বেনাপোলে আগুনে পুড়ল ব্লিচিং পাউডারভর্তি ভারতীয় ৫ ট্রাক

বেনাপোল স্থলবন্দরে ব্লিচিং পাউডারভর্তি পাঁচটি ভারতীয় ট্রাক আগুনে পুড়ে গেছে। আজ শুক্রবার ভোর পৌনে ৫টার দিকে বেনাপোল বন্দরের টিটি আই টার্মিনালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ও গ্রামবাসীর দীর্ঘ তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনে ট্রাকের পণ্যের পাশাপাশি আশপাশের অন্যান্য আমদানি পণ্যও কিছুটা পুড়ে গেছে।

বন্দর কর্মকর্তা ও ফায়ার সার্ভিস কর্মকর্তারা বলেছেন, তদন্ত শেষে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে তাঁরা বন্দরের মধ্যে একটি ট্রাকে আগুন জ্বলতে দেখে ছুটে আসেন। মুহূর্তেই আশপাশে থাকা আরও চারটি ট্রাকে আগুন ছড়িয়ে পড়ে। বিভিন্ন মেশিনারিজ পণ্য পুড়ে যায়। 

এদিকে বন্দরের অব্যবস্থাপনায় বারবার অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতির শিকার হয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা।

আগুনে পুড়ল ব্লিচিং পাউডার ভর্তি ৫ ভারতীয় ট্রাকসিঅ্যান্ডএফ ব্যবসায়ী মোস্তাফিজ্জোহা সেলিম জানান, ব্লিচিং পাউডার তেজস্ক্রিয় হয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। বন্দরের অব্যবস্থাপনায় বারবার এভাবে অগ্নিকাণ্ডে ব্যবসায়ীরা ক্ষতির শিকার হলেও বন্দরের কোনো দায়ভার নেই। এ নিয়ে গত ১০ বছরে বেনাপোল বন্দরে পাঁচ-ছয়বার বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে শত শত কোটি টাকার পণ্য পুড়ে অনেক আমদানিকারক পুঁজি হারিয়ে পথে বসেছেন। 

বেনাপোল আমদানি-রপ্তানি সমিতির সহসভাপতি আমিনুল হক জানান, প্রতিবছর এই বন্দর থেকে সরকারকে ৬ হাজার কোটি টাকার রাজস্ব দেওয়া হয়। কিন্তু অগ্নিকাণ্ড প্রতিরোধে বেনাপোল বন্দরের পর্যাপ্ত সক্ষমতা নেই। আগুন লাগলে যশোর থেকে জনবল নিয়ে আগুন নেভাতে হয়। ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই পণ্য পুড়ে শেষ হয়ে যায়।

বেনাপোল বন্দর পরিচালক মো. মনিরুজ্জামান বলেন, এর আগেও কয়েকবার ব্লিচিং পাউডার থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এবার অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ে তদন্ত কমিটি করা হবে। আগুন এখন নিয়ন্ত্রণে এসেছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত