Ajker Patrika

মোরেলগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
মোরেলগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাগেরহাটের মোরেলগঞ্জে গলায় ফাঁস দেওয়া অবস্থায় লিলি বেগম (২৩) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত লিলি বেগম হাশেমখারহাট এলাকার শাহজাহান তালুকদারের মেয়ে। বছরখানেক আগে একই এলাকার নাছির শেখের ছেলে ফায়ার সার্ভিস সদস্য মারুফ শেখের সঙ্গে তাঁর বিয়ে হয়।

পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় লিলি বেগমের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। তবে এখন পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, এ ঘটনায় মোরেলগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত