Ajker Patrika

আড়তে হাজার হাজার মণ আম পচে যাচ্ছে

খুলনা প্রতিনিধি
আপডেট : ২৪ জুলাই ২০২৪, ১৬: ২৮
আড়তে হাজার হাজার মণ আম পচে যাচ্ছে

কারফিউর কারণে যোগাযোগব্যবস্থা বন্ধ থাকায় খুলনার আড়তগুলোতে হাজার হাজার মণ আম পচে যাচ্ছে। কেনা দামে বিক্রির উদ্যোগ নিলেও ক্রেতা পাচ্ছেন না আড়তদারেরা। ফলে ব্যাপক আর্থিক সংকটে পড়তে যাচ্ছেন বলে তাঁরা জানিয়েছেন।

ব্যবসায়ীরা জানান, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় ফলের মোকাম খুলনার বড় বাজার। এই বাজারের কদমতলা মোড় থেকে কালীবাড়ি মন্দির মোড় পর্যন্ত নদীর পারে রয়েছে অনেক আড়ত। সাতক্ষীরা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, ঠাকুরগাঁওসহ দেশের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন প্রজাতির আম আসে। খুলনার আশপাশের জেলা-উপজেলার অঞ্চলের ব্যবসায়ীরা এ মোকামের প্রধান ক্রেতা।

খোঁজ নিয়ে জানা গেছে, বড় বাজারে ১৭০টি ফলের আড়ত রয়েছে। এর মধ্যে ৪০টি আড়ত এখন আমের ব্যবসা করছে। এ ছাড়া অন্যান্য আড়ত পচনশীল মৌসুমি ফলের ব্যবসাসহ পেঁয়াজ, রসুন, আলুর ব্যবসা করছে।

আড়তদারেরা জানান, খুলনার বড় বাজারে স্বাভাবিক সময়ে প্রতিদিন ৯-১০ হাজার মণ আম বিক্রি হতো। পাঁচ দিন ধরে বিক্রি কম। তা ছাড়া, চার দিন ধরে কারফিউর কারণে বিক্রি শূন্যের কোঠায় নেমে গেছে। ফলে মজুত প্রায় ২০ হাজার মণ আমে পচন ধরেছে। পচন ধরা আম ফেলে দিতে হচ্ছে।

খুলনা কাঁচা ও পাকা মাল আড়তদার সমিতির সাধারণ সম্পাদক ও মোহাম্মদের বাণিজ্য ভান্ডারের স্বত্বাধিকারী রেজাউল ইসলাম পাটোয়ারী মানিক বলেন, আড়তে দেড় হাজার মণ অবিক্রীত অবস্থায় পড়ে পচন ধরেছে। এ ক্ষতি পুষিয়ে ওঠা কঠিন হয়ে পড়বে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত