Ajker Patrika

কুষ্টিয়ায় মানতের মাংস ভাগ করা নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত ১

প্রতিনিধি, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া 
কুষ্টিয়ায় মানতের মাংস ভাগ করা নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত ১

কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া শাহী মসজিদের মানতের মাংস ভাগাভাগি নিয়ে স্থানীয় মুরাদ চৌধুরী এবং আসাদ খান গ্রুপের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় মাথায় লাঠির আঘাতে কবির (৪০) নামের একজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার বেলা ৩টার দিকে কুষ্টিয়ার ঝাউদিয়া মসজিদ পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালীন আরও দুজন আহত হয়। 

নিহত কবির একই এলাকার মৃত মান্নান খানের পুত্র এবং খান গ্রুপের সমর্থক। এই ঘটনায় পুলিশ মিঠু চৌধুরী, মুরাদ চৌধুরী এবং আসাদ খান নামের তিনজনকে আটক করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুষ্টিয়ার সদর উপজেলার ঐতিহাসিক ঝাউদিয়া শাহী মসজিদে প্রতি শুক্রবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ জুম্মার নামাজ পরতে এখানে ভিড় জমায়। সেই সঙ্গে তারা মন বাসনা পূরণের জন্য নগদ টাকা এবং গরু, ছাগল, হাঁস মুরগির সঙ্গে রান্না করা মাংস দিয়ে মানত করে থাকে। যেগুলো বিক্রি করে সেই টাকা মসজিদ কমিটির তহবিলে রাখা হয়। এ ছাড়া এখানকার গাড়ি এবং সাইকেল গ্যারেজসহ আরও কিছু মাধ্যমে টাকা উপার্জিত হয়। বর্তমানে মুরাদ চৌধুরী এবং তাঁর লোকজন এসব বিষয় দেখাশোনা করে।

কিন্তু মসজিদের এসব টাকা পয়সার হিসেব, ভাগ-বাঁটোয়ারা এবং আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় মুরাদ চৌধুরীর সমর্থকদের সঙ্গে আসাদ খান এর সমর্থকদের মধ্যে বেশ কিছুদিন ধরেই বিরোধ চলে আসছিল। শনিবার ঝাউদিয়া শাহী মসজিদে চুয়াডাঙ্গার দর্শন এলাকা থেকে কয়েকজন আসেন। তারা মানত হিসেবে মসজিদে একটি খাসি প্রদান করেন। সেই খাসির মাংস ভাগাভাগিকে কেন্দ্র করে বেলা ৩টার দিকে দুগ্রুপের মধ্যে প্রথমে কথাকাটাকাটি এবং পরে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় প্রতিপক্ষের লাঠির আঘাতে আসাদ খানের সমর্থক কবির খান ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় আরও দুজন আহত হয়। তাঁদেরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। 

এ বিষয়ে ঝাউদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কেরামত আলী বিশ্বাস বলেন, মানতের মাংস ভাগাভাগিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়। লাঠির আঘাতে কবির খানের মৃত্যু হয়েছে।

এ বিষয়ে ইসলামি বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান রতন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ৩ জনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত