অভয়নগর (যশোর), প্রতিনিধি
খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে পরিবারের সবাইকে অচেতন করে সর্বস্ব লুট করে নিয়ে গেছে অজ্ঞান পাটির সদস্যরা। যশোরের অভয়নগরে এ ঘটনায় একই পরিবারের ৪ সদস্য অচেতন হয়ে পড়লে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গতকাল রাতে দিয়াপাড়া গ্রামের মো. আরিফ মোল্যার বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের সূত্রে জানা যায়, ধারণা করা হচ্ছে বুধবার রাতে অজ্ঞাতপরিচয়ে কেউ রান্নাঘরে ঢুকে কৌশলে তরকারির সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে রাখে। ফলে রাতের আহারের পর পরিবারের সবাই অচেতন হয়ে পড়েন। সে সুযোগে সংঘবদ্ধ অজ্ঞান পার্টির সদস্যরা ঘরে ঢুকে আলমারি ভেঙে নগদ ২ লাখ ৫০ হাজার টাকা, ১ ভরি সোনার অলংকার,২টি মোবাইল ফোনসেট, অনার্স পরীক্ষার প্রবেশপত্রসহ মোট ৪ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
আজ বৃহস্পতিবার সকালে স্থানীয়রা বাড়ির কারও সাড়া-শব্দ না পেয়ে ঘরে ঢুকে সবাইকে অচেতন অবস্থায় দেখতে পান। স্থানীয়রা পরিবারের সদস্য মো. আরিফ মোল্যা (৫২), জুলেকা বেগম বেগম (৪০), আমেনা খাতুন (২০) ও জাকারিয়া হাসানকে (১৮) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেন।
এ বিষয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডা. আলীমুর রাজীব আজকের পত্রিকাকে বলেন, 'বৃহস্পতিবার সকালে অচেতন অবস্থায় একই পরিবারের ৪ সদস্যকে ভর্তি করা হয়েছে। একজনকে চিকিৎসা শেষে ছাড়পত্র দেওয়া হয়েছে। বাকি তিনজনকে হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।'
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা সেলিম মোল্যা বলেন, 'এই অঞ্চলে এ ধরনের ঘটনা প্রায়ই ঘটে। রাতের বেলায় প্রশাসনের টহল বাড়ানোর জন্য জোর দাবি জানান তিনি।'
উপজেলার পাথালিয়া ক্যাম্পের আইসি উপপরিদর্শক মো. শামসুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, 'দিয়াপাড়া গ্রামটি অভয়নগর ও নড়াইল এর সীমান্তবর্তী এলাকা হওয়ায় কিছু দূষ্কৃতি এ ধরনের ঘটনা ঘটিয়ে চলে যায়। এই বিষয়ে ওসি মহোদয়ের সঙ্গে কথা বলে ব্যবস্থা গ্রহণ করা হবে।'
এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শামীম হাসান বলেন, 'এখনো কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।'
খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে পরিবারের সবাইকে অচেতন করে সর্বস্ব লুট করে নিয়ে গেছে অজ্ঞান পাটির সদস্যরা। যশোরের অভয়নগরে এ ঘটনায় একই পরিবারের ৪ সদস্য অচেতন হয়ে পড়লে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গতকাল রাতে দিয়াপাড়া গ্রামের মো. আরিফ মোল্যার বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের সূত্রে জানা যায়, ধারণা করা হচ্ছে বুধবার রাতে অজ্ঞাতপরিচয়ে কেউ রান্নাঘরে ঢুকে কৌশলে তরকারির সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে রাখে। ফলে রাতের আহারের পর পরিবারের সবাই অচেতন হয়ে পড়েন। সে সুযোগে সংঘবদ্ধ অজ্ঞান পার্টির সদস্যরা ঘরে ঢুকে আলমারি ভেঙে নগদ ২ লাখ ৫০ হাজার টাকা, ১ ভরি সোনার অলংকার,২টি মোবাইল ফোনসেট, অনার্স পরীক্ষার প্রবেশপত্রসহ মোট ৪ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
আজ বৃহস্পতিবার সকালে স্থানীয়রা বাড়ির কারও সাড়া-শব্দ না পেয়ে ঘরে ঢুকে সবাইকে অচেতন অবস্থায় দেখতে পান। স্থানীয়রা পরিবারের সদস্য মো. আরিফ মোল্যা (৫২), জুলেকা বেগম বেগম (৪০), আমেনা খাতুন (২০) ও জাকারিয়া হাসানকে (১৮) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেন।
এ বিষয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডা. আলীমুর রাজীব আজকের পত্রিকাকে বলেন, 'বৃহস্পতিবার সকালে অচেতন অবস্থায় একই পরিবারের ৪ সদস্যকে ভর্তি করা হয়েছে। একজনকে চিকিৎসা শেষে ছাড়পত্র দেওয়া হয়েছে। বাকি তিনজনকে হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।'
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা সেলিম মোল্যা বলেন, 'এই অঞ্চলে এ ধরনের ঘটনা প্রায়ই ঘটে। রাতের বেলায় প্রশাসনের টহল বাড়ানোর জন্য জোর দাবি জানান তিনি।'
উপজেলার পাথালিয়া ক্যাম্পের আইসি উপপরিদর্শক মো. শামসুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, 'দিয়াপাড়া গ্রামটি অভয়নগর ও নড়াইল এর সীমান্তবর্তী এলাকা হওয়ায় কিছু দূষ্কৃতি এ ধরনের ঘটনা ঘটিয়ে চলে যায়। এই বিষয়ে ওসি মহোদয়ের সঙ্গে কথা বলে ব্যবস্থা গ্রহণ করা হবে।'
এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শামীম হাসান বলেন, 'এখনো কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।'
জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও অর্থনীতিবিদ অধ্যাপক আবুল বারকাতকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার দুপুর ১টা ৪৫ মিনিটে দুদকের সহকারী পরিচালক শাহজাহান মিরাজের নেতৃত্বে একটি দল তাঁকে কেন্দ্রীয় কারাগার থেকে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে নিয়ে আসে।
৮ মিনিট আগে‘জীবনে কখনো এমন বিকট শব্দ শুনিনি আমি। মনে হলো একসঙ্গে ৩০-৪০টি বজ্রপাত হলো।’ এভাবেই স্কুলভবনের ওপর বিমান বিধ্বস্ত হওয়ার বিভীষিকাময় অভিজ্ঞতার কথা বর্ণনা করেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ১৮ বছর বয়সী শিক্ষার্থী আহনাফ বিন হাসান।
১৬ মিনিট আগেআবাসন সংকট, অবৈধ অস্থায়ী আদালত অপসারণ ও মাঠ দখল থেকে মুক্ত করাসহ সাত দফা দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার শিক্ষার্থীরা। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে মাদ্রাসা-ই-আলিয়ার সাধারণ শিক্ষার্থীর ব্যানারে জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়।
৪২ মিনিট আগেবঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও অমাবস্যার প্রভাবে বাতাসের তীব্রতায় জোয়ারের পানি বৃদ্ধি পেয়েছে। এতে কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে।
১ ঘণ্টা আগে