Ajker Patrika

নড়াইলে বজ্রপাত নিরোধে ৪ হাজার তালগাছ রোপণের উদ্যোগ

নড়াইল প্রতিনিধি
আপডেট : ২০ জুন ২০২৩, ১৪: ১৪
নড়াইলে বজ্রপাত নিরোধে ৪ হাজার তালগাছ রোপণের উদ্যোগ

নড়াইলে বজ্রপাত নিরোধে ৪ হাজার তালগাছসহ বিভিন্ন প্রজাতির আরও কিছু গাছ রোপণের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে জেলা প্রশাসন তাল ও কৃষ্ণচূড়ার চারা রোপণের এই উদ্যোগ নিয়েছে।

গতকাল সোমবার বিকেলে জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী গাছ লাগানোর এই কর্মসূচি উদ্বোধন করেন। জেলা সার্কিট হাউস চত্বরে দুটি তালের চারা ও সার্কিট হাউসের সামনে নড়াইল-মাগুরা আঞ্চলিক মহাসড়কের পাশে শোভাবর্ধনকারী কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করা হয়।

এ সময় সড়ক বিভাগে নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুজ্জমান, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনমুল কবির টুকু, ইডেন এন্টারপ্রাইজের মালিক মো. রেজাউল আলম, ঠিকাদার মুহিবুল্লাহ দুলুসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কর্মসূচির উদ্বোধন করে জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় ও সামাজিক বনায়নের লক্ষ্যে বিভিন্ন ধরনের বনজ বৃক্ষ রোপণের কর্মসূচি নেওয়া হয়েছে। এ ছাড়া বজ্রপাত থেকে রক্ষা পেতে তালের চারা লাগাতে প্রধানমন্ত্রীর নির্দেশ রয়েছে। সে জন্য বিভিন্ন সড়কের পাশে বনজ ও শোভাবর্ধনকারী গাছ লাগানোর এই উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচির আওতায় চলতি বর্ষা মৌসুমে বিভিন্ন সড়কের পাশে তালগাছসহ বিভিন্ন ধরনের বনজ ও শোভাবর্ধনকারী গাছের সাড়ে ৪ হাজার চারা রোপণের পরিকল্পনা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত