Ajker Patrika

চুয়াডাঙ্গায় শনাক্তের হার শতভাগ 

প্রতিনিধি
আপডেট : ২৪ জুন ২০২১, ১৫: ৩২
চুয়াডাঙ্গায় শনাক্তের হার শতভাগ 

চুয়াডাঙ্গা: গত ২৪ ঘণ্টায় চুয়াডাঙ্গা জেলায় ৪১টি নমুনায় সবগুলোতে করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১০০ শতাংশ, যা এযাবৎকালের সর্বোচ্চ শনাক্তের হারকেও হার মানিয়েছে। একই সঙ্গে দুজনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত করেছে চুয়াডাঙ্গার সিভিল সার্জন অফিস। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯১ জনে। 

জানা গেছে, গতকাল বুধবার চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ইয়েলো জোনে চিকিৎসাধীন অবস্থায় চারজনের মৃত্যু হয়েছে। তারা হলেন-চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার লোকনাথপুর গ্রামের আরচুল ওয়াবের ছেলে রুহুল আমিন (৭৯), জীবননগর উপজেলার বাঁকা গ্রামের হাউস আলীর ছেলে আব্দুস সোবহান (৬০), দামুড়হুদা উপজেলার নতুন বাস্তুপুর গ্রামের মৃত তোয়াজ আলীর ছেলে আবু বক্কর (৭৫) ও দামুড়হুদা উপজেলার জগন্নাথপুর গ্রামের আব্দুর রহমানের স্ত্রী শাহিদা বেগম (৭০)। 

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. এ এস এম ফাতেহ আকরাম জানান, গতকাল বেলা সাড়ে ১১টায় রুহুল আমিনকে করোনা উপসর্গ নিয়ে হাসপাতালের ইয়েলো জোনে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টা ৪০ মিনিটের সময় তাঁর মৃত্যু হয় এবং গত ১৯ জুন আব্দুস সোবহানকে করোনা উপসর্গ নিয়ে সদর হাসপাতালের ইয়েলো জোনে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে তাঁর মৃত্যু হয়। এ ছাড়া রাত সাড়ে ৯টায় ইয়েলো জোনে দামুড়হুদার বাস্তুপুর গ্রামের মৃত তোয়াজ আলীর ছেলে আবু বক্কর (৭৫) ও রাত সোয়া ১০টায় দামুড়হুদার জগন্নাথপুর গ্রামের আব্দুর রহমানের স্ত্রী শাহিদা বেগমের (৭০) মৃত্যু হয়েছে। মৃত্যুর আগেই করোনা পরীক্ষার জন্য তাঁদের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে বলেও জানান তিনি। 

পরে গতকাল রাতে চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ ৪১টি নমুনা পরীক্ষার ফলাফল প্রকাশ করে। এর মধ্যে ৪১টি নমুনার ফলাফলই পজিটিভ এসেছে। নতুন আক্রান্ত ৪১ জনের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলার ১৯ জন, আলমডাঙ্গা উপজেলায় ৭ জন, দামুড়হুদা উপজেলার ১ জন ও জীবননগর উপজেলার ১৪ জন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত হয়েছে ২ হাজার ৮৩৭ জন। 

আক্রান্তদের মধ্যে সদর উপজেলার ১ হাজার ৩১৭ জন, আলমডাঙ্গার ৪৬৩ জন, দামুড়হুদায় ৬৮৬ জন ও জীবননগরে ৩৭১ জন। 

চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্যানুযায়ী, জেলা থেকে এ পর্যন্ত মোট ১২ হাজার ৫১২টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ১১ হাজার ৬৬৮ টির ফলাফল পাওয়া গেছে। পজিটিভ ২ হাজার ৮৩৭ জন। এখন পর্যন্ত চুয়াডাঙ্গায় ৬৯৭ জন করোনা রোগী চিকিৎসাধীন অবস্থায় আছেন। তাঁদের মধ্যে সদর উপজেলায় অবস্থানকালে আক্রান্ত হয়েছেন ২৭২ জন, আলমডাঙ্গায় ৯৪ জন, দামুড়হুদায় ২০৫ জন ও জীবননগরে ১২৬ জন। 

আক্রান্তদের মধ্যে বর্তমানে ৬৩৩ জন হোম আইসোলেশনে আছেন। এর মধ্যে সদর উপজেলায় ২৪৯ জন, আলমডাঙ্গায় ৮৩ জন, দামুড়হুদায় ১৮৪ জন ও জীবননগরে ১১৭ জন। প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছেন সদর উপজেলার ২৩ জন, আলমডাঙ্গার ১০ জন, দামুড়হুদার ১৯ জন ও জীবননগরের ৯ জন জনসহ মোট ৬১ জন। 

চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৯১ জনের। এর মধ্যে সদর উপজেলার ২৯ জন, আলমডাঙ্গায় ১৮ জন, দামুড়হুদায় ২৫ জন ও জীবননগরে ৯ জনসহ ৮১ জন। চুয়াডাঙ্গায় আক্রান্ত অন্য ১০ জনের মৃত্যু হয়েছে জেলার বাইরে। উন্নত চিকিৎসার জন্য জেলার বাইরে চিকিৎসাধীন রয়েছেন আরও ৩ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে এনসিপির শীর্ষ ৫ নেতা হঠাৎ কক্সবাজারে কেন

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন চাননি সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদ

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে চূড়ান্ত বৈঠক করল শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি

ছাত্র-জনতার মিছিলের মুখে পড়েন এক মন্ত্রী

কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের খবর, ‘গুজব’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত