Ajker Patrika

কুমারখালীতে রেল সেতু থেকে অজ্ঞাত যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১৬: ০০
Thumbnail image

কুষ্টিয়ার কুমারখালীতে গড়াই নদের রেল সেতু থেকে অজ্ঞাত এক যুবকের (৩৫) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে রেল সেতুর জয়নাবাদ অংশে লাশ উদ্ধারের ঘটনা ঘটে। 

লাশ উদ্ধারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন কুষ্টিয়া বড় স্টেশন ফাঁড়ির ইনচার্জ মুরাদ হোসেন। তিনি বলেন, নিহত ব্যক্তির তাৎক্ষণিক নাম-পরিচয় জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যু সঠিক তথ্য জানা যাবে। 

স্থানীয়দের বরাত দিয়ে মুরাদ হোসেন জানান, আজ সকালে রেল সেতুর ওপর লাশ ঝুলতে দেখে স্থানীয়রা রেলওয়ে পুলিশকে খবর দেয়। বৈরী আবহাওয়া হওয়ায় ফায়ার সার্ভিসের সহযোগিতায় ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত