বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের কচুয়া উপজেলার গজালিয়া ইউনিয়ন পরিষদের এক ইউপি সদস্যের রাইস মিল থেকে পাঁচ বস্তা সরকারি সার উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সারগুলো উদ্ধার করে ইউনিয়ন পরিষদে নিয়ে যাওয়া হয়।
পরে যে কৃষকদের নামে তা বরাদ্দ ছিল, তাঁদের ডেকে সার বুঝিয়ে দেওয়া হয়। তবে স্থানীয়দের দাবি, ওই নারী ইউপি সদস্যের স্বামী এই সার বিক্রি করে দিতে চেয়েছিলেন।
নারী ইউপি সদস্যের নাম রিনা বেগম। তিনি গজালিয়া ইউনিয়ন পরিষদের ৩ (৭, ৮ ও ৯) নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের সদস্য।
লড়ারহাট বাজারের সার বিক্রেতা মাসুদুল আলম বলেন, ‘সকালে এসে দোকানের সামনে পাঁচ বস্তা সরকারি সার দেখতে পাই। পরে জানতে পারি নারী ইউপি সদস্য রিনা বেগমের স্বামী হায়বাত শেখ বিক্রি করার জন্য এই সার আমার দোকানের সামনে এনে রেখেছেন। সরকারি, কিনব না বলে আমি হায়বাতের রাইস মিলে পাঠিয়ে দিয়েছি।’
মো. হাসান নামের এক ব্যক্তি বলেন, ‘হায়বাতের রাইস মিলে সার দেখে স্থানীয় লোকজন নিয়ে আমরা সবাইকে খবর দিই। পরে উপসহকারী কৃষি কর্মকর্তা তুষার কান্তি সাহা এসে সারগুলো নিয়ে ইউনিয়ন পরিষদে চলে যান। মূলত এই সার স্থানীয়ভাবে বিক্রি করে দিতে চেয়েছিলেন মেম্বার। কিন্তু লোকজনে জানাজানি হওয়ায় এখন যাদের সার তাদের দিয়ে দেওয়া হচ্ছে।’
নারী ইউপি সদস্য রিনা বেগম বলেন, ‘কৃষকদের দেওয়ার জন্য কয়েক দিন আগে কৃষি অফিস থেকে সারগুলো আনা হয়েছিল, কিছু কৃষককে দেওয়া হয়েছে। হঠাৎ করে অসুস্থ হয়ে হাসপাতালে থাকার কারণে সাতজন কৃষকের দিতে পারিনি। ভেবেছি পরে দিয়ে দিব। কৃষি কর্মকর্তা ও চেয়ারম্যান সাহেব বিষয়টি জানেন। তাঁরাই আজকে সারগুলো কৃষকদের মাঝে বিতরণ করেছেন। কিন্তু কিছু লোক মিথ্যা অভিযোগ তুলেছে।’
গজালিয়া ইউনিয়ন পরিষদের উপসহকারী কৃষি কর্মকর্তা তুষার কান্তি সাহা বলেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সামনে সারগুলো কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে।
কৃষকদের সার কেন নারী ইউপি সদস্যের বাড়িতে, এমন প্রশ্ন করলে কোনো সদুত্তর দিতে পারেননি এই কৃষি কর্মকর্তা। একটা ভুল–বোঝাবুঝি হয়েছে বলে এড়িয়ে যান তিনি।
বাগেরহাটের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ডা. মো. ফখরুল আহসান বলেন, সার জব্দের বিষয়টি জানা নেই। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।
বাগেরহাটের কচুয়া উপজেলার গজালিয়া ইউনিয়ন পরিষদের এক ইউপি সদস্যের রাইস মিল থেকে পাঁচ বস্তা সরকারি সার উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সারগুলো উদ্ধার করে ইউনিয়ন পরিষদে নিয়ে যাওয়া হয়।
পরে যে কৃষকদের নামে তা বরাদ্দ ছিল, তাঁদের ডেকে সার বুঝিয়ে দেওয়া হয়। তবে স্থানীয়দের দাবি, ওই নারী ইউপি সদস্যের স্বামী এই সার বিক্রি করে দিতে চেয়েছিলেন।
নারী ইউপি সদস্যের নাম রিনা বেগম। তিনি গজালিয়া ইউনিয়ন পরিষদের ৩ (৭, ৮ ও ৯) নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের সদস্য।
লড়ারহাট বাজারের সার বিক্রেতা মাসুদুল আলম বলেন, ‘সকালে এসে দোকানের সামনে পাঁচ বস্তা সরকারি সার দেখতে পাই। পরে জানতে পারি নারী ইউপি সদস্য রিনা বেগমের স্বামী হায়বাত শেখ বিক্রি করার জন্য এই সার আমার দোকানের সামনে এনে রেখেছেন। সরকারি, কিনব না বলে আমি হায়বাতের রাইস মিলে পাঠিয়ে দিয়েছি।’
মো. হাসান নামের এক ব্যক্তি বলেন, ‘হায়বাতের রাইস মিলে সার দেখে স্থানীয় লোকজন নিয়ে আমরা সবাইকে খবর দিই। পরে উপসহকারী কৃষি কর্মকর্তা তুষার কান্তি সাহা এসে সারগুলো নিয়ে ইউনিয়ন পরিষদে চলে যান। মূলত এই সার স্থানীয়ভাবে বিক্রি করে দিতে চেয়েছিলেন মেম্বার। কিন্তু লোকজনে জানাজানি হওয়ায় এখন যাদের সার তাদের দিয়ে দেওয়া হচ্ছে।’
নারী ইউপি সদস্য রিনা বেগম বলেন, ‘কৃষকদের দেওয়ার জন্য কয়েক দিন আগে কৃষি অফিস থেকে সারগুলো আনা হয়েছিল, কিছু কৃষককে দেওয়া হয়েছে। হঠাৎ করে অসুস্থ হয়ে হাসপাতালে থাকার কারণে সাতজন কৃষকের দিতে পারিনি। ভেবেছি পরে দিয়ে দিব। কৃষি কর্মকর্তা ও চেয়ারম্যান সাহেব বিষয়টি জানেন। তাঁরাই আজকে সারগুলো কৃষকদের মাঝে বিতরণ করেছেন। কিন্তু কিছু লোক মিথ্যা অভিযোগ তুলেছে।’
গজালিয়া ইউনিয়ন পরিষদের উপসহকারী কৃষি কর্মকর্তা তুষার কান্তি সাহা বলেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সামনে সারগুলো কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে।
কৃষকদের সার কেন নারী ইউপি সদস্যের বাড়িতে, এমন প্রশ্ন করলে কোনো সদুত্তর দিতে পারেননি এই কৃষি কর্মকর্তা। একটা ভুল–বোঝাবুঝি হয়েছে বলে এড়িয়ে যান তিনি।
বাগেরহাটের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ডা. মো. ফখরুল আহসান বলেন, সার জব্দের বিষয়টি জানা নেই। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।
পাওনাদারদের ভয়ে আত্মগোপনে ছিলেন আবদুর রহিম। এর মধ্যে চট্টগ্রামের চাক্তাই খালে এক ব্যক্তির লাশ মিললে সেটি তাঁর বলে শনাক্ত করে দাফন করেন পরিবারের সদস্যরা। এবার সেই রহিমকে জীবিত খুঁজে পেয়েছে পুলিশ।
৪ মিনিট আগেখাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি চট্টগ্রামের সীমান্তবর্তী হওয়ায় আশপাশের আরও তিন উপজেলার রোগীরা এখানে ভিড় করেন। ৩১ শয্যার এই হাসপাতাল ২০২১ সালে ৫০ শয্যায় উত্তীর্ণ হলেও এখনো জনবল রয়ে গেছে আগের হিসাবেই। কিন্তু সেই অনুযায়ী ১০১ জন থাকার কথা থাকলেও কর্মরত আছেন ৫০ জন। ফলে জনবলসংকটে
৬ মিনিট আগেচাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলস্টেশনে পার্কিং নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল ৮ মাস আগে। সে লক্ষ্যে অবৈধ দখলদারদের উচ্ছেদ করেছিল রেল কর্তৃপক্ষ। কিন্তু ৮ মাস যেতে না যেতেই অবৈধ দখলদারেরা আবার সক্রিয় হয়ে উঠেছেন। ইতিমধ্যে জমিতে ফের স্থাপনা নির্মাণ করছেন দখলদারেরা। ফলে পার্কিং নির্মাণের উদ্যোগ ভেস্তে যেতে
১২ মিনিট আগেআকারে খুবই ছোট, নরম দেহ। গায়ে সাদা মোমের মতো স্তর। দেখতে চিনির দানার মতো। তাই কৃষকেরা এই পোকার নাম দিয়েছেন ‘চিনিপোকা’। এরা পানগাছের পাতা, কাণ্ড ও ডগায় দলবেঁধে থাকে। রস চুষে খায়। ফলে পাতায় অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র তামাটে দাগ দেখা দেয়। কোনোভাবেই পানবরজের এ রোগ দমন করতে পারছেন না রাজশাহীর চাষিরা।
১৫ মিনিট আগে