বেনাপোল প্রতিনিধি
ভালো কাজের প্রলোভনে বিভিন্ন সময়ে ভারতে পাচারের শিকার ৪২ জন বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ভারতের কলকাতায় নিযুক্ত বাংলাদেশ উপ–হাইকমিশন। আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে ট্রাভেল পারমিট আইনে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেয়।
ফেরত আসা ৪২ বাংলাদেশিদের মধ্যে নারী, কিশোর–কিশোরী রয়েছে। তাদের বাড়ি যশোর, সাতক্ষীরা, কক্সবাজার, নওগাঁ, চট্টগ্রাম, যশোর, ঢাকা, বাগেরহাট, খুলনা ও পটুয়াখালী জেলার বিভিন্ন অঞ্চলে।
মানবাধিকার সংস্থা রাইটস যশোরের তথ্য ও অনুসন্ধান কর্মকর্তা তৌফিক হোসেন জানান, ভালো কাজের প্রলোভনে দেশের বিভিন্ন সীমান্ত পথে দালালের মাধ্যমে তারা ভারতে যায়। এ সময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে জেলে পাঠায়।
পরে আইনি সহায়তা দিতে ভারতীয় একটি মানবাধিকার সংস্থা তাদের আদালত থেকে ছাড়িয়ে হেফাজতে নেয়। এরপর থেকে তারা ভারতের ২৪ পরগনার ধ্রূব আশ্রম, কিশোলয়া হোম ও শুকণ্যা হোম নামের তিনটি মানবাধিকার সংস্থার আশ্রয়ে ছিল।
দুই দেশের সরকারের সহযোগিতায় ট্রাভেল পারমিটে তারা দেশে ফেরার সুযোগ পেয়েছে। ফেরত আসা বাংলাদেশিরা যদি পাচারকারীদের শনাক্ত করে আইনি সহায়তা চাই, সেই সহযোগিতা তাদের দেওয়া হবে বলে জানান মানবাধিকার সংস্থার এই কর্মকর্তা।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বিশ্বাস জানান, ফেরত আসা বাংলাদেশিদের আইনি সহায়তা ও পরিবারের কাছে পৌঁছে দিতে বাংলাদেশি তিনটি মানবাধিকার সংস্থা তাদের গ্রহণ করেছে। এদের মধ্যে জাস্টিস অ্যান্ড কেয়ারের হেফাজতে নিয়েছে ১৪ জনকে, বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির হেফাজতে আছে ৯ জন ও রাইটস যশোরের কাছে আছে ১৯ জন।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে ৪২ জন বাংলাদেশিকে ফেরত দেওয়ার সময় সেখানে উপস্থিত ছিলেন কলকাতা নিযুক্ত বাংলাদেশ দূতাবাস কর্মকর্তা, বিজিবি, বিএসএফ, পুলিশ, মানবাধিকার সংস্থা ও সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা।
ভালো কাজের প্রলোভনে বিভিন্ন সময়ে ভারতে পাচারের শিকার ৪২ জন বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ভারতের কলকাতায় নিযুক্ত বাংলাদেশ উপ–হাইকমিশন। আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে ট্রাভেল পারমিট আইনে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেয়।
ফেরত আসা ৪২ বাংলাদেশিদের মধ্যে নারী, কিশোর–কিশোরী রয়েছে। তাদের বাড়ি যশোর, সাতক্ষীরা, কক্সবাজার, নওগাঁ, চট্টগ্রাম, যশোর, ঢাকা, বাগেরহাট, খুলনা ও পটুয়াখালী জেলার বিভিন্ন অঞ্চলে।
মানবাধিকার সংস্থা রাইটস যশোরের তথ্য ও অনুসন্ধান কর্মকর্তা তৌফিক হোসেন জানান, ভালো কাজের প্রলোভনে দেশের বিভিন্ন সীমান্ত পথে দালালের মাধ্যমে তারা ভারতে যায়। এ সময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে জেলে পাঠায়।
পরে আইনি সহায়তা দিতে ভারতীয় একটি মানবাধিকার সংস্থা তাদের আদালত থেকে ছাড়িয়ে হেফাজতে নেয়। এরপর থেকে তারা ভারতের ২৪ পরগনার ধ্রূব আশ্রম, কিশোলয়া হোম ও শুকণ্যা হোম নামের তিনটি মানবাধিকার সংস্থার আশ্রয়ে ছিল।
দুই দেশের সরকারের সহযোগিতায় ট্রাভেল পারমিটে তারা দেশে ফেরার সুযোগ পেয়েছে। ফেরত আসা বাংলাদেশিরা যদি পাচারকারীদের শনাক্ত করে আইনি সহায়তা চাই, সেই সহযোগিতা তাদের দেওয়া হবে বলে জানান মানবাধিকার সংস্থার এই কর্মকর্তা।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বিশ্বাস জানান, ফেরত আসা বাংলাদেশিদের আইনি সহায়তা ও পরিবারের কাছে পৌঁছে দিতে বাংলাদেশি তিনটি মানবাধিকার সংস্থা তাদের গ্রহণ করেছে। এদের মধ্যে জাস্টিস অ্যান্ড কেয়ারের হেফাজতে নিয়েছে ১৪ জনকে, বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির হেফাজতে আছে ৯ জন ও রাইটস যশোরের কাছে আছে ১৯ জন।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে ৪২ জন বাংলাদেশিকে ফেরত দেওয়ার সময় সেখানে উপস্থিত ছিলেন কলকাতা নিযুক্ত বাংলাদেশ দূতাবাস কর্মকর্তা, বিজিবি, বিএসএফ, পুলিশ, মানবাধিকার সংস্থা ও সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা।
চট্টগ্রাম নগরীর একটি কনভেনশন হলে ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক ফখরুল আনোয়ার আটক হয়েছেন। একই সঙ্গে তাঁর ভাতিজি খাদিজাতুল আনোয়ার সনি (সাবেক এমপি) আটক হয়েছেন বলে গুঞ্জন উঠলেও তা নিশ্চিত হওয়া যায়নি।
৬ ঘণ্টা আগেমানিকগঞ্জের ঘিওরে পচা মিষ্টির রসের সঙ্গে ক্ষতিকর রং ও রাসায়নিক দ্রব্য মিশিয়ে তৈরি করা হচ্ছে শিশুদের প্রিয় খাবার সন্দেশ ও টফি; যা প্যাকেটজাত করে কুরিয়ারের মাধ্যমে পাঠানো হয় বিভিন্ন জেলায়। অর্থ লেনদেন হয় মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে।
৭ ঘণ্টা আগেপ্রাথমিক সমাপনী পরীক্ষায় (পিইসি) জিপিএ-৫ না পেয়ে হতাশ হয়েছিলেন ইমা আক্তার। তারপর অদম্য ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রমের ফলে বাকি সব পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন। এবার তিনি ফরিদপুর মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন।
৭ ঘণ্টা আগেঝিনাইদহে পিকনিকে গিয়ে বিরিয়ানি খেয়ে অসুস্থ হয়ে পড়েছে বাগেরহাট সদরের চুলকাঠি এলাকার শিশু কানন আদর্শ বিদ্যাপীঠের শিক্ষক, শিক্ষার্থীসহ অন্তত অর্ধশতাধিক লোক। শনিবার বিকেল সাড়ে ৫ টা থেকে রাত ৮টা পর্যন্ত সময়ের মধ্যে ৫ম শ্রেণির শিক্ষার্থী অহনা ইসলাম মৌ, ৪র্থ শ্রেণির আম্মার, উজান কর্মকার, ১ম শ্রেণির মায়াং
৭ ঘণ্টা আগে